16/04/2025
জীবন
জীবন, এক অনন্ত যাত্রা,
আলো আর আঁধারের এক চিত্রনাট্য।
কখনো হাসির কলতান, কখনো কান্নার রোল,
সুখ-দুঃখের এই খেলায় জীবন হয়Anmol।
নদীর স্রোতের মতো বয়ে চলে দিন,
নতুন নতুন স্বপ্ন আঁকে প্রতিক্ষণ।
কষ্টের বালুচরে হোঁচট লাগলেও,
আশার সবুজ ঘাস খুঁজে নেয় মন।
আলো ঝলমলে সকালে পাখির গান,
নিস্তব্ধ রাতে তারার মেলা বসে।
ছোট ছোট মুহূর্তেরা ভরে দেয় বুক,
ভালোবাসার পরশে, যতনে ও রসে।
হার না মানা এক সাহস বুকের গভীরে,
লড়াই করে বাঁচার তীব্র বাসনা।
ভবিষ্যতের পথে হেঁটে যায় একা,
স্মৃতির পাতায় লেখা থাকে সান্ত্বনা।
জীবন, এক রহস্যময় উপহার,
যার প্রতিটি মুহূর্ত মূল্যবান।
তাইতো বাঁচি আনন্দে, খুঁজি নতুন মানে,
এই সুন্দর পৃথিবীতে করি গান।