
04/06/2025
১৮ বছরের অপেক্ষা!! ১৮ বছর!!
একটা দলে ১৮ বছর ধরে খেলার পর বিরাট কোহলি ব্যাঙ্গালোরের হয়ে অবশেষে ট্রফি জিতলো!
শেষ বলের পর বিরাট কোহলি মাটিতে নুয়ে পড়লো,বিশ্বকাপ জিতার পর এমিলিয়ানো মার্টিনেজ যেভাবে নুয়ে পড়েছিলো। ঠিক সেভাবেই।
৪ বল বাকি থাকতেই ক্যামেরায় কোহলি কে দেখাচ্ছিলো। কান্না ভেজা চোখ। মাঠে অলোয়েজ 'এগ্রেসিভ' থাকা কোহলির চোখে পানি! এত্ত বছর ধরে যেই ট্রফির জন্য অপেক্ষা, সে ট্রফি অবশেষে ধরা দিলো!
আবার একবার প্রমাণ হয়ে গেলো, সুসময় আসেই! সুসময় এর জন্য অপেক্ষা করতে হয়, নিজের জেদ ধরে রাখতে হয়,খুব করে চাইতে হয়। হাল ছাড়লে শেষ! না ছাড়লেই 'জয়' আসবেই!❤️
Congratulations Royal Challengers Bengaluru 👏👏