Kazi Monowar

Kazi Monowar we just for you!!

দিনাজপুর জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি কর্তৃক আয়োজিত- 😭শোক সভা ও বিদায়ী সংবর্ধনা 💝 ফুলবাড়ী উপজেলার নিকাহ রেজিস্...
02/08/2025

দিনাজপুর জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি কর্তৃক আয়োজিত-
😭শোক সভা ও বিদায়ী সংবর্ধনা 💝

ফুলবাড়ী উপজেলার নিকাহ রেজিস্ট্রার জনাব মোঃ মাহবুবুর রহমান আকস্মিক মৃত্যুতে দোয়া ও স্মরণসভা এবং পার্বতীপুর উপজেলার নিকাহ রেজিস্ট্রার জনাব মোঃ ইয়াকুব আলী সরকার সাহেবের অবসর গ্রহণ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান, এবং সাম্প্রতিক সময়ে নিকাহ রেজিস্ট্রারদের সমস্যাবলী নিয়ে আলোচনা করা সভা। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় মহাসচিব জনাব কাজী মোঃ মাহবুবুর রহমান সাহেব ও তার সফরসঙ্গী হিসেবে ছিলেন জনাব কাজী মোঃ শহিদুল ইসলাম, কাজী মোঃ আব্দুল খালেক,সহ আরো অনেকে, এবং দিনাজপুর জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির নেতৃবৃন্দ প্রবীণ কাজী জনাব মোঃ আব্দুস সাত্তার সাহেব সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা দিনাজপুর জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি, ও ১৩ উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকগন, উপস্থিত ছিলেন জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির নির্বাহী সভাপতি জনাব কাজী মোঃ জাকিরুল ইসলাম সাহেব, সিনিয়র সহ-সভাপতি জনাব কাজী মোঃ ফয়জার রহমান সমিতির সকল নেতৃবৃন্দ, আলোচনা সভায় জনাব কাজী মোঃ ইয়াকুব আলী সরকার সাহেবকে ফুলেল শুভেচ্ছা ও কোরআন শরীফ , জায়নামাজ তসবিহ টুপি,সম্মাননা ক্রেষ্ট, প্রদান করা হয়। আলোচনা সিদ্ধান্ত হয় ভবিষ্যতে কোন কাজী ভাই অবসরে গেলে কিংবা মৃত্যু বরণ করলে কমপক্ষে এক লক্ষ টাকা প্রদান করা যায়, এ বিষয়ে উপস্থিত সকলে একমত পোষণ করেন,
বিভাগীয় মহাসচিব নিকাহ রেজিস্ট্রারগনের সাম্প্রতিক বিষয়াদি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং নিকাহ রেজিস্ট্রার সমিতিকে শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান ‌।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি জনাব কাজী মোঃ মিজানুর রহমান - তিনি তার বক্তব্যে বলেন এ ধারা অব্যাহত রাখতে সকলের পূর্ণ সহযোগিতা কামনা করেন । ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাজী মোঃ হামিদুল ইসলাম সাহেব । ----কলমে কাজী মনোয়ার
অর্থ সম্পাদক, দিনাজপুর জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ।

আলহামদুলিল্লাহ
29/07/2025

আলহামদুলিল্লাহ

28/07/2025

NA
-⎯͢⎯⃝💚🪽
*স্মৃতির পাতায় থাকে এক অদৃশ্য ছায়া...*
*মানুষটা হারিয়ে গেলেও, শেষ হয় না তার মায়া।* 🖤🦋
*ভালোবাসা জমে থাকে হৃদয়ের গহীনে...* 😊🌺
AS

"কেউ-ই অবুঝ নয়। প্রতিটি নীরবতার পেছনে লুকিয়ে থাকে একেকটা না বলা গল্প, প্রতিটি হাসির আড়ালে জমে থাকে শত ব্যথা। তাই কাউক...
24/07/2025

"কেউ-ই অবুঝ নয়।
প্রতিটি নীরবতার পেছনে লুকিয়ে থাকে একেকটা না বলা গল্প,
প্রতিটি হাসির আড়ালে জমে থাকে শত ব্যথা।
তাই কাউকে ছোট করে দেখার আগে একবার ভাবুন— তার জুতোয় পা রেখে কি আপনি হাঁটতে পারবেন?"

