24/04/2024
মর্মান্তিক এক্সিডেন্ট 😭😭!
২৪/০৪/২০২৪ইং বুধবার আনুমানিক রাত ৩ টায় এই এক্সিডেন্ট হয়। এতে কেহ আহত বা নিহত হয়নি। গাড়ীর গতি বেশি থাকায় রাস্তার পাশে থাকা কাঠাল গাছ গাড়ীর ধাক্কায় ভেঙ্গে যেয়ে পাকা ঘড়ের উপড়ে পড়ে। এছাড়াও আরো অনেক ক্ষতি হয়েছে সেখানে। ভিডিও দেখলে বিস্তারিত বুঝতে পারবেন।
লোকেশনঃ ধুনট-সোনাহাটা রোড, পাকুড়ীহাটা বাজারের ১৫০ মিটার দক্ষিণে শাহার-উদ্দিনের বাড়ী।