হাইয়ার- Higher Academic & Admission Coaching, Kaharol, Dinajpur.

হাইয়ার- Higher Academic & Admission Coaching, Kaharol, Dinajpur. Digital Creator

04/09/2025

এডমিশন-২৬ ব্যাচের আজকে ক্লাসের একাংশ.... চলছে ফ্রি ক্লাস
ক্লাস যাচাই করে ভর্তির সিদ্ধান্ত নাও।
তোমার একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো লাইফ স্টাইল। তাই দেরি না করে নির্ধারিত আসন পূরণ হবার আগেই ভর্তি হও। হাইয়ার এডমিশন_২৬ ব্যাচে।

29/08/2025

আগস্টে ৩০০০/- টাকা ছাড়ে এডমিশন-২৬ ব্যাচে ভর্তি চলছে।

 #এডমিশন_২৬_ব্যাচের_অরিয়েন্টশন_ক্লাস ৩১ আগস্ট-২০২৫, রোজঃ রবিবার, সকালঃ ১০ টা।( সবার জন্য উম্মুক্ত)ফ্রি ক্লাস যাচাই করে ভ...
28/08/2025

#এডমিশন_২৬_ব্যাচের_অরিয়েন্টশন_ক্লাস ৩১ আগস্ট-২০২৫, রোজঃ রবিবার, সকালঃ ১০ টা।( সবার জন্য উম্মুক্ত)
ফ্রি ক্লাস যাচাই করে ভর্তির সিদ্ধান্ত নেওয়ার সুযোগ।
অভিভাবক ছেলে- মেয়েদের জন্য বেছে নিচ্ছে হাইয়ার কে। হাইয়ার শিক্ষা পরিবারের প্রতি ভরসা রাখায় অসংখ্য ধন্যবাদ।
#মেহেনাজ, কাহারোল সরকারি কলেজ।
✅এডমিশন করবে কি না?/ কোথায় এডমিশন করবে?/ রেজাল্ট কি হবে?
এত্তো কিছু না ভেবে অন্তত হাইয়ার কোচিং, কাহারোলে এডমিশনের অরিয়েন্টেশন ও ফ্রি ক্লাসগুলো করো তাতে তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে।
✅এডমিশনের মাধ্যমে চাকুরির প্রস্তুতির ৭০% হয়ে যায়, তাই এডমিশন করলে তুমি অন্যদের থেকে কয়েকধাপ এগিয়ে থাকবে।
🟩 এইচএসসি ধাপ পেরিয়ে আরেকটি স্বপ্নের ধাপ তোমাদের জন্য অপেক্ষা করছে সেটি হলো #ভার্সিটি ও সরকারি #নার্সিং ভর্তি পরীক্ষা।
✅এই ভর্তি যুদ্ধে বিজয় অর্জন করতে দরকার তোমার কৌশলগত ও সুপরিকল্পিত পরিশ্রম এবং প্রোপার গাইডলাইন।
✅ আমাদের টিচিং মেথোট ও প্রোপার গাইডলাইনে প্রতি বছর অনেক স্টুডেন্ট দেশ সেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও সরকারি নার্সিং-এ চান্স পাচ্ছে তারই ধারাবাহিকতা ও অভিজ্ঞতায় এবারো নতুন পরিকল্পনায় ও নতুন উদ্যোমে শুরু করতে যাচ্ছে এডমিশন-২৬ ব্যাচ যেখানে ভর্তি হলে চান্স সুনিশ্চিত, ইনশাআল্লাহ।
✅এডমিশন জগতে হাইয়ার শিক্ষা পরিবারে তোমাকে স্বাগতম।
হাইয়ার- Higher Academic & Admission Coaching, Kaharol, Dinajpur.

25/08/2025

নিয়োগ বিজ্ঞপ্তি
একাদশ শ্রেণির জন্য বাংলা, ইতিহাস, ভূগোল, পৌরনীতি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ০১৭৬২৮২০১৬২

আলহামদুলিল্লাহ... শুরু হয়ে গেছে এডমিশন- ২৬ ব্যাচের ভর্তি কার্যক্রম.. ..🎗️🎗️✅শামিমা আক্তার - কাহারোল মহিলা  কলেজ।  শামিমা...
25/08/2025

