IT'z Ripon's

IT'z Ripon's Hi guys This is Ripon vlog. Thanks for scurching Riponblog. This page creat for funny vlog . Personally i like Vlog.

12/06/2025

Big shout out to my newest top fans! স্বপ্ন বাজ

28/05/2025
Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.Whenever yo...
28/05/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

পদত্যাগ নয় প্রধান উপদেষ্টার আজকের বিবৃতিতে একেবারে স্পষ্ট দুইটা কঠিন হুঁশিয়ারি ......১/ যদি পরাজিত শক্তির ষড়যন্ত্রে স...
26/05/2025

পদত্যাগ নয় প্রধান উপদেষ্টার আজকের বিবৃতিতে একেবারে স্পষ্ট দুইটা কঠিন হুঁশিয়ারি ......

১/ যদি পরাজিত শক্তির ষড়যন্ত্রে সরকার কাজ না করতে পারে, যদি এখতিয়ার বহির্ভূত কোন বক্তব্য দেওয়া হয়, তাহলে কাদের জন্য কাজ করতে পারতেছে না, সবকিছু জন সম্মুখে প্রকাশ করে দেওয়া হবে।

পরের ডিসিশন জনগণ দেবে।

২/ সংস্কার, বিচার আর সুষ্ঠু নির্বাচনকে বাঁধাগ্রস্থ করার চেষ্টা করলে সরকার জনগণকে নিয়েই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

দুর্দান্ত কামব্যাক।

এখতিয়ার বহির্ভূত বক্তব্যের ইঙ্গিত কোনদিকে সবাই জানেন। সেক্ষেত্রে সবকিছু জনসম্মূখে প্রকাশ করা হবে মানে ঐ পক্ষের পা হড়কানোর তথ্য সরকারের হাতে আছে।

দ্বিতীয় ইঙ্গিত কাদের দিকে, ঐটাও জানেন।

শুধু ইলেকশনের কোন প্রশ্নই নাই।

বিচার, সংস্কারের পরেই ইলেকশন হবে। এবং সুষ্ঠু ইলেকশন কথাটা উল্লেখ করছে। শুধু ইলেকশন না, সুষ্ঠু ইলেকশন।

শেষ লাইনটা গুরুত্বপূর্ণ।

যদি বিচার, সংস্কার বা সুষ্ঠু ইলেকশনের পথে এরপর কোন বাঁধা আসr, জনগণকে সাথে নিয়েই সরকার পরের পদক্ষেপ নেবে।

একা একা না। পদত্যাগ করবেও বলেনি। বলেছে জনগণকে সাথে নিয়ে পরের পদক্ষেপ ঠিক করবে।

কাজেই, ইউনূস পদত্যাগ করবে আর অমনি বিশেষ এক উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা বানাইয়া কোন সংস্কার না করেই দুই মাসের মধ্যে ইলেকশনের খোয়াব বাদ দেন।

সংস্কারের পরেই ইলেকশন হতে হবে।

এই দেশে আর কেউ যাতে কোনদিন হাসিনা হতে না পারে, সেই ব্যবস্থা করার জন্যই ইউনূসকে বসানো হয়েছে।

এইটা ইউনূসের দায়।

এই দায় তাঁকে পালন করতেই হবে।

যদি এরপরেও শুধু ইলেকশন দিয়ে চলে যাওয়ানোর চেষ্টা করা হয়, ইউনূস একবার বরং জনগণের সাহায্য চাক। একবার মানুষের কাছে আইসা বলুক যে আমার হেল্প লাগবে, আমার পিছে দাঁড়াও।

ইউনূসকে ক্ষমতায় কোন রাজনৈতিক দল বসায়নি। জুলাই এর জনগণ বসাইছে।

সেই জনগণই উনাকে রক্ষা করবে ইনশাআল্লাহ।



25/05/2025

বাগানের লিচু পরিদর্শন।

25/05/2025

Gaming With love story 💔

আপনি কি করছেন সেটা কেউ দেখবে না।আপনার কর্ম ফলটা কি এটা সবাই দেখবে।উদাহরণ হিসেবে বলতে পারি যে,,একজন ছাত্র সারা বছর পড়াশোন...
21/05/2025

আপনি কি করছেন সেটা কেউ দেখবে না।
আপনার কর্ম ফলটা কি এটা সবাই দেখবে।
উদাহরণ হিসেবে বলতে পারি যে,,
একজন ছাত্র সারা বছর পড়াশোনা করেও
পরীক্ষার ফলাফল খারাপ করলে, পরিচিতি জনগনে প্রতিক্রিয়া এমন হয়,,
কি পড়াশোনা করছে যে রেজাল্ট খারাপ।
আর যাদের ফলাফল ভালো হয় তারা লোকের কাছে বাহবা পায়।
সুতরাং,
বলা যায় যে, আপনি কি করছেন সেটা কোনো বিষয় না, আপনি কতটা সফল সেটাই আসল বিষয়।

13/05/2025

বাঙালি হয়ে মাছ চিনতে পারলাম না, মানুষ চেনা তো বিলাসিতা মাত্র.!
😰😰

Address

Dinajpur

Telephone

+8801773304982

Website

Alerts

Be the first to know and let us send you an email when IT'z Ripon's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IT'z Ripon's:

Share