FYN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FYN, Digital creator, Dhunat.

16/10/2024

চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে
আমার না-থাকা জুড়ে।

কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ !

15/10/2024

মানুষ তার জীবনের একটি বড় অংশ ‘অপেক্ষা’ করে কাটিয়ে দেয়। জীবনের জন্য অপেক্ষা, জীবন পেলে মৃত্যুর জন্য অপেক্ষা। উপেক্ষার জন্য অপেক্ষা, অপেক্ষার জন্য অপেক্ষা। আক্ষেপের অপেক্ষা।

ভোরের সূর্য উঠলে, দুপুরের সূর্য বিকেল গড়িয়ে সন্ধ্যার অপেক্ষা, সন্ধ্যা ঘনালে রাত নামার জন্য অপেক্ষা। গভীর রাতের ঘনত্ব বাড়লে আবার ভোরের জন্য অপেক্ষা। ভোরের পাখির কিচিরমিচির শুনলে মানুষ তখন একাকিত্বের হাফ ছেড়ে বাঁচে। এরপর এই যানজটের শহরে গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা। পৌঁছে গেলে ঘরে ফেরার অপেক্ষা।

ঘরে ফিরে মানুষ অপেক্ষার ছলে একটুখানি প্রশান্তির খোঁজ করে। সেও দীর্ঘ অপেক্ষা।
রাতের আকাশের চাঁদ, চাঁদের পাশের ধ্রুবতারা, দিনের সূর্য, নক্ষত্র, চন্দ্রের গ্রহণ, সূর্যের গ্রহণ, আকাশ, অবকাশ, নিরবে থাকা মহাকাশ— ধ্রুবতারার পাশে জ্বলজ্বল করে জ্বলতে থাকা একটুকরো নিমের ডাল। সে ডালের পাতা! সবাই অপেক্ষা করে থাকে।

প্রিয় মানুষের জন্য অপেক্ষা, অপ্রিয়তা থেকে নিজেকে লুকিয়ে রাখার অপেক্ষা। জীবনের সবটুকু আক্ষেপকে ভুলে থাকবার অপেক্ষা, ভুলে গেলে আবার স্মরণ করার অপেক্ষা। স্মৃতিকে ভুলে যাবার অপেক্ষা, স্মৃতিকে আবার আঁকড়ে ধরার অপেক্ষা। শতবছরের প্রতীক্ষার জন্য অপেক্ষা।

সুখের সন্ধানে অপেক্ষা, দুঃখকে হাত বাড়িয়ে খোঁজার অপেক্ষা। কখনো জোয়ার, আবার কখনো ভাটার জন্য অপেক্ষা।

আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করি। একটানা বর্ষণে অপেক্ষা করি রোদের জন্য। কাছের মানুষের জন্য অপেক্ষা, কাছের মানুষগুলো চলে যাবার যে ভয়— সে ভয়ও অপেক্ষায় রাখে৷ হঠাৎ কখনো চলে গেলে তার ফিরে আসার জন্য অপেক্ষা।

এইযে পাহাড়, সমুদ্র— কবিতার কথা; এই সবকিছুর জন্য মানুষ অপেক্ষা করে। আক্ষেপ, আপেক্ষিকতা; সবকিছুই অপেক্ষা করে। অপেক্ষা নিজেও নিজের জন্য অপেক্ষা করে।
জীবনের জন্য অপেক্ষা, জীবন পেলে মৃত্যুর জন্য অপেক্ষা। উপেক্ষার জন্য অপেক্ষা, অপেক্ষার জন্য অপেক্ষা। আক্ষেপের অপেক্ষা। সাড়ে তিনহাত কবর, কবরের বাসিন্দা আসার সাথে সাথে দুই ফেরেস্তা; তারাও অপেক্ষা করে।

মৃত মানুষও অপেক্ষা করে। শুধু মৃত মানুষের জন্য কেউ অপেক্ষা করেনা। মৃত মানুষের জন্য শুধুই জমে থাকে আক্ষেপ।

