Abdur Razzak

Abdur Razzak আসসালামু আলাইকুম..........
পেজটি ফলো,এবং লাইক করুন। সবাই কে ধন্যবাদ।

03/09/2021
 #মহররমের_রোজা োজা
13/08/2021

#মহররমের_রোজা
োজা

https://youtu.be/sqbQ8_Zc7hs
10/08/2021

https://youtu.be/sqbQ8_Zc7hs

Hopy you will enjoy our exclusive Waz mahfil, Hamd,Naat,Islamic nasheed,bangla Islamic gojol,Islamic gojol, more Islamic song and video on our YouTube Channe...

08/08/2021
Abdur Razzak bin asrahful official_youtube channel ti subscribe kre amader family hote paren...................
06/08/2021

Abdur Razzak bin asrahful official_youtube channel ti subscribe kre amader family hote paren...................

06/08/2021
02/08/2021

শায়খ আহমাদুল্লাহ প্রশ্ন উত্তর,ইসলামী প্রশ্নোত্তর,শায়েখ অাহমাদুল্লাহ প্রশ্ন উত্তর,প্রশ্নোত্তর পর্ব শাইখ আহমাদুল্লাহ,বাংলা ওয়াজ শায়খ আহমাদুল্লাহ,আহমাদুল্লাহ ওয়াজ,নতুন লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠান শায়খ আহমাদুল্লাহ,শাইখ আহমাদুল্লাহ,প্রশ্ন উত্তর পর্ব,শায়েখ আহমদুল্লাহ,শায়েখ আহমাদুল্লাহ ইসলামিক ওয়াজ, টিকটক থেকে টাকা ইনকাম করা হালাল না হারাম,ইউটিউব থেকে টাকা ইনকাম করা হালাল না হারাম,টিকটক থেকে টাকা ইনকাম করা কি হালাল নাকি হারাম,টিকটক রেফার কোড এর মাধ্যমে টাকা ইনকাম করা হালাল নাকি হারাম,লাইকি থেকে টাকা ইনকাম করা হালাল নাকি হারাম,টিকটক থেকে টাকা ইনকাম,spc থেকে ইনকাম হালাল না হারাম,tiktok থেকে টাকা ইনকাম করা কি হালাল ?

https://youtu.be/8duAAdFy2Y8
01/08/2021

https://youtu.be/8duAAdFy2Y8

Hopy you will enjoy our exclusive Waz mahfil, Hamd,Naat,Islamic nasheed,bangla Islamic gojol,Islamic gojol, more Islamic song and video on our YouTube Channe...

সিগারেট-হালাল-নাকি-হারাম?কুরআন-হাদীস কি বলে? 👉★ সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়"।- আল্লাহ পাক বলেন,"তোমরা...
01/08/2021

সিগারেট-হালাল-নাকি-হারাম?
কুরআন-হাদীস কি বলে? 👉

★ সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়"।
- আল্লাহ পাক বলেন,
"তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।" [বাকারা-১৯৫]

★ সিগারেট নেশাজাতীয় জিনিস।
- নবী করিম (সাঃ) বলেছেন,
"প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার) আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।" [মুসলিম-২০০৩]

★ কেউ একসাথে ১০টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য।
- রাসূল (সাঃ) বলেছেন:-
“যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]

★ সিগারেট অপবিত্র জিনিস।
- আল্লাহ পাক বলেন, "তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে।" [আরাফ-১৫৭]

★ সিগারেটে অপব্যয় ছাড়া অন্য কিছু নয়।
- আল্লাহ পাক বলেন, "নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই।" [সূরা ইসরা-২৭]

★ সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায়।
- রাসূল (সাঃ) বলেন,
"যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়।" [বুখারী]

★ সিগারেট পুষ্টিকর কিংবা ক্ষুধা নিবারণ মূলকও কিছুই নয়।
- জাহান্নামীদের খাবার প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, “এটা তাদের পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না।" [গাশিয়াহ-৭]

এবার আপনিই সিদ্ধান্ত নিন-
এই ধুমপান করবেন, নাকি ছাড়বেন?

