অসমাপ্ত ভালবাসা

অসমাপ্ত ভালবাসা software admin, website creators LOVE stories

22/05/2025
23/09/2024

সালটা 1998 থেকে 2007 এর সময়, যে সময়টা আমার অদম্য শৈশবকে দাপিয়ে বেড়াত। যে বছরগুলোতে 90 দশকের একটু আধটু ছোয়া পাওয়া যেত। প্রকৃত পক্ষে 1996 থেকে 2000 সাল পর্যন্ত 90 দশকের শেষার্ধ বলা যেতে পারে। সে সময়ে যে, সাদা কালো টেলিভিশন বলে কোন কিছু ছিল তা বর্তমান প্রজন্ম বিশ্বাসই করতে চাইবে না, সেই সময়ের শুক্রবার আমাদের জন্য বিনোদনের একটি দিন হিসেবে ধায্য ছিল তা বর্তমান প্রজন্মের অজানা। আমরাই শেষ জেনারেশন যে জেনারেশন, যে জেনারেশন ফুটবল কেনার জন্য সবার কাছ থেকে পয়সা তুলতো। আমিই দেখেছি আমার বাবার ভাইকে গরুর গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া, থেকে শুরু করে হারিকেনের আলোতে পড়তে বসা সবাইকে। সেই সময়গুলোতে রুপকথার গল্প শুনলেও অনেক ভয় লাগত। সেই দিনগুলির বাস্তবচিত্র হয়তো আধুনিক সভ্যতার ভিড়ে কখনো ফিরে আসবে না। কিন্তু সেই স্মৃতিগুলি আমার হৃদয়ে কাথা থাকবে চিরদিন। মাঝে মাঝে মনে হয় 90 দশকের দিনগুলির কথা, যে দিনগুলিতে আমি ডানপিঠে হয়ে শুধুই ঘুরে বেড়াতাম, আর বাবা মার শাসনের ভয়ে মামা বাড়িতে লুকিয়ে থাকতাম। সবাই 90 দশককে বিদায় জানালেও আমি বিদায় জানাইনি। অনেক সময় স্বরন করি সেই দিনগুলি আর হয়তোবা বাকি জীবনেও স্বরণ হয়েই যাবে।

21/05/2024

স্বপ্ন দেখা, উচ্চাশিত কথা বলা, কাউকে উপদেশ দেওয়া আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। এমন একটা সময় ছিল যে সময়ে আমার লক্ষ্য উদ্দেশ্যগুলোকে অনেকেই উৎসাহ প্রদান করত। সময়ের ব্যবধানে সেসব আজ বিলুপ্ত প্রায়। সমস্যাহীন পৃথিবী হয়না, এ সমস্যাহীনতার মাঝেই সবাইকে চলতে হয়। এরই মাঝে অনেকেই জয়লাভ করে, আবার অনেকেই পরাজয় নিয়ে জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করে। পারদপক্ষে পৃথিবীর এটাই নিয়ম। আমার ভাবনামতে পৃথিবীর প্রত্যেকটি মানুষের জীবনে একটি বড় পরাজয় বিদ্যমান থাকবেই, যা কারো জীবনে প্রকাশ পায় আবার কারো অপ্রকাশিত ভাবেই সারা জীবন কেটে যায়।

29/07/2023

28/03/2023

Address

Dinajpur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801303455882

Alerts

Be the first to know and let us send you an email when অসমাপ্ত ভালবাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অসমাপ্ত ভালবাসা:

Share