bdsportsnews.com

bdsportsnews.com bdsportsnews.com is the first of its kind, a fully Bangla online sports newspaper. The site updates

বলেন তো আমি কে??
01/07/2025

বলেন তো আমি কে??

পাপন ভাই  আমাকে বলতেন রফিক তুমি কোন জায়গায় কাজ করতে চাও বলো, আমি বলতাম ক্রিকেট উন্নয়নের জন্য আপানারা আমাকে যেখানে পছন্দ ...
28/06/2025

পাপন ভাই আমাকে বলতেন রফিক তুমি কোন জায়গায় কাজ করতে চাও বলো, আমি বলতাম ক্রিকেট উন্নয়নের জন্য আপানারা আমাকে যেখানে পছন্দ করবেন সেখানেই আমি রাজি আছি, তারপর পাপন ভাই বললেন ঠিক আছে চিন্তা করো না তোমাকে ফোন দিয়ে ডাকা হবে,

অপেক্ষা করতে লাগলাম কই, কিসের ফোন কোনো খবর নাই, ১২,১৩ বছরে, এরপর ফারুক আসলো, সে বললো রফিক তোমাকে কিন্তুু আমাদের দরকার তোমার জন্য আমার অনেক চিন্তা ভাবনা আছে সমস্যা নাই, আমারা ঈদের পর আলোচনায় বসবো, ঈদ ও গেলো ফারুকও গেলো কোনো খবর নাই,

বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সাথে আমার কথা হয়েছে এমনকি বর্তমানে বোর্ডের পরিচালকেদের সাথেও আমার কথা হয়েছে তারা আমাকে বলছে আমাদের একাডেমিতে বর্তমানে কোনো কোচ নাই, সেখানে তুমি চাইলে থাকতে পারো, আমরা শীগ্রই তোমাকে ডাকবো,

আমি বলেছি আলহামদুলিল্লাহ, আমাকে কাজ দিলে মাঠের কাজই দিয়েন, আমার মাঠেই ছেলেদের সাথে কাজ করতে ভালো লাগে, আপনারা যে কোনো সময় আমাকে ডাইকেন আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ।

মোহাম্মদ রফিক 🗣️

সাথে আছে অধিনায়ক শান্তর ১৯৯ বলে ১২৫ রানের ইনিংস। দ্বিতীয় বারের মতো টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন তিনি
21/06/2025

সাথে আছে অধিনায়ক শান্তর ১৯৯ বলে ১২৫ রানের ইনিংস।
দ্বিতীয় বারের মতো টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন তিনি

ইন্টার মিয়ামির হয়ে মেসি পেনাল্টির চেয়ে ফ্রি-কিক বেশি করেছে
21/06/2025

ইন্টার মিয়ামির হয়ে মেসি পেনাল্টির চেয়ে ফ্রি-কিক বেশি করেছে

💌 একজন আমেরিকান পর্যটকের চোখে ইরান 🇮🇷"ইরানে কয়েক মাস ধরে ঘুরেছি, থেকেছি। তেহরানে একটা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীর সঙ্গে...
21/06/2025

💌 একজন আমেরিকান পর্যটকের চোখে ইরান 🇮🇷
"ইরানে কয়েক মাস ধরে ঘুরেছি, থেকেছি। তেহরানে একটা ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীর সঙ্গে দেখা হয়, যিনি আমাকে ঘর খুঁজতে দেখেছিলেন। আমাকে বাসায় ডেকে নেন, তাঁর ছেলের সঙ্গে থাকি, প্রতিদিন একসঙ্গে খাই—এক টাকাও নিতে রাজি হননি। একদিন অসুস্থ হয়ে বমি করছিলাম, সবাই বাথরুমে এসে পাশে দাঁড়াল, মাথায় হাত বুলিয়ে বলল, "আয়বি নাদারে"—লজ্জার কিছু না, ঠিক আছো।

ইরানের শহর থেকে শহর ঘুরেছি—প্লেন, ট্রেন, বাস, শেয়ার ট্যাক্সি। শেষে আর হোটেল বুক করতাম না, কারণ সবসময় কাউকে পেতাম—বাসে বা ট্রেনে—যারা বলত, "চলো, আমার বাসায় থাকো।" ইয়াজদের ইরান-ইরাক যুদ্ধের এক শহীদের পরিবার আমাকে নিয়ে গেল পাহাড়ে বারবিকিউ করতে। রাসতের এক ট্যাক্সিচালক সব হোটেল ভরতি দেখে নিজের ছোট্ট ঘরের মেঝেতে আমার ঘুমানোর ব্যবস্থা করল।
পুলিশ?
একবারই কথা বলেছে—তাও জানতে চেয়েছে, আমি ঠিক আছি তো?