আল্লাহ আমাদেরকে এ সর্বনাশা নেশা থেকে দুরে রাখুন। আমিন।

বিয়ের পর অনেক মহিলা ঈমানের স্বাদ কেন হারিয়ে ফেলে?,এক মহিলা  শায়েখ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেন, ফদ্বীল...
31/07/2021

বিয়ের পর অনেক মহিলা ঈমানের স্বাদ কেন হারিয়ে ফেলে?
,
এক মহিলা শায়েখ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেন, ফদ্বীলাতুশ শাইখ, আমি বিয়ের আগে বেশি বেশি নামাজ, রোজা আদায় করতাম, কুরআন তিলাওয়াত করে শান্তি অনুভব করতাম, নেক আমলে শান্তি পেতাম কিন্তু এখন আমি সেসব বিষয়ে ঈমানের স্বাদ খুঁজে পাই না..
,
ইমাম আলবানী রহিমাহুল্লাহ ওই মহিলাকে জিজ্ঞেস করেন, হে আমার মুসলিম বোন তুমি তোমার স্বামীর হক আদায় করা এবং তাঁর কথা শোনার ব্যাপারে কতটুকু মনোযোগী?
,
মহিলা একটু বিরক্তবোধ করে বলে, শাইখ আমি আপনাকে নামাজ, রোজা, কুরআন তিলাওয়াত আর আল্লাহর আনুগত্যের কথা জিজ্ঞেস করছি আর আপনি আমাকে আমার স্বামীর ব্যাপারে বলছেন!
শাইখ আলবানী রহিমাহুল্লাহ বলেন,
আমার বোন, অধিকাংশ মেয়ে এই কারণে ঈমানের স্বাদ, আল্লাহর আনুগত্যে, ইবাদতে তৃপ্ততা পায় না।
কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোন মহিলা ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ বা তৃপ্ততা পাবে না যখন পর্যন্ত নিজের স্বামীর হক্ব আদায় করবে না।

[ সহীহ আত তারগীভ, ১৯৩৯ ]

প্রিয় বোন আমার,,,
তোকে তোর মোহরানা সম্পর্কে জিজ্ঞেস করতে এসেছি।
পাত্র পক্ষের কাছে কত টাকা মোহরানা ধার্য করবো তুই বলে দে,,,
ভাইয়া: তাকে জিজ্ঞেস করবে, সে আমাকে বিয়ের দিনে কত টাকা মোহরানা হইলে সম্পূর্ণ পরিশোধ করতে পারবে, সেটাই আমার জন্য মোহরানা ধার্য করবে।
আমিতো অবাক!
কি বলিস তুই, সে যদি বলে আমি 50000 টাকা?
তখন কি হবে?

ভাইয়া: তুমি আমাকে বিক্রী করছ না।
আমি তোমার নিরাপদ আশ্রয় স্থল থেকে আরেকটা নিরাপদ আশ্রয়স্থল যাচ্ছি, আমাকে সেখানে মৃত্যু পর্যন্ত অবস্থান করতে হবে, তুমি কেন ভয় পাচ্ছো। কি ভাবছ আমাকে ডিভোর্স দিলে মাত্র 50 হাজার টাকা দিয়ে কি করব?

ভাইয়া, মেয়েদের বাবার বাড়ির পরেই দ্বিতীয় আশ্রয়স্থল স্বামীর ঘর, সেই আশ্রয়স্থলে যেতে যদি প্রথমেই আমার মনের ভিতরে এ ধরনের মনোভাব ঘটে তবে আমার সেখানে না যাওয়াই উচিত।
শুধু তাই নয়, মোহরানা সম্পূর্ণ নিয়ে আমি একজন হালাল স্ত্রী হিসেবে আমার সুখের সংসার গড়তে চাই।
যেখানে আল্লাহর রহমত সব সময় বর্ষিত হবে।

ভাইয়া তুমি তাকে ভরসা করতে পারছ না বলেই তোমার আপত্তি মনে হচ্ছে,, তবে কেন তুমি আমাকে সেখানে বিয়ে দিতে চাচ্ছো?

ভাইয়া আমার মোহরানার লক্ষ্য কোটি টাকার দরকার নেই।
আমাকে একটি দ্বীনদার, ঈমানদার ,নিষ্ঠাবান এবং সত্যবাদী ছেলের হাতে তুলে দাও, যে কিনা হীরার খনির চেয়ে অনেক দামি।

সত্যি সেই বোনটি আমার 35 হাজার টাকা দেনমোহরে আজ ১৬ বছর পার হয়ে গেল,,,
আর আমার সেই বোনের জামাই 35 লাখ টাকার জমি আমার বোনকে দিয়েছে।
আমি আমার বোন জামাই কে জিজ্ঞেস করেছিলাম,
আপনি কেন এটা করতে গেলে,,, উত্তর এ সে বলেছিল।
ভাইয়া, বিশ্বাস স্থাপন সেই দিন থেকেই হয়,,, যেদিন সত্তিকারের মানুষটাকে চেনা যায়।

