13/06/2025
কারোর সাথেই আমার স্বার্থের সম্পর্ক নেই। অনেকের সাথে আমি যোগাযোগ রাখিনি আর অনেকেই আমার সাথেও রাখে না..।
এই রাখা না রাখা নিয়াও কোনো অভিযোগ নাই। কারণ কারোর সাথে চাওয়া-পাওয়ার স্বার্থ নাই...।
বলতে পারেন এভাবেই আমাদের অনেকের সাথে শেষ কথা,শেষ দেখা,শেষ পথচলা, শেষ যোগাযোগ হয়ে গেছে...।🤍