18/07/2025
সে কেনো বারবার প*শুর মতো ব্যবহার করে??
আমাদের চারপাশে কিছু মানুষের ব্যবহারে প্রায়ই আমরা মর্মাহত হই । একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, তারা এটা বারবারই করে। ক্ষমা চায়, আবার করে, আবার ক্ষমা চায়... এবং চলবে...
সত্যি কথা কি জানেন?? আপনি কখনও খারাপ মানুষের কাছে ভালো ব্যবহার আর ভালো মানুষের কাছে খারাপ ব্যবহার পাবেন না।
প্রতিটি মানুষের অন্তরে তার পারিবারিক শিক্ষা, ব্যক্তিক শিক্ষা, মানবিক শিক্ষা থাকে। সে আপনাকে তেমন ব্যবহারই প্রদর্শন করবে যেমনটা সে লালন করে। এটা তাদের অন্তরে গেঁথে থাকা এক রিপুর মতো, যা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ পরিবর্তন করতে পারবে না।
একজন মানুষের বেড়ে ওঠাটার উপর নির্ভর করে সে কেমন ব্যক্তিত্বের হবে। যা দেখে বড় হয়েছে তাই সে ধারণ করবে, যে পরিবেশ এ বড় হয়েছে সেটাই তার ব্যবহারে প্রকাশ পাবে।
অধিকাংশ ক্ষেত্রে আমরা মানুষকে বিচার করি তার প্রফেশন দিয়ে, ওমুক ডা সে ভালো, তমুক ক্যাডার সে ভালো, ওমুক বুয়েট পাশ সে তো খুব ভালো।
একদম ভুল কনসেপ্ট...
প্রফেশন কখনও মানুষের কলুষিত অন্তরকে পরিষ্কার করতে পারেনা, যত বড় প্রফেশনেই যাক না কেনো।
কোনো এক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বারবার নারীঘটিত বিষয়ে জড়িত থাকা দেখা যায়, সেটা জনসম্মুখে আসে আবার কিভাবে কিভাবে যেন ধামাচাপা পড়ে যায়, একবার ভেবে দেখুন তো, যদি সে সত্যি একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতো তাহলে কি একই ভুলের পুনরাবৃত্তি ঘটাতে পারতো??
একবার মানুষের ভুল হতে পারে, কিন্তু বারবার যখন একই ব্যবহার করে তখন ধরে নেবেন, সেটাই তার আসল রূপ , সেটাই তার ব্যক্তিত্ব।
এমন কিছু ব্যক্তিত্বের মানুষ থাকে যারা কখনও নিজের দোষ অনুধাবন করতে পারেনা। এমনকি তারা এমনও বিবৃতি তৈরী করে, তোমার ব্যবহারের কারণেই আমি এমন ব্যবহার দেখাই। নিজে শুধরে যাও তাহলে ভালো ব্যবহার পাবা।
সত্যি কি তাই???
আচ্ছা, এমন কি কখনও হয়না যে আপনার অফিসের সিনিয়র স্যার আপনাকে কটু কথা বলেছেন???
এমন কি হয়না, কোনে কলিগের সাথে ছুটি নিতে গিয়ে কিংবা অন্য কোনো কারণে মনোমালিন্য হয়েছে??
তাদের সাথেও কি এমন ব্যবহারই করেন??
নাহ্, সেখানে কিছু করার উপায় নেই। ঐ যে মানুষের সামনে ভালো মানুষের একটা মুখোশ পড়ে থাকতে হবে।
কিন্তু সেই একই রাগ এসে বাসায় স্ত্রীর উপর ঝাড়া হয়, কারণ সেখানে আপনার বৈবাহিক কতৃত্ব আছে, আবার সেই স্ত্রী সেই রাগ সন্তানের উপর ঝাড়ে, কারণ সেখানে তার মাতৃত্বের অধিকার আছে।
আমরা বারবার একই ভুল করি, যার সাথে এমন ব্যবহার করি, সেটা কি সত্যি তার প্রাপ্য??
কলমে...আতিফা পারভীন সুমি