07/06/2025
দিনাজপুরে গরুর লাথি-শিংয়ের হুড়া ও অ,স্ত্রে,র আ,ঘা,তে,অনেকে আ,হ,ত হাসপাতালে ভর্তি
সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শনিবার সকালে নামাজের পর শুরু হয় পশু কোরবানি। অনেকে আগে থেকে কসাই প্রস্তুত রেখেছিলেন। আবার অনেকে শখের বসে নিজের কোরবানির পশু কাটাকাটি করেছেন।
অভিজ্ঞতা না থাকায় অনেক সময় পশুর চামড়া ছিড়াতে কিংবা মাংস কাটতে গিয়ে ধারালো ছু,রি,চাকুর আঘাতে আ,হ,ত হয়েছেন অনেকে। আবার পশু জবাইয়ের প্রস্তুতি এবং শিংয়ের আঘাতে অনেকে আ,হ,ত হন। এমন নানাভাবে আহত ব্যক্তিরা চিকিৎসা নিতে ছুটে গেছেন হাসপাতালে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে কথা বলে জানা যায় সকাল থেকে দুপুর পর্যন্ত ১৯ জন ভর্তি হয়েছে এদের মধ্যে কেউ চিকিৎসা নিয়ে বাসায় ফেরত,,দুপুর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ২৫ জন ভর্তি হয়েছেন এরই মধ্যেই আঘাতের পরিমাণ বেশি হওয়ায় পুরুষ সার্জারি বিভাগে ও অর্থোপেডিক বিভাগে কয়েকজন ভর্তি হয়েছেন,বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় গেছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুরুত্বপূর্ণ আ,ঘা,ত পেয়ে বর্তমান অবস্থায় বেটে আছেন মেহেদী হাসান পিতা আনারুল গ্রাম মালিগ্রাম খাড়ি পাড়া
,৪ নং শেখপুরা ইউনিয়নের,দিঘন গ্রামের শহিদুল ইসলামসহ অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে।