বাংলাদেশ ইসলামিক মিডিয়া

বাংলাদেশ ইসলামিক মিডিয়া .

09/09/2025

ষড়যন্ত্র করে হারানো হয়েছে- এই ন্যারেটিভ তৈরির গ্রাউন্ড প্রস্তুত হচ্ছে, এরপর বিভিন্ন লেভেলের সংঘাত আসন্ন।

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসার মুহতামিম মাওলানা শরীফ উদ্দিন জিয়াকে নামাজ থেকে ধরে নিয়ে মধ্যযুগীয় কায়দায় হাতে রশি দিয়ে...
21/06/2025

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসার মুহতামিম মাওলানা শরীফ উদ্দিন জিয়াকে নামাজ থেকে ধরে নিয়ে মধ্যযুগীয় কায়দায় হাতে রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জগন্নাথপুরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের তলের বন হাওড়ের মো. ফারুক মিয়ার ফার্মের দক্ষিণপাড়া বেড়িবাঁধের উপর এ ঘটনা ঘটে।

এদিকে ভুক্তভোগী মাওলানা শরীফ উদ্দিন জিয়া বৃহস্পতিবার জগন্নাথপুর থানায় ৫ জনের নামে অভিযোগ দায়ের করেন।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে জগন্নাথপুর পৌরপয়েন্টে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

ভুক্তভোগী মুহতামিম মাওলানা শরীফ উদ্দিন জিয়া (৪৫) উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের মহিষাকোনা গ্রামের মৃত আবলুছ উল্ল্যাহর পুত্র।

অভিযুক্তরা হল- মহিষাকোনা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র ছিদ্দেক আলী, ছিদ্দেক আলীর পুত্র মামুন সিদ্দিকি, আব্দুল আহাদের পুত্র কামরুল ইসলাম, মৃত পাইনা মিয়ার পুত্র নিজাম উদ্দিন, আব্দুল আহাদের পুত্র জুনায়েদ আহমদ।

মামলা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টায় ঘটনাস্থলে পালিত গরু রাস্তায় বেঁধে নামাজ পড়ছিলেন শরীফ উদ্দিন জিয়া। এ সময় বর্ণিত বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে তাকে টেনেহিঁচড়ে নিয়ে রশি দিয়ে দুই হাত বেঁধে বাম পায়ে রামদা দিয়ে আঘাত করে। ঘটনার সময় কিল-ঘুসিসহ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ সময় ওই মুহতামিমের পাঞ্জাবির পকেট থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল হাতিয়ে নিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা প্রদান করা হয়।

এ ব্যাপারে ভুক্তভোগী মাওলানা শরীফ উদ্দিন জিয়া গণমাধ্যমকে বলেছেন, বিগত প্রায় ২ মাস পূর্বে তারা মাদ্রাসায় এসে আমার কাছে চাঁদা দাবি করে। এতে আমি অপারগতা প্রকাশ করলে তারা ক্ষুব্ধ হয়ে আমার উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়।

ভারতে মুসলিমদের গণহত্যা ২৫০টি মাদ্রাসা ৫০০ টি মসজিদ ভাঙ্গার পুতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ  সমাবেশের আয়োজন ...
24/04/2025

ভারতে মুসলিমদের গণহত্যা ২৫০টি মাদ্রাসা ৫০০ টি মসজিদ ভাঙ্গার পুতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
স্থান রানীর বন্দর সুইহারী বাজার।
তারিখ ২৫ এপ্রিল ২০২৫।
রোজ শুক্রবার, সময় বাদ জুমা।
উক্ত বিক্ষোভ মিছিলে প্রতিটি মসজিদের ইমামের নেতৃত্বে মিছিল নিয়ে রানীর বন্দর সুইহারী বাজারে আশার জন্য অনুরোধ করা হচ্ছে।

আয়োজনে - তাওহীদি মুসলিম জনতা রানীর বন্দর, দিনাজপুর।

19/04/2025

মাওলানা আনোয়ার হোসাইন

15/04/2025

Ya Shabab - A Wake Up Call

স্বজাতীর কাছেও অবহেলিত নিপিড়ীত আমি এক তাওহীদি জনতা।
14/04/2025

স্বজাতীর কাছেও অবহেলিত নিপিড়ীত আমি এক তাওহীদি জনতা।

যারা আমাদের ভূমি দখল করেছে তাদের হিসাব অবশ্যই আমরা নিবো। আর যারা জুলুম ও দখলদারিত্বের বিরুদ্ধে চুপ রয়েছেন তাঁদের হিসাব আ...
08/04/2025

যারা আমাদের ভূমি দখল করেছে তাদের হিসাব অবশ্যই আমরা নিবো। আর যারা জুলুম ও দখলদারিত্বের বিরুদ্ধে চুপ রয়েছেন তাঁদের হিসাব আল্লাহ নিবেন।

- হা মাস মুখপাত্র আবু উবাইদা

অপ্রতিরোধ্য, চিরন্তন, অজেয়, অমুখাপেক্ষীএক আল্লাহ, বাকি সবই ধ্বংস হবে।
08/04/2025

অপ্রতিরোধ্য, চিরন্তন, অজেয়, অমুখাপেক্ষী
এক আল্লাহ, বাকি সবই ধ্বংস হবে।

27/02/2025

আল্লাহ আমাদের ক্ষমা করুন,,

15/02/2025

৩০০০ হাজার পুলিশ ১০০০ র‍্যাব নিয়ে ময়মনসিংহ ইতিহাস। Mizanur Rahman azhari

21/01/2025

চট্টগ্রাম শায়খ আহমাদুল্লাহর আলোচনা
চট্টগ্রাম শায়খ আহমাদুল্লাহর আলোচনা শুনে কাঁদলো সবাই | shaikh ahmadullah new waz

Address

Ranirbandar
Dinajpur
5241

Telephone

+8801787982349

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ইসলামিক মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশ ইসলামিক মিডিয়া:

Share

Category