Abu Sayed Siyam

Abu Sayed Siyam মানুষের চোখ যদি কথা বলে,তাহলে চোখের কালি হলো সেই কথার সারাংশ।��
জরুরী রক্তের প্রয়োজনে যুক্ত হতে পারেন https://facebook.com/groups/roktobonhujuboferam/
(1)

26/01/2025

"ব্যর্থতা"
ব্যর্থ হলে প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নাও, তবে দিনশেষে দেখবে তুমি সফল হবেই 👍

26/01/2025

বড়দের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভালোবাসা দেওয়া। শুধু জ্ঞান দেওয়া নয়, সমালোচনা করা নয়। ছোটদেরকে হাত ধরে শেখানো এই পৃথিবী তোমারও।আমি যা বলবো তাই-ই নয়!

26/01/2025

"নিশ্চয়ই আমার প্রতিপালক অতি নিকটে, আর তিনি আহবানে সাড়া দানকারী"।
(সূরা হুদ আয়াত - ৬১)

16/12/2024

~বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া🏫
বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়ালা কুউআতা ইল্লা বিল্লাহ।।📿💗

বাংলাদেশ সুশীল সমাজ জিন্দাবাজার🐸👌
02/12/2024

বাংলাদেশ সুশীল সমাজ জিন্দাবাজার🐸👌

ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ!পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল "গাজওয়ায়ে হিন্দ" তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধ...
27/11/2024

ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ!

পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল "গাজওয়ায়ে হিন্দ" তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন। সুবহানআল্লাহ.!

কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরন করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন। সুবহানাল্লআহ.!

যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরন করবেন উনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.! এবং যেসব মুসলমানগন এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন উনারা ঈমান নিয়ে মৃত্যুবরন করে জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.!

আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেইমান হয়ে মৃত্যুবরন করবে। নাউজুবিল্লাহ!

পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জি"হ|দ/যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ
জি"হ|দ চালিয়ে যাবে।

মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতোটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য।

অন্য বর্ণনায় আছে,
গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের (চুড়ান্ত) যুদ্ধ। রাসুল (ﷺ) একদিন পুর্ব দিকে তাকিয়ে বড় বড় নিশ্বাস নিচ্ছিলেন, এমন সময় এক সাহাবি রাসুল (ﷺ) কে জিজ্ঞেস করলেন, "ইয়া রাসুলুল্লাহ (ﷺ) আপনি এমন করছেন কেন!"
রাসুল (ﷺ) বললেন, "আমি পুর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি।" সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু তাআ'লা আনহুম উনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ(ﷺ) আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসুল (ﷺ) বললেন, পুর্ব দিকে মুসলিম ও মুশরিকদের (যারা মুর্তিপুজা করেন) সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবিহিনী থাকবে সংখ্যায় অধিক।

ঐ যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যাবে। ঐ যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে; এক ভাগ বিশাল মুশরিক বাহিনি দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী! আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন।

🖊️ Abu Sayed Siyam

ইস্তেগফারের উপকারিতা;ইস্তেগফারের প্রভূত উপকারিতা রয়েছে। ইস্তেগফার স্বতন্ত্র ইবাদত, পাপ মোচনের মাধ্যম ও আল্লাহর নৈকট্য অর...
25/11/2024

ইস্তেগফারের উপকারিতা;

ইস্তেগফারের প্রভূত উপকারিতা রয়েছে। ইস্তেগফার স্বতন্ত্র ইবাদত, পাপ মোচনের মাধ্যম ও আল্লাহর নৈকট্য অর্জনের চাবিকাঠি।

যখন বারবার ইস্তেগফার করবে, গুনাহের ওপর অনুতাপ বৃদ্ধি পাবে এবং আল্লাহর অসীম করুণা ও অনুগ্রহ উপলব্ধি হবে। যে মনে মনে সর্বদা নিজের ভুলচুক ও পাপের কথা স্মরণ করবে, সে কখনো অহংকার ও আমিত্বের। ব্যাধিতে আক্রান্ত হবে না এবং সে তাকওয়ার ওপর প্রতারিত ও প্রবঞ্চিত হবে না। কেননা, সে ভাববে, ইবাদতের তুলনায় আমার গুনাহের পাল্লা ভারী।

বস্তুত ইস্তেগফার এমন আমল, যার কোনো সময়সীমা নেই। বান্দা সর্বদা ইস্তেগফারের দিকে মুখাপেক্ষী। কেননা, আমরা প্রতিনিয়ত অজস্র গুনাহে লিপ্ত ও গাফলতির ঘোরে নিমজ্জিত। আমাদের কিছু গুনাহ এমন হয়ে যায়, যা আমরা অনুভবও করি না; কিছু গুনাহ আছে, যা আমরা গুনাহই মনে করি না।

