Islamic Knowledge

Islamic Knowledge islamic video, islamic vlog,natok

18/10/2025

কেউ নামাজ ভুলে গেছে, কেউ কুরআনকে পাশে রেখেও দূরে আছে…
কিন্তু একদিন — এই নীরব কবরই কথা বলবে।
ফেরার সময় এখনো আছে ভাই,
আজই ফিরে আসো তোমার রবের দিকে 🕋💧”














Good morning
18/10/2025

Good morning

দিনভর পরিশ্রম শেষে আল্লাহ যেন তোমার ক্লান্ত মনকে শান্তি দেন,আর রাতটা কাটুক স্বপ্নময় ও নিরাপদে।— শুভ রাত্রি 🤍 #শুভরাত্রি...
17/10/2025

দিনভর পরিশ্রম শেষে আল্লাহ যেন তোমার ক্লান্ত মনকে শান্তি দেন,
আর রাতটা কাটুক স্বপ্নময় ও নিরাপদে।
— শুভ রাত্রি 🤍
#শুভরাত্রি 🌙
🌌

🤍

#আল্লাহরস্মরণ


#দোয়াসহঘুম

🌼 সূর্যের আলো ছুঁয়ে যায় জানালার কাঁচ,আলোর সাথে আসে নতুন সুযোগ।ভালো কাজের মাধ্যমে দিনটা করো আলোকিত—কারণ প্রতিটি সকালই এ...
17/10/2025

🌼 সূর্যের আলো ছুঁয়ে যায় জানালার কাঁচ,
আলোর সাথে আসে নতুন সুযোগ।
ভালো কাজের মাধ্যমে দিনটা করো আলোকিত—
কারণ প্রতিটি সকালই এক নতুন নিয়ামত। ✨
Good Morning 💫

16/10/2025
16/10/2025

গীবত ও চোগলখোরির কারণে শাস্তি:
নবী ﷺ দুটি কবরের পাশ দিয়ে গিয়ে বলেছিলেন—

> “এই দু’জনকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু বড় কোনো কাজের জন্য নয়।
একজন চোগলখোরি করত, আর অন্যজন প্রস্রাব থেকে নিজেকে পবিত্র রাখত না।”
📚 (সহীহ বুখারী, হাদিস: ২১৬)

15/10/2025

এক মুহূর্ত ভাবনার: জীবন ও মৃত্যু”

🌿 ভোরের প্রথম রোদটা যেন বলে—“হে মন, আশা হারিও না!”আল্লাহ্‌র দয়া অসীম,তোমার সকালও তেমনি সুন্দর হোক। 🌸Good Morning ☀️
15/10/2025

🌿 ভোরের প্রথম রোদটা যেন বলে—
“হে মন, আশা হারিও না!”
আল্লাহ্‌র দয়া অসীম,
তোমার সকালও তেমনি সুন্দর হোক। 🌸
Good Morning ☀️

🌙good night 🌺🫣
14/10/2025

🌙good night 🌺🫣

🌙রাতের নিস্তব্ধতায় নিজের হৃদয়টা আল্লাহর কাছে খুলে দাও,তিনি সব শুনেন, সব জানেন।শুভ রাত্রি ও শান্তির ঘুম হোক তোমার 🌌 #শু...
13/10/2025

🌙রাতের নিস্তব্ধতায় নিজের হৃদয়টা আল্লাহর কাছে খুলে দাও,
তিনি সব শুনেন, সব জানেন।
শুভ রাত্রি ও শান্তির ঘুম হোক তোমার 🌌
#শুভরাত্রি 🌙
🌌

🤍

#আল্লাহরস্মরণ


#দোয়াসহঘুম

💔💔আজ মনটা খুব খারাপ...সব কিছু ঠিক থাকলেও যেন ভিতরটা শুন্য লাগে।কেন জানি না, মনে হয় কিছু একটা হারিয়ে গেছে।হয়তো মানুষ নয়, ...
13/10/2025

💔💔আজ মনটা খুব খারাপ...
সব কিছু ঠিক থাকলেও যেন ভিতরটা শুন্য লাগে।
কেন জানি না, মনে হয় কিছু একটা হারিয়ে গেছে।
হয়তো মানুষ নয়, হয়তো কোনো আশা…
হয়তো নিজেরই কোনো অংশ, যে একসময় হাসত নিঃসংকোচে।

আজ মনটা ক্লান্ত — না চাওয়াতেও চাওয়া জমে আছে,
না বলতেও কত কথা বুকের ভেতর আটকে আছে।
কেউ যদি একবার জিজ্ঞেস করত,
“তুমি ঠিক আছো?”
তবু হয়তো একটু শান্তি মিলত… 🌧
#মনখারাপ #একাকিত্ব #বাংলাকথা

Address

Dinajpur
Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic Knowledge:

Share