17/11/2025
ড্রোনের চোখে মা বৈষ্ণো দেবীর মহিমান্বিত বৃন্দাবন দর্শন”
ড্রোনের লেন্সে ধরা পড়েছে মা বৈষ্ণো দেবীর অপূর্ব ভাস্কর্য, সিংহবাহিনীর ওপর দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন মূর্তি এবং চারপাশের শান্ত–সুন্দর বৃন্দাবন মন্দির এলাকা। উপরে থেকে দেখা এই দৃশ্যের পবিত্রতা, শিল্পকলা ও ঐশ্বরিক পরিবেশ যে কারো মনকে ছুঁয়ে যাবে। ভ্রমণপ্রেমী, ড্রোন ফটোগ্রাফার ও আধ্যাত্মিক ভক্তদের জন্য এটি এক অনন্য দৃশ্যরূপ।