তাহলে আমাদের উচিত, আল্লাহর দরবারে কাকুতি-মিনতির সাথে নিজের সীমাবদ্ধতা ও অবাধ্যতা স্বীকার করে তার কাছে ক্ষমা চাওয়া।

ইস্তেগফার এমন আমল, যার কারণে রহমতের দ্বার উন্মোচিত হয়, করুণার বারিধারা বর্ষিত হয়।

ইস্তেগফারের ফলে আন্তরিক অনুতাপের কারণে আল্লাহর সাথে দৃঢ় বিশ্বাস স্থাপন হয়, ঈমানের হেফাজত হয় এবং তাকওয়ার দৌলত নসিব হয়।

যারা নিয়মিত ইস্তেগফারে অভ্যস্ত, তাদের পাপরাশি কম হয়।
আল্লাহ তাআলা নিজের গুনাহগার বান্দার ইহলৌকিক ও পারলৌকিক সফলতার জন্য তাওবা ও ইস্তেগফারের আমল দান করেছেন। এটা আল্লাহ কর্তৃক বান্দার ওপর অনেক বড় কৃপা ও অনুগ্রহ।
ফালিল্লাহিল হামদ।

বই: জান্নাতে যাওয়ার সহজ পথ;
পৃষ্ঠা: ৪০

24/11/2024

তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সর্বাধিক মর্যাদাবান ও সম্মানিত যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়ার অধিকারী।🌸
(সুরা হুজুরাত ৪৯: ১৩)

23/11/2024

আল্লাহ যার অভিভাবক তার কপালে দুশ্চিন্তার ভাঁজ থাকতেই পারেনা।

বইঃ বেলা ফুরাবার আগে
লেখকঃ আরিফ আজাদ

23/11/2024

স্বপ্নের কোনো রঙ নেই তবুও স্বপ্ন রঙিন, ইচ্ছের কোনো ডানা নেই তবুও উড়ে সীমাহীন!!

23/11/2024

আমাদের শৈশবের সবচেয়ে সুন্দরতম দিনগুলো ছিলো ঘুম থেকে উঠে মক্তবে যাওয়াটা। কালের বিবর্তনে আজ যেন তা হারিয়ে গেছে।🙂

22/11/2024

ইসলামের শত্রুরা স্থায়ীভাবে যে কাজগুলো করে, তার মধ্যে সবচেয়ে ব্যাপক ও বিশদভাবে করে ইতিহাস বিকৃতি। ইতিহাস থেকে তারা শুধু দুর্বল অসমর্থিত বর্ণনাগুলোই আহরণ করে আনে। অথচ স্পস্টতর সঠিক কথাগুলো পাশ কাটিয়ে যায়।

বই - আমরা সেই জাতি
লেখক - ড. রাগিব সারজানি

30/09/2024

দিলেন ইলিশ বিপরীতে পাইলেন পানি ইলিশ চাষ করার জন্য - সামনের বছর একটু বাড়িয়ে দিবেন ইলিশ যাতে করে সারা বাংলাদেশ বন্যা প্লাবিত হয়

22/09/2024

বিয়ে করিনি তবে,
বিয়ের আগের দিন বউয়ের বাবাকে একলা ডাকবো। তার হাতটা শক্ত করে ধরে বলবো!🌸

সারাজীবন অনেক কিছু দিয়ে মেয়েকে বড় করেছেন;কাল আমায় দিয়ে দিবেন। কত ঋণি করে দিবেন আমায়। যদিও,আপনার এই ঋণ কখনোই শোধ করা যাবে না। তবে,কথা দিলাম কখনো অবহেলা করবোনা।

কিন্তু আপনা কে কথা দিতে হবে বিয়ের পর আপনার মেয়ের সাথে কোনো আসবাবপত্র যেনো আমার বাড়ি না যায়। খুশি মনে বলবো আর ঋণি করবেন না।

- জানিনা কে কপালে আছে, তবে আমি এভাবেইই উনার বাবাকে বলবো ইনশাআল্লাহ!🖤

17/07/2024

আমি রক্তাক্ত মিছিলের
পরাজিত কোনো সৈনিক নই-
বরং জ্বলে ওঠা স্বাধীনতার অগ্নিশিখা।
🔥🔥🔥

~প্রতিটি সাধারণ মানুষের আর্তনাদ!

10/07/2024

এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নিবে না,
যতক্ষণ না পযর্ন্ত তোমাকে তার প্রয়োজন হয়।

(হুমায়ুন আহমেদ)

02/07/2024

জীবন গল্পের কিছু অধ্যায়,
মুছে গেছে চিরতরে।
তবু স্মৃতি গুলো রেখেছি মায়ায়,
মনের ভেতরে স্বর্ণাক্ষরে।

✍️Abu Sayed Siyam

Address

Dinajpur

Telephone

+8801576623744

Website

https://instagram.com/md.sayeedh?igshid=ZDdkNTZiNTM%3D

Alerts

Be the first to know and let us send you an email when Abu Sayed Siyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abu Sayed Siyam:

Videos

Share