20/07/2025

কে, কবে, কোথায়, কখন আপনাকে কষ্ট দিলো তা মনে না রেখে বরং কে, কবে, কোথায় এবং কখন আপনাকে ভালোবেসেছিল- তাই মনে রাখুন।

🕋আজ শুক্রবার 🕋রাসূল (সা.) বলেছেন:  *“জুমা হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন।”*  (সহীহ মুসলিম)এ দিনটা ঈদের মতো ফজিলতপূর্ণ। তাই এ...
18/07/2025

🕋আজ শুক্রবার 🕋

রাসূল (সা.) বলেছেন:
*“জুমা হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন।”*
(সহীহ মুসলিম)

এ দিনটা ঈদের মতো ফজিলতপূর্ণ। তাই একে *"গরীবের হজ্জ"* বলা হয় ভালোবাসা ও তাৎপর্য বোঝাতে।

**আসুন, আজকের জুমার দিনে—
• বেশি বেশি দরূদ পড়ি
• গুনাহ থেকে তওবা করি
• পরিবারের জন্য দোয়া করি।**

*জুমা মোবারক!* 🌸

আলহামদুলিল্লাহ 🤲🤲🤲
16/07/2025

আলহামদুলিল্লাহ 🤲🤲🤲

12/07/2025

*শোক সংবাদ*
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ

গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার দিনাজপুর জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সম্মানিত উপদেষ্টা কাজী সাখাওয়াত হোসেন সাহেবের ছোট ভাই *কাজী মাহাবুব রহমান* ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

04/07/2025

ভালো লাগা আর ভালোবাসা এক নয়

🌙 আশুরা: শিক্ষা, ত্যাগ ও তাকওয়ার এক অনন্য দিন🌙মহররম মাসের ১০ তারিখ — আশুরা, এক ঐতিহাসিক ও হৃদয়স্পর্শী দিন, যা মুসলিম উম্...
04/07/2025

🌙 আশুরা: শিক্ষা, ত্যাগ ও তাকওয়ার এক অনন্য দিন🌙

মহররম মাসের ১০ তারিখ — আশুরা, এক ঐতিহাসিক ও হৃদয়স্পর্শী দিন, যা মুসলিম উম্মাহর জন্য শুধু শোকের নয়, বরং শিক্ষা ও আত্মশুদ্ধির এক অমূল্য উপলক্ষ।

✨ এই দিনে…
▸ আল্লাহ হজরত মূসা (আ.) ও তার কওমকে রক্ষা করেছিলেন ফেরাউনের জুলুম থেকে।
▸ রাসূলুল্লাহ ﷺ নিজে রোজা রাখতেন ও সাহাবাদেরও উৎসাহ দিতেন রোজা রাখতে।
▸ কারবালার করুণ প্রান্তরে শহীদ হন ইমাম হোসাইন (রা.) — অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী ইতিহাস রচনা করেন তিনি।

📿 আশুরার রোজা— রাসূল ﷺ বলেন:
_“আমি আশা করি, এই দিনের রোজা বিগত এক বছরের গুনাহ মাফ করে দেবে।”_
— (সহীহ মুসলিম)

🕊️ এই দিন হোক আত্মশুদ্ধির, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার, ও সত্য ও ইনসাফের পথে চলার অঙ্গীকার।

আসুন আমরা আশুরার প্রকৃত বার্তা গ্রহণ করি—
ত্যাগ, ধৈর্য ও তাকওয়ার আলোয় জীবন গড়ি।🤲🤲

🔖

আলহামদুলিল্লাহ ♥️দিনাজপুর জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির অস্থায়ী জেলা কার্যালয় অফিসে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে,...
04/03/2025

আলহামদুলিল্লাহ ♥️

দিনাজপুর জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির অস্থায়ী জেলা কার্যালয় অফিসে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে, পবিত্র মাহে রামাদান উপলক্ষে বিশেষ ক্যালেন্ডার ছাপানো হয়েছে, এবং সেই ক্যালেন্ডারটি প্রতিটি কাজী সাহেবের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে।

এটি আমাদের সমবায়ী কাজ ও নতুন কমিটির সফলতার প্রতীক। আমি বিশ্বাস করি, এটি সমস্ত কাজী সাহেবদের সহযোগিতার ফলস্বরূপ হয়েছে।

আগামীতে দিনাজপুর জেলার মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার জন্য সকল কাজী ভাইদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

ইনশাআল্লাহ, আমরা সকলের সহযোগিতায় সমিতিকে আরো কার্যকরী ও সফল করতে পারব।

এবং আল্লাহর রহমতে আগামী দিনে আরো ভালো কাজের দিকে এগিয়ে যাবো।

ধন্যবাদ ♥️

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Monowar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Monowar:

Share