25/09/2025
পূজা উপলক্ষে এই প্রথমবারের মতো আমরা একটি বিশেষ গান নিয়ে হাজির হলাম। এতদিন ইদ ও নানা উৎসব নিয়ে কাজ করলেও, এই কাজটি আমাদের জন্য ভিন্ন আবেগের। গানটির প্রতিটি সুর ও দৃশ্যের সঙ্গে জড়িয়ে আছে আমাদের রাতদিনের নিরলস পরিশ্রম, ঘুমহীন অনেকটা সময় আর অগণিত স্মৃতি।
আসলে আমরা বাইরের লোকেশনে শুট করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু সীমিত সময় ও বাজেটের কারণে শেষ পর্যন্ত প্রিয় Studio Shurung-এর ভেতরেই পুরো প্রজেক্টটি সম্পন্ন করেছি। সীমাবদ্ধতা থাকলেও ভালোবাসা, নিষ্ঠা আর আত্মার টানেই এই কাজটিকে আমরা আলাদা করে তুলতে পেরেছি।
আমরা চাই এবারের পূজায় প্রতিটি মণ্ডপে মণ্ডপে এই গানটি প্রতিধ্বনিত হোক। উৎসব আনন্দ হোক সবার, কারণ আনন্দ কখনো একা হয় না—আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সবাই মিলে ভাগাভাগি করে নেই।
আমরা বিশ্বাস করি—
জাতি, ধর্ম, বর্ণের উর্ধ্বে গিয়ে সংগীতই পারে মানুষকে এক সুরে বাঁধতে। একটি সুন্দর, সাম্যের আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পথে গান হতে পারে আমাদের অন্যতম হাতিয়ার।
এই কাজে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন, সবার প্রতিই আমাদের কৃতজ্ঞতা। 🙏
গানটি শুনে কেমন লাগলো জানাবেন, আর আমাদের সবসময় আপনাদের ভালোবাসা ও প্রার্থনায় রাখবেন।
Team Studio Shurung 🎧
Studio Shurung Present কৈলাস থেকে এলো যে মা - Koilas Theke Elo Je MaaLyrics : Sikder bashudebTune : Shaswati Chakraborty , Chumky & Sikder BashudebVoice : S...