আলহামদুলিল্লাহ...
শুরু হয়ে গেছে এডমিশন- ২৬ ব্যাচের ভর্তি কার্যক্রম.. ..🎗️🎗️

✅শামিমা আক্তার - কাহারোল মহিলা কলেজ।

শামিমা আক্তার তার উজ্জ্বল ভর্বিষ্যৎ বিনির্মানের জন্য বেছে নিয়েছে হাইয়ার বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং, কাহারোল,দিনাজপুর কে।

তোমাদেরকে দেশসেরা হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।স্বপ্ন পূরণে হাইয়ার কোচিং এর উপরে আস্হা রাখায় শামিমা আক্তার ও তার পরিবারকে অসংখ্য ধন্যবাদ...
কাহারোল, বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ ও আশেপাশের থানার সম্মানিত অভিভাবক ও মেধাবী শিক্ষার্থীদের কাছে স্বপ্ন পূরণের এক আস্থার নাম- #হাইয়ার (HIGHER)

নির্ধারিত আসন পূরণ হবার আগেই যোগাযোগ করুন-০১৭৬২৮২০১৬২ নম্বরে...

B Unit/মানবিক বিভাগ+ভার্সিটি+গুচ্ছ+ সরকারি নার্সিং এডমিশন কোর্স বিশেষ অফারে ভর্তি চলছে... +প্রিয় HSC-25 পরীক্ষার্থী বন্...
03/08/2025

B Unit/মানবিক বিভাগ+ভার্সিটি+গুচ্ছ+ সরকারি নার্সিং এডমিশন কোর্স
বিশেষ অফারে ভর্তি চলছে...

+প্রিয় HSC-25 পরীক্ষার্থী বন্ধুরা..

লেখার শুরুতেই তোমাদের প্রতি রইল আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বিশ্ববিদ্যালয়ের একটি আসনে ভর্তির সুযোগ পাওয়া প্রত্যেক শিক্ষার্থীর জন্য সম্মান ও গৌরবের বিষয়। শিক্ষার্থীদের সেই সম্মান ও গৌরবময় সূত্রকে স্বার্থক করে তুলতেই ২০১৭ সালে যাত্রা করে #হাইয়ার (Varsity Admission Care) বিশ্ববিদ্যালয় ভর্তি প্রোগ্রাম। যার শিক্ষকতা ও পরিচালনায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের বিগত ০৮ বছরের মেধাবী, আত্মপ্রত্যয়ী ও অভিজ্ঞ এক ঝাঁক তরুণ।

#হাইয়ার ( Varsity & Nursing Admission Care) বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি প্রোগ্রাম নামটি তোমাদের কাছে নতুন মনে হলেও এর শিক্ষকরা শিক্ষা জগতে কিন্তু কেউই নতুন নন। শিক্ষাদানে তাদের প্রত্যেকেই সুদীর্ঘ অভিজ্ঞতায় সমৃদ্ধ, ব্যক্তিগত যশ-খ্যাতিতে প্রসিদ্ধ এবং স্ব-স্ব বিষয়ে পাঠদানেও প্রসিদ্ধ।

ভুল প্রস্তুতি, সঠিক গাইড লাইনের অভাবে এবং গুরুত্বপূর্ণ তথ্যের অভাবে একজন শিক্ষার্থী তার স্বপ্ন থেকে অনেক দূরে সরে যায়। কোন কোন বিষয় পড়তে হবে, প্রশ্নের ধরণ, মার্ক বন্টন কিংবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নেয়ার পদ্ধতি কেমন হবে, এমন অনেক প্রশ্নের উত্তর না জানার কারণে সঠিকভাবে প্রস্তুতি শুরুই করতে পারে না অনেকে। কিন্তু প্রতি বছর উচ্চ শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও প্রতিযোগিতা উভয়ই বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে।

