Ummah News TV

Ummah News TV Fearless In The Way Of Islam. Please Like And Follow Our Page.

আসসালামু আলাইকুম...বাংলাদেশে বর্তমান সময়ে স্মরণকালের ভয়াবহ এই বর্নার পরিস্থিতিতে দান করুর সবার আস্থার ফাউন্ডেশন আস-সুন...
23/08/2024

আসসালামু আলাইকুম...

বাংলাদেশে বর্তমান সময়ে স্মরণকালের ভয়াবহ এই বর্নার পরিস্থিতিতে দান করুর সবার আস্থার ফাউন্ডেশন আস-সুন্নাহ ফাউন্ডেশনে। খুব সহজে ডোনেশন করুন তাদের ওয়েবসাইট থেকে: https://assunnahfoundation.org/donate/flood

11/05/2024

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশি কিশোর হাফেজ বশির আহমাদ...
23/02/2024

ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশি কিশোর হাফেজ বশির আহমাদ। প্রতিযোগিতায় ৩০ পারা কোরআন গ্রুপে ১১০ দেশের প্রতিযোগীদের মধ্যে বশির প্রথম হয়েছে।

আজকে “বিতর্কিত জাতীয় পাঠ্যক্রম, প্রজন্মের প্রকৃত শিক্ষা ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সক...
15/02/2024

আজকে “বিতর্কিত জাতীয় পাঠ্যক্রম, প্রজন্মের প্রকৃত শিক্ষা ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল ঘরানার আলেম!

বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া!
28/01/2024

বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া!

আলফাফা, আলফাফা কমিউনিটি

আজ বিকালে মুহতারাম শায়খ মুফতি Harun Izhar হাফিজাহুল্লাহ এর নেতৃত্বে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এ...
20/01/2024

আজ বিকালে মুহতারাম শায়খ মুফতি Harun Izhar হাফিজাহুল্লাহ এর নেতৃত্বে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে উলামায়ে কেরামদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় নতুন শিক্ষা কারিকুলাম এবং ট্রান্সজেন্ডার নিয়ে মন্ত্রীর কাছে কয়েকশত পৃষ্ঠার লিখিত প্রতিবেদন/পর্যালোচনা পেশ করা হয়।

মন্ত্রী তার মন্ত্রিত্বকালীন সময়ে কোন বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন হবে না বলে উলামায়ে কেরামদের কে আশ্বস্ত করেন‚ এবং ট্রান্সজেন্ডারের চরম বিরোধিতা করে বলেন ট্রান্সজেন্ডার আর হিজড়া এক নয়।

বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, যুগ্ম মহাসচিব মাওলানা নাসীর উদ্দিন মুনির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল কাসেমী,হাটহাজারী উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদ, মাওলানা জিহাদুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান ফারুকী প্রমূখ ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

আসিফাকে গণধর্ষণ ও হত্যার ৬ বছর - ১৭ই জানুয়ারী ২০১৮ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের অন্তর্গত কাঠুয়ার রাসানা গ্রামে মন্দ...
18/01/2024

আসিফাকে গণধর্ষণ ও হত্যার ৬ বছর - ১৭ই জানুয়ারী ২০১৮

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের অন্তর্গত কাঠুয়ার রাসানা গ্রামে মন্দিরে আটকে রেখে চেতনা নাশক ওষুধ খাইয়ে দিনের পর দিন ধর্ষণ করা হয় ৮ বছর বয়সী শিশু আসিফাকে।

মন্দিরের পুরোহিত সঞ্জিরাম, তার ছেলে, ভাগ্নে এবং দীপক খাজুরিয়া নামে এক পুলিশও আসিফাকে ধর্ষণ করে। আসিফাকে সংঘবদ্ধ ধর্ষণের ফলে তার যোনি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে গলা টিপে, পাথর দিয়ে মাথা থেতলে নৃশংসভাবে হত্যা করা হয়।

এর পেছনে হিন্দুদের উদ্দেশ্য ছিল মুসলিম সম্প্রদায়কে আতঙ্কিত করা এবং গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া।

আসিফাকে তাদের বাকেরওয়াল গোষ্ঠীর লোকেরা নিজ ভিটেতে দাফন করতে চেয়েছিল। কিন্তু আসিফার লাশ দাফন করতে গেলেও হি ;ন্দু;ত্ব;বাIদী;রI বাধা দেয়।

পরে পায়ে হেঁটে সাত মাইল দূরের আরেকটি গ্রামে আসিফাকে দাফন করা হয়। আসিফার আইনজীবীকেও হত্যা ও ধর্ষনের হুমকি দেয় হি ;ন্দু;ত্ব;বাIদী;রI।

