23/02/2024
বেশকয়েক বছর যাবতই ব্যাবসায়ীরা বলছেন পরিস্থিতি দিনদিন খারাপই হচ্ছে,পরিস্থিতির উন্নতি তেমন হচ্ছেনা আগে বছরের কিছুটা সময় ব্যাবসা খারাপ চল্লেও আবার তা রিকভার হতো কিন্তু এখন হচ্ছেনা! এর কারন কি?
আমি মনেকরি,দেশের সার্বিক পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে তাই স্বাভাবিকভাবেই বেসরকারী সকল খাতেরই অবনতি হচ্ছে। দেশ এগোলেই এগুবো আমরা এবং আমাদের আগামী এই বিষয়টা সরকার,সরকারী কর্মজীবি,এবং নীতিনির্ধারক শ্রেনী বুঝলে এবং সেই অনুযায়ী কাজ করলেই দেশের সব মানুষের জীবনযাত্রার মান বাড়বে, ব্যাবসা বানিজ্য সহ সকল ক্ষেত্রেই অগ্রগতি দেখা যাবে।
বর্তমানে দূর্নীতিবাজরা নিজ নিজ স্বার্থের জন্য দেশ ও জনতার ক্ষতি সাধন করে বিজয়ী হাসি হাসলেও তার খারাপ কাজ যে তার ওপরে কোনো না কোনোভাবে প্রভাব ফেলছে সেটা তারা বুঝার চেস্টা করছেনা কিন্তু বাস্তবতা হচ্ছে একটা দেশের বড় একটা শ্রেনীর মানুষ যখন সৎ বা অসৎ হয় তখন না চাইলেও সৎ অসৎ এর একটা চক্র তৈরি হয়ে যায়, যায় সমগ্র দেশের মানুষের জীবনযাত্রায়ই প্রভাব ফেলে। উদাহরন স্বরুপ বলা যায়, ধরুন আজ সরকারি চাকরিতে দূর্নীতি বন্ধ হয়ে গেলো দেখবেন মেধাবিরা চাকরি পাবে তাদের উত্তম সেবায় দেশের উন্নয়ন হবে দূর্নীতি কমবে। আজ ভেজাল খাবার বন্ধ হয়ে গেলো দেখবেন আপনার আমার অসুস্থতা কমে যাবে ডাক্তারের পেছনে বেশী অর্থ ব্যায় হবেনা জীবনযাত্রার মান বেড়ে যাবে!
আজ দেশে সুষ্ঠ বিচার হওয়া শুরু হলো দেখবেন দেশে অন্যায় অবিচার কমে যাবে শান্তি বিরাজ করবে! এভাবেই বদলে যেতে পারে দেশ এবং আমাদের আগামী তবে এজন্য দরকার সবার মধ্য সচেতনতা এবং সৎ মানসিকতার বিকাশ।
বিশ্লেষন: ঘোডাঘাট