Atifa Sums

Atifa Sums Assalamualaikum, Atifa cares about perfection, etiquette and positivity. I love cooking, exploring foods, aesthetic lifestyle, roaming the world.
(13)

I love to live like a free bird.

এই যে মহাশয়কে জাতীয় মাছ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, তাহলে তার এতো দেমাগ কেনো?? দাম টা খালি কি?? হাতই দেয়া যায় না।জাতীয় সব...
24/07/2025

এই যে মহাশয়কে জাতীয় মাছ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, তাহলে তার এতো দেমাগ কেনো?? দাম টা খালি কি?? হাতই দেয়া যায় না।

জাতীয় সবকিছু হবে সহজলভ্য, যেমন: ফুল(শাপলা), ফল(কাঁঠাল) , পাখি(দোয়েল), বৃক্ষ(আম গাছ)ইত্যাদি। এগুলো তো ঠিকই সহজলভ্য।

তাহলে মাছের বেলা বিপত্তি কেনো???

হাতে গোনা চারটা মাছ খাই, তার মধ্যে এটার দামই এতো বেশি কেনো???

ধৈর্য্য, সহ্য ক্ষমতা একজন মানুষের সবচেয়ে বড় গুণ
23/07/2025

ধৈর্য্য, সহ্য ক্ষমতা একজন মানুষের সবচেয়ে বড় গুণ

ট্যুরে গিয়ে এই দোলনা প্রথম দেখলাম, আমার খুব পছন্দ হয়েছে।
23/07/2025

ট্যুরে গিয়ে এই দোলনা প্রথম দেখলাম, আমার খুব পছন্দ হয়েছে।

এটা কোন জায়গা বলতে পারবেন???
23/07/2025

এটা কোন জায়গা বলতে পারবেন???

দিন শেষে সবাই ভিউ ব্যবস্যায়ী
22/07/2025

দিন শেষে সবাই ভিউ ব্যবস্যায়ী

মা, আল্লাহ আপনাদেরকে সন্তান হারানোর বেদনা সহ্য করার মতো ধৈর্য্য শক্তি দান করুক, আমিন।
21/07/2025

মা, আল্লাহ আপনাদেরকে সন্তান হারানোর বেদনা সহ্য করার মতো ধৈর্য্য শক্তি দান করুক, আমিন।

21/07/2025

দুপুর ২ টায় শ্রীমঙ্গলে পৌছানোর বদলে পৌঁছালাম রাত ১০ টায়। অর্ধেক দিনই নষ্ট হয়ে গেলো। 🥲 হয়ত এটাই ছিলো নিয়তে।

চা, কফি এগুলো একটা অভ্যাসের মতো।
21/07/2025

চা, কফি এগুলো একটা অভ্যাসের মতো।

20/07/2025

5 star এ ফ্রী তে Cappuccino কফি খেতে পারবেন এই উপায়ে। যেখানে এক কাপ কফি ২৫০/৩০০ টাকা দাম হতে পারে, সেটা যদি ফ্রীতে পাওয়া যায় তাহলে কেমন হয়?? আমার মতো কফি লাভারদের জন্য তো খুবই লোভনীয় অফার☕☕

চেষ্টা কখনও বিফলে যায় না, হয় দ্রুত সফলতা আসে নয়ত দেরীতে। ❤️
19/07/2025

চেষ্টা কখনও বিফলে যায় না, হয় দ্রুত সফলতা আসে নয়ত দেরীতে। ❤️

সে কেনো বারবার প*শুর মতো ব্যবহার করে??আমাদের চারপাশে কিছু মানুষের ব্যবহারে প্রায়ই আমরা মর্মাহত হই । একটা জিনিস খেয়াল করে...
18/07/2025

সে কেনো বারবার প*শুর মতো ব্যবহার করে??

আমাদের চারপাশে কিছু মানুষের ব্যবহারে প্রায়ই আমরা মর্মাহত হই । একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, তারা এটা বারবারই করে। ক্ষমা চায়, আবার করে, আবার ক্ষমা চায়... এবং চলবে...

