A F A N

A F A N Babies photos, video, Deep romantic, Heart Touching and Any Kind Of Video Available On This Page.

09/09/2025
Today is a beautiful day ❤️❤️💐❤️
09/09/2025

Today is a beautiful day ❤️❤️💐❤️

Good Morning 🌅🌄Please follow my page Thank you so much 👍     A F A N
09/09/2025

Good Morning 🌅🌄
Please follow my page
Thank you so much 👍

A F A N

08/09/2025

Please follow my page and share


















08/09/2025

Good Night 🌌🌉😴💤💤💤

সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। নরম সোনালী আলোয় ঝলমল করছে বাংলাদেশের এক ছোট্ট গ্রাম। গ্রামের মেঠো পথ ধরে সারি সারি সব...
08/09/2025

সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়ছে। নরম সোনালী আলোয় ঝলমল করছে বাংলাদেশের এক ছোট্ট গ্রাম। গ্রামের মেঠো পথ ধরে সারি সারি সবুজ ধানের ক্ষেত, আর দূরে দেখা যাচ্ছে মাটির দেয়াল আর খড়ের চালা দেওয়া ছোট্ট কুঁড়েঘরগুলো। এই শান্ত গ্রামের বুক চিরে বয়ে যাওয়া পথেই জমে উঠেছে এক খুশির মেলা।
আজ স্কুলে ছুটি। তাই সকাল থেকেই গ্রামের ছেলেমেয়েরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই বিকালের জন্য। রফিক, গ্রামের সবচেয়ে দুষ্টু ছেলে, হাতে তার প্রিয় রঙিন ঘুড়ি। লাল, নীল, হলুদ আর সবুজ রঙে রাঙানো সেই ঘুড়িটা যেন আকাশ ছুঁতে চায়। রফিক প্রাণপণ চেষ্টা করছে ঘুড়িটাকে আরও উঁচুতে ওড়ানোর। তার চোখে মুখে এক অনাবিল আনন্দ আর উত্তেজনা।
তার ঠিক পাশেই রিনার দল। রিনা, মীনা, আর ছোট্ট সুমন—তারা মিলে একটা খেলনা গাড়ি নিয়ে দারুণ মজা করছে। গাড়িটা হয়তো হাতে গড়া, তবে তাদের চোখে এটাই সবচেয়ে দামি খেলনা। সুমন গাড়িতে বসে আছে, আর রিনা ও মীনা তাকে ঠেলে নিয়ে যাচ্ছে। তাদের খুনসুটি আর হাসির শব্দে গ্রামের বাতাস যেন আরও মধুর হয়ে উঠেছে।
আর একটু দূরে, মেঠো পথের ধারে দাঁড়িয়ে আছে ছোট্ট ফাতেমা। সে তার নতুন ফ্রক পরেছে। তার হাতে একটা লম্বা দড়ি, যেটা সে টানছে আর হাসছে। পাশেই হাসিমুখে দাঁড়িয়ে আছে রেহানা। গ্রামের এই পথটাই যেন তাদের খেলার মাঠ, তাদের স্বপ্নের রাজ্য।
সূর্য ডুবতে শুরু করলে, পাখিরা যখন নীড়ে ফিরতে শুরু করে, তখনো এই শিশুদের খেলা শেষ হয়নি। তাদের নিষ্পাপ হাসি আর কোলাহল যেন গ্রামের প্রকৃতির সাথে একাকার হয়ে গেছে। এই মুহূর্তগুলোই তো বাংলাদেশের গ্রামীণ শৈশবের সবচেয়ে সুন্দর ছবি—মুক্ত, প্রাণবন্ত আর আনন্দময়। এই মুহূর্তগুলোই তাদের স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে সারাজীবন।

লাইক শেয়ার ও ফলো করে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে।
Nusrat Jahan Bristi

অসাধারণ লাইক শেয়ার ও ফলো করুন
08/09/2025

অসাধারণ লাইক শেয়ার ও ফলো করুন

08/09/2025

Good Morning 🌅🌅🌄🌄

আফান নামের এক তরুণ, যার জীবন শুরু হয়েছিল খুব সাধারণ এক পরিবারে, সে তার তীক্ষ্ণ বুদ্ধি আর অসাধারণ মেধা দিয়ে দেশের প্রধা...
07/09/2025

আফান নামের এক তরুণ, যার জীবন শুরু হয়েছিল খুব সাধারণ এক পরিবারে, সে তার তীক্ষ্ণ বুদ্ধি আর অসাধারণ মেধা দিয়ে দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হন। তার শাসনামলের শুরুতেই দেশ অর্থনৈতিক মন্দা, বেকারত্ব আর মানুষের মৌলিক চাহিদা পূরণের অক্ষমতার মতো অনেক বড় সমস্যায় জর্জরিত ছিল।
​আফান বুঝতে পারলেন, প্রচলিত পদ্ধতি দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। তিনি প্রথমেই দেশের সব নাগরিকের জন্য ডিজিটাল আইডি কার্ড চালু করলেন, যেখানে প্রত্যেকের পেশা, দক্ষতা, এবং পরিবারের সদস্য সংখ্যা থেকে শুরু করে সব তথ্য সংরক্ষিত ছিল। এই ডেটা ব্যবহার করে তিনি প্রতিটি মানুষের জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে লাগলেন। তিনি সরকারি-বেসরকারি খাতে নতুন নতুন কর্মসংস্থান তৈরি করলেন এবং তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করলেন, যাতে তারা আন্তর্জাতিক বাজারেও নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারে।
​আফানের সবচেয়ে বড় সাফল্য ছিল 'সবার জন্য মৌলিক চাহিদা' নামক একটি যুগান্তকারী প্রকল্প। এই প্রকল্পের অধীনে প্রতিটি পরিবারের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ, এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়। তিনি দেশের প্রত্যন্ত অঞ্চলে নতুন স্কুল, কলেজ, এবং হাসপাতাল নির্মাণ করেন। তার নির্দেশে একটি বিশেষ কমিটি তৈরি করা হয়, যারা প্রতিনিয়ত দেশের প্রতিটি পরিবারের চাহিদার দিকে নজর রাখত। এর ফলে কেউ যেন মৌলিক চাহিদা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করা হয়।
​আফানের এই সাফল্যের পেছনে ছিল তার সততা এবং স্বচ্ছতা। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন এবং সরকারি সব কাজে জবাবদিহিতা নিশ্চিত করেন। জনগণ তার ওপর আস্থা রাখতে শুরু করে এবং তার প্রতিটি পদক্ষেপে সমর্থন জানায়।
​একসময় আফানের মেধা আর দূরদর্শিতায় দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে ওঠে। বেকারত্ব প্রায় শূন্যে নেমে আসে, আর প্রতিটি মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা পায়। আফান শুধু একজন প্রধানমন্ত্রী হিসেবে নয়, দেশের মানুষের কাছে একজন ত্রাণকর্তা হিসেবেও চিরস্মরণীয় হয়ে থাকেন। Shakir Hussain জান্নাত ইসলাম Nusrat Jahan Bristi 👍
Please follow my page. Thank you

24/12/2024

বি‌য়ের ক‌ঠিন শর্ত!

20/01/2024

Address

Fulbari
Dinajpur
5250

Website

Alerts

Be the first to know and let us send you an email when A F A N posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share