২০১৯ সালের ১০ জুন, সঞ্জিরাম (মন্দিরের পুরোহিত), দীপক খাজুরিয়া (পুলিশ অফিসার) এবং পারভেশ কুমার (পুলিশ অফিসার) ২৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।

তিলক রাজ (হেড কনস্টেবল), আনন্দ দত্ত এবং সুরেন্দ্র ভার্মাকে প্রমাণ লোপাটের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

২০২১ সালের ডিসেম্বরে, দুই অপরাধী - প্রাক্তন সাব-ইন্সপেক্টর আনন্দ দত্ত এবং হেড কনস্টেবল তিলক রাজকে জামিনে মুক্তি দিয়েছিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ।

ভিসা ছাড়াই এবার বিশ্বের যে ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা!আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের এই তালিকায় আছে এশিয়ার ৬টি...
14/01/2024

ভিসা ছাড়াই এবার বিশ্বের যে ৪২ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা!

আগাম ভিসা ছাড়া বাংলাদেশিদের ভ্রমণের এই তালিকায় আছে এশিয়ার ৬টি দেশ। এ ছাড়া আছে দক্ষিণ আমেরিকার ১টি, আফ্রিকার ১৬টি, ক্যারিবীয় ১১টি ও ওশেনিয়ার ৮টি দেশ ও অঞ্চল। এর মধ্যে কিছু দেশ ও অঞ্চলে (এক তারকাচিহ্নিত) অন অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা পান বাংলাদেশিরা। শ্রীলঙ্কা ও কেনিয়ার ক্ষেত্রে নিতে হবে ই-ভিসা।

এশিয়ার ৬টি দেশ:

১। ভুটান

২। কম্বোডিয়া*

৩। মালদ্বীপ*

৪। নেপাল*

৫। শ্রীলঙ্কা**

৬। পূর্ব তিমুর*

দক্ষিণ আমেরিকার ১টি দেশ:

৭‌। বলিভিয়া*

আফ্রিকার ১৬টি দেশ:

৮। বুরুন্ডি*

৯। কেপ ভার্দে*

১০। কমোরো দ্বীপপুঞ্জ*

১১। জিবুতি*

১২। গিনি-বিসাউ*

১৩। লেসোথো

১৪। মাদাগাস্কার

১৫। মৌরিতানিয়া*

১৬। মোজাম্বিক*

১৭। রুয়ান্ডা

১৮। সেশেলস*

১৯। সিয়েরা লিওন*

২০। সোমালিয়া*

২১। গাম্বিয়া

২২। টোগো*

২৩। কেনিয়া**

ক্যারিবীয় ১১টি দেশ:

২৪। বাহামা

২৫। বার্বাডোস

২৬। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড

২৭। ডমিনিকা

২৮। গ্রানাডা

২৯। হাইতি

৩০। জ্যামাইকা

৩১। মন্টসেরাত

৩২। সেন্ট কিটস অ্যান্ড নেভিস

৩৩। ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাউন

৩৪। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো

ওশেনিয়ার ৮টি দেশ ও অঞ্চল:

৩৫। কুক আইল্যান্ড

৩৬। ফিজি

৩৭। মাইক্রোনেশিয়া

৩৮। নুউয়ে

৩৯। সামোয়া*

৪০। টুভালু*

৪১। ভানুয়াতু

৪২। কিরিবাতি

সূত্রঃ প্রথম আলো || ১৩ জানুয়ারি ২০২৪

গ্রামীণফোনের সিমে ৩০ টাকার নিচে রিচার্জ করা যাবে না- এমন নির্দেশনা জানানোর পর থেকেই শুরু হয় তীব্র সমালোচনা। ‘বয়কট গ্রা...
10/01/2024

গ্রামীণফোনের সিমে ৩০ টাকার নিচে রিচার্জ করা যাবে না- এমন নির্দেশনা জানানোর পর থেকেই শুরু হয় তীব্র সমালোচনা। ‘বয়কট গ্রামীণফোন’ ক্যাম্পেইন শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। গ্রাহকদের এমন তীব্র আপত্তির মুখে অবশেষে পিছু হটলো গ্রামীণফোন। মঙ্গলবার (৯ জানুয়ারি) দিনগত রাত ১২টার পর অর্থাৎ, বুধবার (১০ জানুয়ারি) থেকে সর্বনিম্ন রিচার্জ সীমা ৩০ টাকা করার ঘোষণা দিয়েছিল মোবাইল অপারেটরটি। তবে এখনই তা বাস্তবায়ন করছে না গ্রামীণফোন। ফলে আগের মতোই ২০ টাকা রিচার্জ করতে পারবেন গ্রাহকরা।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

08/01/2024

~ব্রেকিং নিউজ~

গ্রামীণফোন: আগামী ১০ই জানুয়ারী থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে।

Address

Dhunat

Alerts

Be the first to know and let us send you an email when Ummah News TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ummah News TV:

Share