EtiBritto

EtiBritto জীবন সত্যিই সহজ, কিন্তু আমরা এটিকে জটিল করার জন্য জোর দিয়ে থাকি।
#ইতিবৃত্ত

রা ফা - পৃথিবীর বৃহত্তর ক’বরস্থান। যেখানে শুধু মানুষের ক’বর নয়, দা’ফন হয়েছে বিশ্ব মানবতাও। মু’না’ফিকের খাতায় নাম রেখো না...
07/04/2025

রা ফা - পৃথিবীর বৃহত্তর ক’বরস্থান।
যেখানে শুধু মানুষের ক’বর নয়, দা’ফন হয়েছে বিশ্ব মানবতাও।
মু’না’ফিকের খাতায় নাম রেখো না, ইয়া রব। আমরা নিরূপায়। উপায় বের করে দাও।
"বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ শাসকদের বিবেক কবে জাগবে??"
ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'
🇵🇸🇵🇸Phalstine 🇪🇭✊

15/01/2025

Apna time ayega 😎
゚viralシ2024fyp

Send a message to learn more

29/08/2024

" নিজের বাচ্চার ভুলের জন্য না নিজে শাসন করেছেন, না শিক্ষকদের শাসন করতে দিসেন আর সমসাময়িক ঘটনাপ্রবাহের জন্য যারা বড় গলায় বলছেন জেনারেশন বেয়াদব হয়ে গেছে "
- প্রিয় অভিবাবক যারা আছেন নিজেকে একবার প্রশ্ন করেন আপনার শিশুকে প্রথম আদব শেখানোর দ্বায়িত্ব কার ছিলো পরিবারের না প্রতিষ্ঠানের না রাষ্ট্রের ;(পরিবার/প্রতিষ্ঠান/রাষ্ট্র) ৩টা ধাপে যখন আপনি, আমি বা আমরা যখন পুরোপুরি ব্যর্থ *** এই ব্যর্থতার দায়টা কাকে দিবেন ???

বিঃদ্রঃ আমরা মানে সুশীল সমাজ তো একটা মুখোশ - না থাকলেই নয় নামে টিকে আছি ঘুণে ধরা তবে মেরামত যোগ্য||
=» যার যার জায়গা থেকে ২টি করে লাইন বলে যান কেউ আমিও একটু বুঝি আসল ঘটনাটা কি....

অনেক বাংলা সিনেমা দেখেছি যেখানে সাবানা হুট করে আইনজীবী হয়ে যায় সন্তান বা স্বামীর প্রয়োজনে। মানজুর আল মাতিনকে মূলত সবাই চ...
31/07/2024

অনেক বাংলা সিনেমা দেখেছি যেখানে সাবানা হুট করে আইনজীবী হয়ে যায় সন্তান বা স্বামীর প্রয়োজনে। মানজুর আল মাতিনকে মূলত সবাই চিনে নিউজ প্রেজেন্টার বা উপস্থাপক হিসেবে। অথচ যখন দেশের প্রয়োজন হলো, নিজের আইনী পোশাকটা লাগিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন স্টুডেন্টদের পক্ষে, দেশের পক্ষে! যারা তাকে নিউজ প্রেজেন্টার হিসেবে দেখে অভ্যস্ত - সবার কাছে ব্যাপারটা বাংলা সিনেমার মতই মনে হওয়ার কথা! জীবনের গল্প মাঝেমধ্যে সিনেমার গল্পকেও হার মানায়। মানজুর আল মাতিন আমাদের সেটাই দেখিয়ে দিলেন। ❤️

সংগৃহীত

" নাম ডেকে ডেকে তখন একজন করে ছেলেমেয়েদের ঢোকান হচ্ছিলো জেলখানার ভেতরে।নাম ডাকতে ডাকতে হাঁপিয়ে উঠেছিলেন ডেপুটি জেলার সাহে...
31/07/2024

" নাম ডেকে ডেকে তখন একজন করে ছেলেমেয়েদের ঢোকান হচ্ছিলো জেলখানার ভেতরে।
নাম ডাকতে ডাকতে হাঁপিয়ে উঠেছিলেন ডেপুটি জেলার সাহেব। এক সময়ে বিরক্তির সাথে বললেন, উহ্‌ এত ছেলেকে জায়গা দেবো কোথায়। জেলখানাতে এমনিতে ভর্তি হয়ে আছে।
ওর কথা শুনে কবি রসুল চিৎকার করে উঠলো, জেলখানা আরো বাড়ান সাহেব। এত ছোট জেলখানায় হবে না।
আর একজন বললো, এতেই ঘাবড়ে গেলেন নাকি?
আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো। "

আরেক ফাল্গুন ___জহির রায়হান। 🇧🇩🙏

"মুক্তির লেইগা যুদ্ধ কইরা মুক্তিডাই তর মিললো কই?
ভাষার লেইগা লইড়া যদি বোবা হইয়াই পইড়া রই!"


২৫ মার্চ ১৯৭১ না এটা ১৫ জুলাই ২০২৪পাকিস্তানি মিলিটারি vs সাধারন মানুষ _না এটা_ বাংলাদেশ ছাত্রলীগ vs সাধারন শিক্ষার্থী 💔[...
15/07/2024

২৫ মার্চ ১৯৭১ না এটা ১৫ জুলাই ২০২৪
পাকিস্তানি মিলিটারি vs সাধারন মানুষ _না এটা_
বাংলাদেশ ছাত্রলীগ vs সাধারন শিক্ষার্থী 💔
[সংগ্রহীত]

06/07/2024

[ LM10 & CR7 ]এদের যে সময় ফুরিয়ে এসেছে শেষ সময় এসে তাদের কে...! 😊🫤 ট্রল না করে বরং তাদের খেলাটা উপভোগ করুন ধন্যবাদ...!😊❤️‍🩹

Address

Mohammadpur, Dhaka
Dhanmondi
1207

Alerts

Be the first to know and let us send you an email when EtiBritto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share