আমি আপনার বোনকে পেয়ে ধন্য।
আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।
আল্লাহ আমাকে এরকম দ্বীনদার একজন জীবনসঙ্গী দেওয়ার জন্য।

"আল্লাহ আমাদের জন্যেও এমন দ্বীনদার স্ত্রী কবুল করুক!
🤲 আমীন 🤲

#সমাপ্ত #

♦️আস্তাগফিরুল্লাহ♦️কয়েকদিন থেকে একজন আরেকজনকে ইনবক্সে লিংক পাঠাচ্ছে Tiktok বা Snack Video একাউন্ট করার জন্য।রেফার করলে ন...
28/07/2021

♦️আস্তাগফিরুল্লাহ♦️
কয়েকদিন থেকে একজন আরেকজনকে ইনবক্সে লিংক পাঠাচ্ছে Tiktok বা Snack Video একাউন্ট করার জন্য।
রেফার করলে নাকি টাকা পাওয়া যায়।

তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই টাকা টা কি হালাল নাকি হারাম এতটুকুও কি ভাবার সময় নেই ?
রেফার করলে টাকা পাবেন
কিন্তু রেফার করার পর সে অশ্লীল ভিডিও দেখবে সেই গুনার ভাগ পাবেন না ?
আপনি ভিডিও না দেখলেও আপনার রেফারে তো সে অশ্লীল ভিডিও দেখছে।
TikTok বা Snack Video রেফার করলে টাকার পার্সেন্টেজ যেমন পাবেন
ঠিক তেমনি গুনাহের পার্সেন্টেজ ও পাবেন।
সামান্য কয়টা টাকার জন্য গুনাহের উৎস তৈরি করার কি দরকার ??

আসুন কোরআন হাদিস থেকে একটু শিক্ষা নেই★👇👇

🕳️🕳️ফলে কিয়ামতের দিন তারা পূর্ণমাত্রায় নিজেদের পাপের বোঝা বহন করবে। পাশাপাশি সেসব মানুষের পাপের বোঝাও বহন করবে, যাদের তারা অজ্ঞতাবশত বিভ্রান্ত করেছে। দেখো, তারা যা বহন করে, তা কতই না নিকৃষ্ট! (সুরা : নাহল, আয়াত : ২৫)
🔻🔻
🕳️🕳️আরেক আয়াতে বর্ণিত হয়েছে, ‘অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা সে দেখতে পাবে এবং কেউ অণু পরিমাণ অপকর্ম করলে তা-ও দেখতে পাবে।’ (সুরা : জিলজাল, আয়াত : ৭-৮)
⚠️⚠️
🕳️🕳️রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি মানুষকে নেক কাজের দাওয়াত দেবে সে ওই লোকদের সমপরিমাণ সওয়াব পাবে; যারা তার দাওয়াত পেয়ে নেক কাজ করবে অথচ তাদের সওয়াবের সামান্যও হ্রাস পাবে না। অনুরূপভাবে যে ব্যক্তি মানুষকে গুনাহের কাজে আহ্বান করবে সে ওই লোকদের সমপরিমাণ গুনাহ পাবে, যারা তার আহ্বানে সাড়া দিয়ে গুনাহের কাজ করবে। অথচ তাদের গুনাহ হ্রাস পাবে না।’ [মুসলিম, আসসাহিহ : ৬৯৮০]
❌❌❌❌সাওয়াবের কাজগুলো মৃত্যুর পরও চলমান থাকলে যেমন কবরে থেকেও সাওয়াবের অংশ পাওয়া যায়, তেমনি গুনাহের কাজ মৃত্যুর পর চলমান থাকলে তার শাস্তিও কবরে ভোগ করতে হবে❌❌❌❌
এবার বলুন আপনি কি! করছেন

আল্লাহ সহিহ বুঝ দান করুক সবাইকে।

📖প্রতিটি প্রানিকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতেই হবে।(আল কোরআন)📖মৃত্যু এক সেকেন্ড পরেও আসবে এক সেকেন্ডে আগেও আসবে সুনির্দিষ্...
20/07/2021

