12/12/2025
#হাইয়ার
(HIGHER) বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং, কাহারোল।
✅✅ ঢাকা বিশ্ববিদ্যালয় 'খ' ইউনিট (B Unit) পরীক্ষার জন্য জরুরি বিজ্ঞপ্তি
✅✅ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিট (B Unit) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে:
✅✅ গাড়ি ছাড়ার তারিখ: আগামীকাল, ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার।
✅✅ গাড়ি ছাড়ার স্থান: হাইয়ার ক্যাম্পাস।
✅✅ গাড়ি ছাড়ার সময়: ঠিক সকাল ৭:০০ টায়।
🚦 প্রয়োজনীয় নির্দেশনা:
সকল পরীক্ষার্থীকে নির্দেশ দেওয়া হচ্ছে যে, আপনারা যেন প্রয়োজনীয় সকল কাগজপত্র (প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, ইত্যাদি) সহ ঠিক সকাল ৬:৩০ মিনিটের মধ্যে হাইয়ার বিশ্ববিদ্যালয় ও নার্সিং কোচিং এ উপস্থিত থাকার জন্য বলা গেল।
সময়ানুবর্তিতা একান্ত কাম্য।
যোগাযোগের জন্য: ০১৭৬২৮২০১৬২