ইসলাম প্রচারের ফেরিওয়ালা

ইসলাম প্রচারের ফেরিওয়ালা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইসলাম প্রচারের ফেরিওয়ালা পেইজে সবাইকে স্বাগতম

05/09/2025

শুক্রবার মানে দরুদ পাঠের দিন

01/09/2025

এই ভিডিওটি আপনার টাইমলাইনে রেখে দিন প্রতিদিন সকালে মনে করার জন্য

19/08/2025

'তিনিই সেই সত্তা যিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন যাতে তারা তাদের ঈমান আরও বৃদ্ধি পায়। আসমান ও যমীনের বাহিনী 'একমাত্র' আল্লাহর। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।'

19/08/2025

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড হবে আশা করি আপনারা পুনরায় আগের মত সাপোর্ট করবেন দিন প্রতিষ্ঠার কাজে দ্বীন প্রচারের আমরা ভিডিও আপলোড করেছি

ইতিহাসের পাতায় লেখা থাকবে- পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।মিশর...
06/04/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে- পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্স-গুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, 'উম্মাহ'র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা- কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, 'উম্মাহ'র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা- কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই- কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে- 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'

04/04/2025

সংসার সংসার কইরা ভবে গো গজল

ইয়া আল্লাহ।
30/03/2025

ইয়া আল্লাহ।

আমিন..🥰🥀
29/03/2025

আমিন..🥰🥀

27/03/2025

আল্লাহর আশ্চর্য এক সৃষ্টি মানুষের আঙ্গুলের ছাপ

মুসলিম জাহানের খলিফা হযরত উমর (রা:) এর ঈদ শপিং,ঈদের আগের দিন হযরত উমর (রা:) এর স্ত্রী নিজ স্বামীকে বললেন। আমাদের জন্য ঈদ...
27/03/2025

মুসলিম জাহানের খলিফা হযরত উমর (রা:) এর ঈদ শপিং,

ঈদের আগের দিন হযরত উমর (রা:) এর স্ত্রী নিজ স্বামীকে বললেন। আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে কিন্তু বাচ্চাটি ঈদের কাপড়ের জন্য কাঁদছে।

আরব জাহানের শাসক খলিফা উমর (রা:) বললেন আমার তো নতুন কাপড় কেনার সামর্থ নেই,...? পরে খলিফা উমর (রা:) তার অর্থমন্ত্রী আবু উবাইদা

(রা:) কে, এক মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন..?

সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবীর শাসন করছেন. তার এই- ধরনের চিঠি পেয়ে আবু উবাইদা (রা:) এর চোখের পানি এসে গেল...!!

উম্মতে আমিন আবু উবাইদা (রা:) বাহক কে টাকা না দিয়ে। চিঠির উত্তরে লেখলেন আমীরুল মুমীনিন.. অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুইটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে..

প্রথম.. আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি, না..?

দ্বিতীয়ত.. বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খেলাফতের দায়িত্বে বহাল রাখবে কি, না..??

চিঠি পাঠ করে খলিফা উমর (রা:) কোন প্রকার উত্তর তো করলেনই না. বরং এতো কেঁদেছেন যে তার চোখের পানিতে দাড়ি ভিজে গেলো.. আর দুই হাত তুলে আবু উবাইদা (রা:) এর জন্য দোয়া করলেন..??

একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে।

সবাইকে রমজানের শেষ দিনগুলোতে অনেক শুভেচ্ছা , শ্রদ্ধা ও ভালবাসা | আপনাদের আগামীর দিনগুলো হউক পুণ্যময় , সুখ শান্তিতে পরিপূ...
27/03/2025

সবাইকে রমজানের শেষ দিনগুলোতে অনেক শুভেচ্ছা , শ্রদ্ধা ও ভালবাসা | আপনাদের আগামীর দিনগুলো হউক পুণ্যময় , সুখ শান্তিতে পরিপূর্ণ | #বাংলাদেশ

27/03/2025

ঈদের দিনে পশ্চিমা সংস্কৃতির কোন কিছু অনুসরণ করবেন না। 💞🥀 আবু তোহা আদনান

Address

Birgonj
Dinajpur
5220

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলাম প্রচারের ফেরিওয়ালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category