বিশ্ববিদ্যালয়ের এক ঘন্টার ভর্তি পরীক্ষাই নির্ভর করে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া না পাওয়ার। তাই ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য HSC পরীক্ষা পরবর্তী কয়েকটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এই সময়টাতে যথাযথ দিক-নির্দেশনা না পেলে এবং নিয়মতান্ত্রিক উপায়ে পড়ালেখা না করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হতে বাধ্য। আর শিক্ষার্থীদেরকে এই নিয়মতান্ত্রিকতা ও কৌশল সম্পর্কে অবগত করা তথাপি সার্বিক দিক-নির্দেশনা দিতে #হাইয়ার (Varsity Admission Care) পরিবার অঙ্গীকারবদ্ধ। তাই তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ও ভর্তি পরীক্ষায় এগিয়ে থাকতে হলে, তোমার পরিকল্পনা গোছাতে হবে এখন থেকে। আর এজন্য #হাইয়ার (Varsity Admission Care) হতে পারে তোমার এক আস্থার নাম। তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে #হাইয়ার এডমিশন তৈরি করেছে এমন সব তথ্যসমৃদ্ধ ও জনপ্রিয় লেকচার শিট যা তোমার প্রস্তুতিকে করবে আরো দৃঢ় ও শাণিত। সব লেকচার শিট-ই ভর্তি পরীক্ষাকেন্দ্রিক এবং সম্পূর্ণ প্রাসঙ্গিক। তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে তোমার জন্য থাকছে-

Doubt Solving Class

তুমি যাতে বিভাগ পরিবর্তনের ইউনিটেও পরীক্ষা দিতে পারো, সেজন্য ICT এর উপরে থাকবে ৭ টি ক্লাস এবং MCQ অংশের প্রস্তুতি নেয়ার পাশাপাশি থাকবে লিখিত প্রস্তুতির জন্য আলাদা ক্লাস। যেটা যুক্ত করবে তোমার প্রস্তুতির নতুন অনন্য এক মাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 'বি' ও 'সি' ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের সাথে আরও ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষাসহ অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি হবে এই একটি কোর্সের মাধ্যমে। সব বিষয়ের সব টপিক গোছানো ভাবে বুঝিয়ে দিবে #হাইয়ার এর সেরা মেন্টররা। প্রতিটি লেকচারের সাথে থাকবে তথ্যসমৃদ্ধ ও প্রাসঙ্গিক স্পেশাল লেকচার শিট এবং ডেইলি লেকচার এক্সাম ও Review Test এক্সামের মাধ্যমে বুঝতে পারবে তোমার অগ্রগতি এবং তুমি হতে পারবে একজন আত্মবিশ্বাসী।

এখন সিদ্ধান্ত তোমার। কারণ ভর্তি পরীক্ষায় সারা রাত-দিন পড়েও অনেকে চান্স পায় না শুধুমাত্র পর্যাপ্ত গাইডলাইন এবং কি পড়তে হবে, কি বাদ দিতে হবে এগুলো না জানার কারণে। তাই নিজেকে শতভাগ প্রস্তুত করতে এখনি তুমি ভর্তি হয়ে যাও #হাইয়ার Varsity and Nursing Admission কোচিং এর অভিজ্ঞ মেন্টরদের নিবিড় পরিচর্যায় পরিচালিত আমাদের স্পেশাল B Unit/মানবিক বিভাগ+ভার্সিটি+গুচ্ছ এডমিশন প্রোগ্রামে।

বসে কি ভাবছো? উঠো আর লেগে যাও তোমার স্বপ্ন পূরণের প্রত্যয়ে। দেখা হবে বিজয়ে। সর্বশেষে বলতে চাই দেখার, বুঝার ও জানার জন্য হলেও একবার চলে এসো তোমার ভবিষ্যৎ স্বপ্ন পুরণের বিনির্মানের এই মোহনায়।



B Unit/মানবিক বিভাগ+ভার্সিটি+গুচ্ছ এডমিশন কোর্সের ভর্তি সংক্রান্ত জিজ্ঞাসা?



'খ' ইউনিট/মানবিক বিভাগ কোর্সটি যাদের জন্য :-
(First Time) এবং (Second Time) ব্যাচের ছাত্র-ছাত্রীদের জন্য আমাদের এই কোর্সটি একটি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির পূর্ণাঙ্গ কোর্স।

যারা কলেজে ক্লাস করতে পারোনি বা ক্লাসরুমে বসে ক্লাস করার সুযোগ খুব বেশী হয়নি।

যাদের Basic Preparation এর ঘাটতি রয়েছে।

Short Syllabus এর অপর্যাপ্ত প্রস্তুতির পাশাপাশি যাদের ফুল Syllabus এর প্রস্তুতিতেও পরিপূর্ণ ঘাটতি রয়েছে

MCQ এর পাশাপাশি যাদের Written এর প্রস্তুতি দরকার।

সারা বছর পড়াশুনায় মনোযোগ না দিতে গিয়ে যাদের বাংলা, ইংরেজি ও আইসিটি ভালো প্রস্তুতি নেওয়া হয়।



