Abu Sayed Siyam

Abu Sayed Siyam মানুষের চোখ যদি কথা বলে,তাহলে চোখের কালি হলো সেই কথার সারাংশ।��
জরুরী রক্তের প্রয়োজনে যুক্ত হতে পারেন https://facebook.com/groups/roktobonhujuboferam/
(1)

সাড়ে ৩১ ঘন্টায় ০৪ বার ভূমিকম্প
22/11/2025

সাড়ে ৩১ ঘন্টায় ০৪ বার ভূমিকম্প

কোনো এক জুমাবারে আল্লাহ তায়ালা তাঁর দুনিয়ার ইতি টানবেন ঠিক এভাবেই তবে সেদিন হবে আরও ভয়াবহ। আল্লাহুম্মাগফিরলি 🤲
21/11/2025

কোনো এক জুমাবারে আল্লাহ তায়ালা তাঁর দুনিয়ার ইতি টানবেন ঠিক এভাবেই তবে সেদিন হবে আরও ভয়াবহ।

আল্লাহুম্মাগফিরলি 🤲

12/11/2025

যোগ্যতার চাইতে বেশি নিয়ামত (ধনসম্পদ, অর্থকড়ি, যশ-খ্যাতি, জ্ঞান ইত্যাদি) পেয়ে গেলে দুটো ব্যাপার ঘটে।

১. তিনি অধিকতর বিনয়ী হয়ে উঠেন। তার চারিত্রিক মাধুর্যতা বৃদ্ধি পায়। আদব, আখলাকে, ইনসাফ আর শিষ্টাচারে অনুসরণীয় ব্যক্তিতে পরিণত হোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রিয় থেকে প্রিয়তর বান্দা হয়ে উঠার সুযোগ দেন।

অথবা,

২. তার দিল ভর্তি অহংকার জন্ম নেয়। ধরাকে তিনি সরা জ্ঞান করেন। ধনসম্পদ, নাম, যশ আর খ্যাতির মোহ তাকে অন্ধ করে ছাড়ে। তিনি কাউকেই তোয়াক্কা করতে চান না। তার ভেতরে অহংকার প্রবল থেকে প্রবলতর হয়ে উঠে। ফলে, এই অহংকার একসময় তার ধ্বংসের কারণ হয়ে উঠে।

দুনিয়ার সব নিয়ামতই একইসাথে পুরস্কার এবং একইসাথে পরীক্ষাও।

06/11/2025

ভিক্ষুক ও জমিদারের পুত্র বধুর ঘটনা। নজরুল ইসলাম কাসেমী



LIK









হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’ 🤲
02/10/2025

হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’ 🤲


১০০০ টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে । ২০০৮ সালে ২২ ক্যারেট ১ ভরি স্বর্নের দাম ছিল ২৬০০০ টাকা ( প্রায়) । অর্থাৎ আপনি ২০০৮ ...
22/09/2025

১০০০ টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে । ২০০৮ সালে ২২ ক্যারেট ১ ভরি স্বর্নের দাম ছিল ২৬০০০ টাকা ( প্রায়) । অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে ১ ভরি স্বর্ণ পেতেন । বর্তমানে ২২ ক্যারেট ১ ভরি স্বর্নের দাম ১৮৮০০০ টাকা (প্রায়) । অর্থাৎ বর্তমানে ১ ভরি স্বর্ন কিনতে আপনাকে ১৮৮ টি ১০০০ টাকার নোট দিতে হবে । এবার আসুন স্বর্নের সাথে তুলনা করলে এই ১০০০ টাকার মান এখন কত দেখে নেই।

২০০৮ সাল ২৬০০০/২৬= ১০০০

বর্তমান ২৬০০০/১৮৮= ১৩৮.২৯

আপনার ২০০৮ সালের ১০০০ টাকার নোটটির আজকের মূল্য ১৩৮.২৯ টাকা । এটাকি দ্রব্য মূল্য বৃদ্ধি নাকি টাকার মূল্যমান কমে যাওয়া ?

14/05/2025

সমস্যা অটো রিকশায় নয়! সমস্যা বেকারত্বে,
সমস্যা আমাদের সিস্টেমে।

বড়লোকের রিকশা (কারখানা) বন্ধ করতে পারি না, কিন্তু গরিবের রিকশা ভাঙতে পারি!

14/05/2025

নীরবতা সবসময় দুর্বলতার নাম নয়। অনেক সময় চিৎকার করে যা বলা যায় না, তা নীরব থেকে বুঝিয়ে দেওয়া যায়। নীরবতা তখন প্রতিবাদ হয়ে দাঁড়ায়, যখন শব্দ গুলিয়ে যায়, যখন সমাজ কান বন্ধ করে রাখে, আর যখন সত্য বলার মানুষকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। চুপ করে থাকা মানে সব মেনে নেওয়া নয়, অনেক সময় সেটা হয় সাহসী প্রতিরোধ। ভেতর থেকে গড়ে ওঠা এক নিঃশব্দ বিদ্রোহ।

সবাই যে চুপ থাকে, সে কেবল ভয় পায় না—কেউ কেউ চুপ থেকেই সময়ের অপেক্ষা করে।

-আবু সাঈদ সিয়াম
১৪/০৫/২০২৫

ইলুমিনাতি বোঝেন ?  জায়োনিজম ?  মাথা খাটান । নাইচেন না , সব প্রিপ্ল্যান্ড ।
07/05/2025

ইলুমিনাতি বোঝেন ? জায়োনিজম ?
মাথা খাটান । নাইচেন না , সব প্রিপ্ল্যান্ড ।

21/03/2025

😤😤

17/02/2025

সেদিন (আখিরাতে) আপনি শত আর্তনাদ করলেও দুনিয়াতে ফিরে আসতে পারবেন না।

15/02/2025

লন্ডনে এক ব্যক্তি প্রকা*শ্যে কুর’আন শরি'ফ পো*ড়াতে গেলে বাবার বয়সী এক ভদ্র আল্লাহ প্রেমিক নেই কোনো ইসলামি লেবাস কিন্তু তবুও ছু/'রি নিয়ে তেড়ে এসে উ*দ্ধার করে।

এমন মজমুত ঈমান! আর আমরা কেমন হচ্ছি?৷ 😌

Address

Dinajpur

Telephone

+8801576623744

Website

https://instagram.com/md.sayeedh?igshid=ZDdkNTZiNTM%3D

Alerts

Be the first to know and let us send you an email when Abu Sayed Siyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abu Sayed Siyam:

Share