সত্যি কথা কি জানেন?? আপনি কখনও খারাপ মানুষের কাছে ভালো ব্যবহার আর ভালো মানুষের কাছে খারাপ ব্যবহার পাবেন না।

প্রতিটি মানুষের অন্তরে তার পারিবারিক শিক্ষা, ব্যক্তিক শিক্ষা, মানবিক শিক্ষা থাকে। সে আপনাকে তেমন ব্যবহারই প্রদর্শন করবে যেমনটা সে লালন করে। এটা তাদের অন্তরে গেঁথে থাকা এক রিপুর মতো, যা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ পরিবর্তন করতে পারবে না।

একজন মানুষের বেড়ে ওঠাটার উপর নির্ভর করে সে কেমন ব্যক্তিত্বের হবে। যা দেখে বড় হয়েছে তাই সে ধারণ করবে, যে পরিবেশ এ বড় হয়েছে সেটাই তার ব্যবহারে প্রকাশ পাবে।

অধিকাংশ ক্ষেত্রে আমরা মানুষকে বিচার করি তার প্রফেশন দিয়ে, ওমুক ডা সে ভালো, তমুক ক্যাডার সে ভালো, ওমুক বুয়েট পাশ সে তো খুব ভালো।

একদম ভুল কনসেপ্ট...

প্রফেশন কখনও মানুষের কলুষিত অন্তরকে পরিষ্কার করতে পারেনা, যত বড় প্রফেশনেই যাক না কেনো।

কোনো এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বারবার নারীঘটিত বিষয়ে জড়িত থাকা দেখা যায়, সেটা জনসম্মুখে আসে আবার কিভাবে কিভাবে যেন ধামাচাপা পড়ে যায়, একবার ভেবে দেখুন তো, যদি সে সত্যি একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতো তাহলে কি একই ভুলের পুনরাবৃত্তি ঘটাতে পারতো??

একবার মানুষের ভুল হতে পারে, কিন্তু বারবার যখন একই ব্যবহার করে তখন ধরে নেবেন, সেটাই তার আসল রূপ , সেটাই তার ব্যক্তিত্ব।

এমন কিছু ব্যক্তিত্বের মানুষ থাকে যারা কখনও নিজের দোষ অনুধাবন করতে পারেনা। এমনকি তারা এমনও বিবৃতি তৈরী করে, তোমার ব্যবহারের কারণেই আমি এমন ব্যবহার দেখাই। নিজে শুধরে যাও তাহলে ভালো ব্যবহার পাবা।

সত্যি কি তাই???

আচ্ছা, এমন কি কখনও হয়না যে আপনার অফিসের সিনিয়র স্যার আপনাকে কটু কথা বলেছেন???

এমন কি হয়না, কোনে কলিগের সাথে ছুটি নিতে গিয়ে কিংবা অন্য কোনো কারণে মনোমালিন্য হয়েছে??

তাদের সাথেও কি এমন ব্যবহারই করেন??

নাহ্, সেখানে কিছু করার উপায় নেই। ঐ যে মানুষের সামনে ভালো মানুষের একটা মুখোশ পড়ে থাকতে হবে।

কিন্তু সেই একই রাগ এসে বাসায় স্ত্রীর উপর ঝাড়া হয়, কারণ সেখানে আপনার বৈবাহিক কতৃত্ব আছে, আবার সেই স্ত্রী সেই রাগ সন্তানের উপর ঝাড়ে, কারণ সেখানে তার মাতৃত্বের অধিকার আছে।

আমরা বারবার একই ভুল করি, যার সাথে এমন ব্যবহার করি, সেটা কি সত্যি তার প্রাপ্য??

কলমে...আতিফা পারভীন সুমি

মানুষ বড়ই অদ্ভুত, পাশে থাকা মানুষকে বুঝতে পারে না, বহুদূরের মানুষের কষ্ট ঠিকই বোঝে।
17/07/2025

মানুষ বড়ই অদ্ভুত, পাশে থাকা মানুষকে বুঝতে পারে না, বহুদূরের মানুষের কষ্ট ঠিকই বোঝে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Atifa Sums posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atifa Sums:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share