কোর্সটিতে ছাত্র-ছাত্রীরা যা পাবে :-

কোর্সটিতে যে অধ্যায়গুলো শর্ট সিলেবাসে ছিলো এবং বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আগে যত্নসহকারে গুছিয়ে পড়ানো হবে যা তোমার প্রস্তুতিকে পরিপূর্ণ করতে সাহায্য করবে।

প্রতিটি অধ্যায়ের আগে ফুল বেসিক এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের সম্ভাব্য প্রাকটিস ও বিগত বছরের প্রশ্ন সলভ করানো হবে।

একাধিক রিভিশন ক্লাস থাকবে ফলে সকল সাবজেক্টই গুরুত্ব পাবে সমানভাবে।

গুরুত্বপূর্ণ তথ্য সহকারে ও বিগত বছরের প্রশ্নের Analysis সহ আমাদের থাকবে গোছানো লেকচার শিট।

প্রতিটি প্রশ্ন নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্র অনুযায়ী।

নেগেটিভ মার্কিং ও পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে থাকবে পূর্ণাঙ্গ ধারণা।

বাসায় স্ট্যাডি করতে গিয়ে কোন সমস্যার সমাধান প্রয়োজন হলে আমাদের থাকবে ফেসবুক প্রাইভেট গ্রুপ। যেন তুমি তোমার সমস্যার সমাধান করতে পারো অনায়াসে এবং ফেসবুক গ্রুপে যুক্ত থাকবে আমাদের অভিজ্ঞ মেন্টররা।



কোর্সে ভর্তি সংক্রান্ত তথ্যাবলি :-

অফিস থেকে ২০০/- দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।

ভর্তির সময় ২ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি সাথে আনতে হবে।

B Unit/মানবিক বিভাগ+ভার্সিটি+গুচ্ছ এডমিশন কোর্স এর ব্যাচ ও সময় সকাল ১০.০০টা।
#হাইয়ার বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং, মহিলা কলেজ রোড, কাহারোল, দিনাজপুর।
০১৭৬২৮২০১৬২

28/07/2025

#জরুরী_নিয়োগ_বিজ্ঞপ্তিঃ
হাইয়ার কোচিং- এ কিছু সহকারী শিক্ষক, কমিউনিকেশন স্টাফ একজন মেয়ে/ছেলে, কোচিং ম্যানেজমেন্ট একজন ছেলে, অফিস সহায়ক একজন ছেলে এবং একজন কম্পিউটার অপারেটর জরুরী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
বিস্তারিত তথ্যের জন্য Whatsapp -01762820162 নাম্বারে যোগাযোগ করুন।

 / ভর্তি চলছে নিউ একাদশ শ্রেণিতে ভর্তির হিরিক চলছে তাহলে তুমি পিছিয়ে কেন? দূর দুরান্ত থেকে  শিক্ষার্থী ছুটে আসছে তাদের ক...
24/07/2025

/ ভর্তি চলছে
নিউ একাদশ শ্রেণিতে ভর্তির হিরিক চলছে তাহলে তুমি পিছিয়ে কেন?
দূর দুরান্ত থেকে শিক্ষার্থী ছুটে আসছে তাদের কাঙ্ক্ষিত আস্থার প্রতিষ্ঠান হাইয়ার কোচিং কাহারোলে ভর্তি হওয়ার জন্য। কাহারোল উপজেলায়
এইচএসসি শিক্ষার্থীদের একমাত্র ভরসার জায়গা হাইয়ার কোচিং কারণ এখন থেকে একাডেমিকের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি প্রস্তুতির প্রোপার গাইডলাইনের শিক্ষার্থীদের প্রস্তুত করা হয় যা এডমিশন জগতে অন্যান্যদের থেকে এগিয়ে রাখবে। শুভকামনা সবার জন্য।
হাইয়ার বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং, কাহারোল, দিনাজপুর। ০১৭৬২৮২০১৬২.

এসএসসি ২০২৫।ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি। যোগ্যরা আবেদন করতে পারো।
14/07/2025

এসএসসি ২০২৫।
ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি। যোগ্যরা আবেদন করতে পারো।

12/07/2025

Big shout out to my new rising fans! S Sharma

Address

Dinajpur

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801762820162

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাইয়ার- Higher Academic & Admission Coaching, Kaharol, Dinajpur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাইয়ার- Higher Academic & Admission Coaching, Kaharol, Dinajpur.:

Share