📖প্রতিটি প্রানিকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতেই হবে।(আল কোরআন)
📖মৃত্যু এক সেকেন্ড পরেও আসবে এক সেকেন্ডে আগেও আসবে সুনির্দিষ্ট সময়েই আসবে।(আল কোরআন)
➡️অনেকেই এই প্রিয় শিল্পী মাহফুজুল আলম ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারছে না কার সে এখোনো কিশর,
কিন্তু বাস্তবতা হলো মৃত্যুর সময় হয়ে গেলে মৃত্যু শিশু,যুবক, বৃদ্ধা দেখে না। 😭😭😭
🤲সুতরাং এই ভাইটির জন্য সকলের কাছে দুয়ার দরখস্ত রইলো, আল্লাহ তায়ালা যেনো তিনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন,আমিন।

20/07/2021

পশুর গলায় মালা পরানো এবং  মালাটি নিজে বানানো ঈদের একটি বিলুপ্ত প্রায় সুন্নাহ,,,,,,,,,,,, عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ...
18/07/2021

পশুর গলায় মালা পরানো এবং মালাটি নিজে বানানো ঈদের একটি বিলুপ্ত প্রায় সুন্নাহ,,,,,,,,,,,,

عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُهْدِي مِنْ الْمَدِينَةِ فَأَفْتِلُ قَلاَئِدَ هَدْيِهِ ثُمَّ لاَ يَجْتَنِبُ شَيْئًا مِمَّا يَجْتَنِبُهُ الْمُحْرِمُ

‘আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মদীনা হতে কুরবানীর পশু পাঠাতেন, আমি তার গলায় কিলাদার মালা পাকিয়ে দিতাম। এরপর মুহরিম যে কাজ বর্জন করে, তিনি তার কিছু বর্জন করতেন না। (১৬৯৬)(আঃপ্রঃ ১৫৮০, ইঃফাঃ ১৫৮৭)
√√সহিহ বুখারী, হাদিস নং ১৬৯৮
হাদিসের মান: সহিহ হাদিস√√

বিষয়_কুরবানী।১. আমি প্রথমেই বলে রাখি, দয়া করে কেউ হারাম টাকা দিয়ে কুরবানী দিবেন না,  এবং  ২. গোস্ত শুধু নিজে খাওয়ার জন্য...
15/07/2021

বিষয়_কুরবানী।

১. আমি প্রথমেই বলে রাখি,
দয়া করে কেউ হারাম টাকা দিয়ে কুরবানী দিবেন না, এবং
২. গোস্ত শুধু নিজে খাওয়ার জন্য কুরবানী দিয়েন না... এবং
৩. এতিম এবং মেসকিন এর গোস্ত গুলো তাদের বাড়িতে নিয়ে দিয়ে আসবেন,

قُلۡ اِنَّ صَلَاتِیۡ وَ نُسُکِیۡ وَ مَحۡیَایَ وَ مَمَاتِیۡ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ
বল, ‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব।
সূরা আনয়াম ১৬২
#কুরবানীর সময় দেখা যায় যারা গরীব মিসকিন অসহায় রয়েছে তারা মানুষের কাছ থেকে কিছু কিছু মাংস পেয়ে থাকে অথবা তারা মানুষের কাছ থেকে চেয়ে নিতে পারে।
কিন্তুু সমাজে এমন কিছু মানুষ আছে যাদের গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ নেই, আবার কারোও কাছে হাত ও পাততে পারে না।
এ ধরনের মানুষদের কাছে কুরবানীর মাংস পৌঁছে দেওয়ার আমাদের উচিত হবে,
এতে সামর্থ্যবান ভাইদের কাছ থেকে সহযোগিতা আশা করছি।

وَ اَنۡفِقُوۡا مِنۡ مَّا رَزَقۡنٰکُمۡ مِّنۡ قَبۡلِ الۡمَوۡتُ فَیَقُوۡلَ رَبِّ لَوۡ لَاۤ اَخَّرۡتَنِیۡۤ اِلٰۤی اَجَلٍ قَرِیۡبٍ ۙ فَاَصَّدَّقَ وَ اَکُنۡ مِّنَ الصّٰلِحِیۡنَ
আর আমি তোমাদেরকে যে রিযক দিয়েছি তা থেকে ব্যয় কর, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। কেননা তখন সে বলবে, হে আমার রব, যদি আপনি আমাকে আরো কিছু কাল পর্যন্ত অবকাশ দিতেন, তাহলে আমি দান-সদাকা করতাম। আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম। সূরা মুনাফিকুন ১০

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Razzak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdur Razzak:

Videos

Share

Category