বন্ধু মিডিয়া

বন্ধু মিডিয়া সদা সত্য কথা বলিব

শোক সংবাদ,দিনাজপুর জেলার কৃতি সন্তান সদর উপজেলার ৮ নং শংকরপুর ইউনিয়ন মোহনপুর-গ্রামের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজল...
08/07/2025

শোক সংবাদ,
দিনাজপুর জেলার কৃতি সন্তান সদর উপজেলার ৮ নং শংকরপুর ইউনিয়ন মোহনপুর-গ্রামের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান সাবেক বিজিবি মহাপরিচালক, বি জিবি পিলখানা হত্যা মামলার তদন্ত কমিটির চেয়ারম্যান এর সহধর্মিণী আজ ভোর ৫:১৫ মিনিটে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া...................।

আজ বা'দ যোহর ডিওএইচএস বারিধারায় মরহুমার জানাযা ও বনানী সেনা কবরস্থানে সমাহিত করা হবে।

12/06/2025

দিনাজপুর রেল স্টেশনে সেনাবাহিনীর অভিযান

11/06/2025

কোভিড ২০২৫ ইং

পরিস্থিতি পর্যালোচনা করলে বলতে হয় কোভিড ২০২৫ এর হানা থেকে নিজেকে কিছুটা নিরাপদ করতে আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি।

COVID-Omicron XBB অতীতের থেকে আলাদা কারণ এটি মারাত্মক এবং সনাক্ত করা সহজ নয়, তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে।

১। নতুন COVID-Omicron XBB এর লক্ষণগুলি হল:

i). কাশি নেই।
ii). জ্বর নেই।
বেশিরভাগ লক্ষণগুলি নিম্নরূপ।

iii). জয়েন্টে ব্যথা।
iv). মাথাব্যথা।

v). গলা ব্যথা।
vi). পিঠে ব্যথা।

vii). নিউমোনিয়া।
viii). ক্নাটকীয়ভাবে ক্ষুধা হ্রাস পেয়েছে।

২। এছাড়াও, COVID-Omicron XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণবেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি।

৩। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।

৪। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে।

* এই রূপটি তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের "জানালা" প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে।

৫। COVID-Omicron XBB-তে সংক্রামিত অল্প সংখ্যক রোগীকে জ্বর-মুক্ত এবং ব্যথা-মুক্ত হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্স-রে তে হালকা নিউমোনিয়া দেখা যায়।
এছাড়াও, নাকের গহ্বরের মধ্য দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে COVID-Omicron XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে এবং নাসোফ্যারিঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ বাড়ছে।
তাই এই ভাইরাসটি খুবই ধূর্ত। এর ফলে, ভাইরাসটি সম্প্রদায়ের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে। সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে।
এটি ব্যাখ্যা করে যেকেন COVID -Omicron XBB এত সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠেছে*

৬। যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন, খোলা জায়গায় এমনকি ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, মাস্কের উপযুক্ত স্তর পরুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলে ঘন ঘন হাত ধুয়ে নিন।

এই COVID-Omicron XBB "WAVE" প্রথম COVID-19 মহামারীর চেয়েও মারাত্মক।

* অতএব, বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না।

জনসচেতনতা তৈরীতে সম্ভব হলে পোষ্টটি শেয়ার করুন।

07/06/2025

দিনাজপুরে গরুর লাথি-শিংয়ের হুড়া ও অ,স্ত্রে,র আ,ঘা,তে,অনেকে আ,হ,ত হাসপাতালে ভর্তি

সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শনিবার সকালে নামাজের পর শুরু হয় পশু কোরবানি। অনেকে আগে থেকে কসাই প্রস্তুত রেখেছিলেন। আবার অনেকে শখের বসে নিজের কোরবানির পশু কাটাকাটি করেছেন।

অভিজ্ঞতা না থাকায় অনেক সময় পশুর চামড়া ছিড়াতে কিংবা মাংস কাটতে গিয়ে ধারালো ছু,রি,চাকুর আঘাতে আ,হ,ত হয়েছেন অনেকে। আবার পশু জবাইয়ের প্রস্তুতি এবং শিংয়ের আঘাতে অনেকে আ,হ,ত হন। এমন নানাভাবে আহত ব্যক্তিরা চিকিৎসা নিতে ছুটে গেছেন হাসপাতালে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে কথা বলে জানা যায় সকাল থেকে দুপুর পর্যন্ত ১৯ জন ভর্তি হয়েছে এদের মধ্যে কেউ চিকিৎসা নিয়ে বাসায় ফেরত,,দুপুর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ২৫ জন ভর্তি হয়েছেন এরই মধ্যেই আঘাতের পরিমাণ বেশি হওয়ায় পুরুষ সার্জারি বিভাগে ও অর্থোপেডিক বিভাগে কয়েকজন ভর্তি হয়েছেন,বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় গেছে।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গুরুত্বপূর্ণ আ,ঘা,ত পেয়ে বর্তমান অবস্থায় বেটে আছেন মেহেদী হাসান পিতা আনারুল গ্রাম মালিগ্রাম খাড়ি পাড়া
,৪ নং শেখপুরা ইউনিয়নের,দিঘন গ্রামের শহিদুল ইসলামসহ অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছে।

31/05/2025

প্রতিলিটারে ২টাকা কমিয়ে ডিজেলের দাম ১০২ ও ৩ টাকা কমিয়ে পেট্রোল ১১৮ এবং অকটেন ১২২ টাকা নির্ধারণ,আগামীকাল রবিবার থেকে কার্যকর,

17/05/2025

মাগুরায় সেই আছিয়া মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃ'ত্যুদণ্ড দিয়েছেন আদালত

17/05/2025

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত

নৈতিকত, ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) দ্রুত অনুমোদন এবং জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ০৫ দফা দাবিতে,দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শনিবার সকালে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

16/05/2025

বনতারা বালুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের রজত জয়ন্তী ও পূর্ণমিলন এর ভিডিওটি আমার কাছে আর স্বদেশের কাছে আছে কারো লাগলে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি মোহনপুর মা ফার্মেসী ও লক্ষীতলা বাজার এ স্বদেশের দোকানে পাওয়া যাবে।

16/05/2025

দিনাজপুর জেলা ট্রাক ট্যাঙ্ক লরি কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নেতারা থানার সামনে অভিযোগ করে বলেন,
জেলা ট্রাক ট্যাঙ্ক লরি কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন এর একজন ড্রাইভারকে অবৈধভাবে আটক করায় রাতেই এরই প্রতিবাদে কোতোয়ালি থানার সামনে রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল।

ডেঙ্গুর প্রধান লক্ষণ—জ্বর। ৯৯ থেকে ১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। জ্বর টানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে...
17/08/2023

ডেঙ্গুর প্রধান লক্ষণ—জ্বর। ৯৯ থেকে ১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। জ্বর টানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়ার পর আবারও আসতে পারে। এর সঙ্গে শরীরে ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ বা ফুসকুড়ি দেখা যায়।

11/10/2022
05/06/2022

টেনশন ও বিষণ্নতা কমায়।

Address

Dinajpur

Telephone

+8801813473522

Website

Alerts

Be the first to know and let us send you an email when বন্ধু মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বন্ধু মিডিয়া:

Share