06/10/2024

মানুষ তার জীবনের একটি বড় অংশ ‘অপেক্ষা’ করে কাটিয়ে দেয়। জীবনের জন্য অপেক্ষা, জীবন পেলে মৃত্যুর জন্য অপেক্ষা। উপেক্ষার জন্য অপেক্ষা, অপেক্ষার জন্য অপেক্ষা। আক্ষেপের অপেক্ষা।
ভোরের সূর্য উঠলে, দুপুরের সূর্য বিকেল গড়িয়ে সন্ধ্যার অপেক্ষা, সন্ধ্যা ঘনালে রাত নামার জন্য অপেক্ষা। গভীর রাতের ঘনত্ব বাড়লে আবার ভোরের জন্য অপেক্ষা। ভোরের পাখির কিচিরমিচির শুনলে মানুষ তখন একাকিত্বের হাফ ছেড়ে বাঁচে। এরপর এই যানজটের শহরে গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা। পৌঁছে গেলে ঘরে ফেরার অপেক্ষা।
ঘরে ফিরে মানুষ অপেক্ষার ছলে একটুখানি প্রশান্তির খোঁজ করে। সেও দীর্ঘ অপেক্ষা।
রাতের আকাশের চাঁদ, চাঁদের পাশের ধ্রুবতারা, দিনের সূর্য, নক্ষত্র, চন্দ্রের গ্রহণ, সূর্যের গ্রহণ, আকাশ, অবকাশ, নিরবে থাকা মহাকাশ— ধ্রুবতারার পাশে জ্বলজ্বল করে জ্বলতে থাকা একটুকরো নিমের ডাল। সে ডালের পাতা! সবাই অপেক্ষা করে থাকে।
প্রিয় মানুষের জন্য অপেক্ষা, অপ্রিয়তা থেকে নিজেকে লুকিয়ে রাখার অপেক্ষা। জীবনের সবটুকু আক্ষেপকে ভুলে থাকবার অপেক্ষা, ভুলে গেলে আবার স্মরণ করার অপেক্ষা। স্মৃতিকে ভুলে যাবার অপেক্ষা, স্মৃতিকে আবার আঁকড়ে ধরার অপেক্ষা। শতবছরের প্রতীক্ষার জন্য অপেক্ষা।
সুখের সন্ধানে অপেক্ষা, দুঃখকে হাত বাড়িয়ে খোঁজার অপেক্ষা। কখনো জোয়ার, আবার কখনো ভাটার জন্য অপেক্ষা।
আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করি। একটানা বর্ষণে অপেক্ষা করি রোদের জন্য। কাছের মানুষের জন্য অপেক্ষা, কাছের মানুষগুলো চলে যাবার যে ভয়— সে ভয়ও অপেক্ষায় রাখে৷ হঠাৎ কখনো চলে গেলে তার ফিরে আসার জন্য অপেক্ষা।
এইযে পাহাড়, সমুদ্র— কবিতার কথা; এই সবকিছুর জন্য মানুষ অপেক্ষা করে। আক্ষেপ, আপেক্ষিকতা; সবকিছুই অপেক্ষা করে। অপেক্ষা নিজেও নিজের জন্য অপেক্ষা করে।
জীবনের জন্য অপেক্ষা, জীবন পেলে মৃত্যুর জন্য অপেক্ষা। উপেক্ষার জন্য অপেক্ষা, অপেক্ষার জন্য অপেক্ষা। আক্ষেপের অপেক্ষা। সাড়ে তিনহাত কবর, কবরের বাসিন্দা আসার সাথে সাথে দুই ফেরেস্তা; তারাও অপেক্ষা করে।
মৃত মানুষও অপেক্ষা করে। শুধু মৃত মানুষের জন্য কেউ অপেক্ষা করেনা। মৃত মানুষের জন্য শুধুই জমে থাকে আক্ষেপ।

06/10/2024

Love is one of the most beautiful feeling that we experience as humans. It is a variety of different feelings, states and emotions that range from interpersonal affection to pleasure. So the best full form of Love will be “Life's Only Valuable Emotion"

19/09/2024

যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয় আর গরীবেরা তাদের ছেলেদের দেয়।
যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায় আর গরীবেরা তাদের ছেলেদের কবর খুঁজে বেড়ায়।
(সার্বিয়ান প্রবাদ)

আপনার পিডিএফ, ইবুক, কোচিং নোট, বা অনলাইন কোচিং ম্যাটেরিয়াল হার্ডকপিতে রূপান্তর করতে চান?FYN Printing Press আপনার জন্য আ...
22/05/2024

আপনার পিডিএফ, ইবুক, কোচিং নোট, বা অনলাইন কোচিং ম্যাটেরিয়াল হার্ডকপিতে রূপান্তর করতে চান?

FYN Printing Press আপনার জন্য আছে! আমরা দ্রুত, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের হ্যান্ডনোট এবং শিটপ্রিন্টিং পরিষেবা প্রদান করি।

আমাদের পরিষেবাগুলির মধ্যে রয়েছে:

পিডিএফ ও ইবুক থেকে হ্যান্ডনোট তৈরি
কোচিং নোট ও অনলাইন কোচিং ম্যাটেরিয়াল প্রিন্টিং
উচ্চমানের কাগজ ও প্রিন্টিং
দ্রুত টার্নআরাউন্ড সময়
প্রতিযোগিতামূলক মূল্য
আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার হ্যান্ডনোট ও শিটপ্রিন্টিং চাহিদা সম্পর্কে আমাদের সাথে কথা বলুন!

যোগাযোগ:

ফোন: 01624930870
ওয়াটসঅ্যাপ: 01624930870
#পিডিএফটুহ্যান্ডনোট #ইবুকটুহ্যান্ডনোট #কোচিংনোট #অনলাইনকোচিং #শিটপ্রিন্টিং

একটা পাখি যে পরিমাণ শষ্য খায়, তার চেয়ে অধিক পরিমাণ শষ্য রক্ষা করে শষ্যের জন্য ক্ষতিকারক কিট পতঙ্গ খেয়ে ফেলার মাধ্যমে।এসব...
08/12/2023

একটা পাখি যে পরিমাণ শষ্য খায়, তার চেয়ে অধিক পরিমাণ শষ্য রক্ষা করে শষ্যের জন্য ক্ষতিকারক কিট পতঙ্গ খেয়ে ফেলার মাধ্যমে।

এসব মানুষদেরকে সৃষ্টিকর্তা সঠিক জ্ঞান ও সুবুদ্ধি দান করুক। 🤗

Address

Dhunat
5850

Website

Alerts

Be the first to know and let us send you an email when FYN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share