শায়েখ জাকারিয়া আমিনী

শায়েখ জাকারিয়া আমিনী সফলকাম সেই ব্যক্তি যে পরিষ্কার অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে।
(17)

বিকাল বেলা।
19/08/2025

বিকাল বেলা।

18/08/2025

Dhaka শহর দেখতে অনেকটাই বিদেশ মনে হয়েছিলো।

আওয়ামী শাসনামলে দেশ থেকে পাঁচার হওয়া ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন...
18/08/2025

আওয়ামী শাসনামলে দেশ থেকে পাঁচার হওয়া ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। চলতি বছরের জানুয়ারি থেকে পাঁচ দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এই সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব। এ ছাড়া ৯টি দেশে কিছু বাংলাদেশির অর্থের বিনিময়ে সংগ্রহ করা ৩৫২টি পাসপোর্ট পাওয়া গেছে।

(এডমিন)

উনার তো স্বামী নাই দীর্ঘদিন। তারপরও কথা বলার সাইজ বাড়লো কেনো জবা-ব চাই।
18/08/2025

উনার তো স্বামী নাই দীর্ঘদিন। তারপরও কথা বলার সাইজ বাড়লো কেনো
জবা-ব চাই।

18/08/2025

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বাহিরের চত্বরটি কত চমৎকার।

)

18/08/2025
ক্ষমতায় যাওয়ার আগেই কা_কু ইসলামের বিরুদ্ধে কথা শুরু করেছে। আলেম-ওলামাদের বিরুদ্ধে কথা শুরু করেছে। ক্ষমতায় গেলে এরা  কি...
18/08/2025

ক্ষমতায় যাওয়ার আগেই কা_কু ইসলামের বিরুদ্ধে কথা শুরু করেছে। আলেম-ওলামাদের বিরুদ্ধে কথা শুরু করেছে। ক্ষমতায় গেলে এরা কি করবে তা এখনই টের পাওয়া যাচ্ছে।

18/08/2025

যার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে সে আরশের ছায়ার নিচে স্থান পাবে। আল্লাহতায়ালা যেন আমাদেরকে মসজিদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখার তৌফিক দান করেন।আমিন।

Address

Dinajpur

Telephone

+8801745121470

Website

Alerts

Be the first to know and let us send you an email when শায়েখ জাকারিয়া আমিনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শায়েখ জাকারিয়া আমিনী:

Share