কখনো একটুও অস্বস্তি লাগেনি। রাত হোক, দিন হোক—সব সময় যেন একটা অদৃশ্য ভালোবাসা আমাকে জড়িয়ে রেখেছে। ইরান শুধু একটা দেশ না, এটা এক বিশাল হৃদয়। পাহাড়ি রেইনফরেস্ট থেকে শুরু করে লবণাক্ত মরুভূমি পর্যন্ত—মানুষগুলোও তেমনই বৈচিত্র্যময়। কারো ভেতর ছিল প্রচণ্ড উদারতা, কারো ভেতর ধর্মীয় গাম্ভীর্য—কিন্তু সবার মধ্যে একটাই জিনিস ছিল—মানুষের প্রতি ভালোবাসা।
এই দেশটা শুধু পাহাড়, মরুভূমি, আর পারমাণবিক শিরোনাম না।
এই দেশটা মানুষের, হৃদয়ের, ভালোবাসার।
ধর্ম, ভাষা, সংস্কৃতির সীমা পেরিয়ে
তারা আমাকে শুধু আশ্রয় দেয়নি—মানুষ হিসেবে সম্মান দিয়েছে।
আজও মনে হলে লজ্জায় চোখ ভিজে যায়।"

– অধ্যাপক জনাথন এ সি ব্রাউন, জর্জটাউন বিশ্ববিদ্যালয়

সোহানকে অধিনায়ক রেখে জিএসএল-এ রংপুর রাইডার্স এর স্কোয়াড ঘোষণা
20/06/2025

সোহানকে অধিনায়ক রেখে জিএসএল-এ রংপুর রাইডার্স এর স্কোয়াড ঘোষণা

১৯৯৪ সালে ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বুট আর ব্যালন ডি'অর জয়ী কিংবদন্তি হ্রিস্তো স্টইচকভ এর চোখে সর্বকালের সেরা ফুটবলার লিও মেস...
20/06/2025

১৯৯৪ সালে ওয়ার্ল্ড কাপ গোল্ডেন বুট আর ব্যালন ডি'অর জয়ী কিংবদন্তি হ্রিস্তো স্টইচকভ এর চোখে সর্বকালের সেরা ফুটবলার লিও মেসি!

রোনালদো সম্পর্কে লিও মেসি 🗣️"আমার এবং ক্রিশ্চিয়ানোর মধ্যে প্রতিযোগিতা শুধু মাঠে, আমরা দুজনই দলের জন্য আমাদের সেরাটা দেও...
20/06/2025

রোনালদো সম্পর্কে লিও মেসি 🗣️
"আমার এবং ক্রিশ্চিয়ানোর মধ্যে প্রতিযোগিতা শুধু মাঠে, আমরা দুজনই দলের জন্য আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।"
"এটা স্পষ্ট যে আমাদের প্রতিযোগিতা কেবল স্টেডিয়ামের মধ্যেই সীমাবদ্ধ, কারণ স্টেডিয়ামের বাইরে আমরা দুজন সাধারণ মানুষ।"
" এটাও সত্য যে আমরা দুজন বন্ধু নই; আমরা একসাথে আড্ডা দেই না। কিন্তু আমরা সবসময় একে অপরকে অনেক সম্মান করি।"
"ক্রিশ্চিয়ানো রোনালদো যে অসাধারণ ক্রীড়া ক্যারাভান রেকর্ড করেছেন তাতে আমি খুশি, এবং এখনো সে সর্বোচ্চ লেভেলে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে, যা আমাকে অবাক করে দেয়।"

Maniacs Bangladesh

What a Goal 😲
20/06/2025

What a Goal 😲

পোর্তোর সাথে অসাধারণ ফ্রিকিক গোল দিয়ে লিওনেল মেসির এখন ৮৬৬ টি ক্যারিয়ার গোল এবং ৬৮ তম ফ্রি কিক গোল অর্জন হলো। 🐐সাথে অসা...
20/06/2025

পোর্তোর সাথে অসাধারণ ফ্রিকিক গোল দিয়ে লিওনেল মেসির এখন ৮৬৬ টি ক্যারিয়ার গোল এবং ৬৮ তম ফ্রি কিক গোল অর্জন হলো। 🐐

সাথে অসাধারণ পারফরম্যান্সের জন্য ক্যারিয়ারে ৩৯৫ তম ম্যাচ সেরা পুরস্কার তো আছেই!🏅

এই প্রথম কোনো প্রতিযোগিতায় ইউরোপিয়ান ক্লাবকে হারাল এমএলএসের কোনো দল!১ -০ তে পিছিয়ে থেকেও মেসির জাদুকরী পারফরম্যান্সে ২...
20/06/2025

এই প্রথম কোনো প্রতিযোগিতায় ইউরোপিয়ান ক্লাবকে হারাল এমএলএসের কোনো দল!
১ -০ তে পিছিয়ে থেকেও মেসির জাদুকরী পারফরম্যান্সে ২ -১ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি

অভিনন্দন সৈয়দ আবিদ হুসাইন সামি ভাই। বিসিবি সভাপতির উপদেষ্টা নির্বাচন হয়েছেন গুণী এই ক্রিকেটার, ক্রিকেট সাংবাদিক এবং ক্রি...
19/06/2025

অভিনন্দন সৈয়দ আবিদ হুসাইন সামি ভাই। বিসিবি সভাপতির উপদেষ্টা নির্বাচন হয়েছেন গুণী এই ক্রিকেটার, ক্রিকেট সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা

Address

Dhanmondi

Alerts

Be the first to know and let us send you an email when bdsportsnews.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to bdsportsnews.com:

Share