হাইয়ার- Higher Academic & Admission Coaching, Kaharol, Dinajpur.

হাইয়ার- Higher Academic & Admission Coaching, Kaharol, Dinajpur. Digital Creator

27/09/2025

Big shout out to my newest top fans! MD Faisal Parvej, Puja Roy, Raju Ahmed RJ, আহম্মেদ রিপন, Parichoy Roy, রেবেকা আক্তার, Manos Chandra Roy, জাতির জামাই, Shikha Roy

24/09/2025

শিক্ষা জগতে অনন্য সহায়ক একটি প্রতিষ্ঠান- হাইয়ার (HIGHER) একাডেমিক এন্ড এডমিশন কোচিং, মহিলা কলেজ রোড, কাহারোল, দিনাজপুর,

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছেন। কঠোর পরিশ্রম, তীব্র সা...
21/09/2025

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেছেন। কঠোর পরিশ্রম, তীব্র সাধনা, অধ্যাবসায়ের মধ্য দিয়ে তারা নিজেদেরকে এ জন্য প্রস্তুত করে তোলে। তবে সামান্য কিছু ভুলের জন্য স্বপ্ন পূরণ নাও হতে পারে। এ সময় তাদের প্রয়োজন সঠিক দিক-নির্দেশনা ও প্রস্তুতি, যেন তারা সাফল্যের হাসি হাসতে পারেন।

সময় ব্যবস্থাপনাঃ
শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার শিখতে হবে। সময় ব্যবস্থাপনা না জানার জন্য অনেক শিক্ষার্থীই ভর্তি পরীক্ষার যুদ্ধে পিছিয়ে পরবে। নির্দিষ্ট সময় ধরে পড়া শেষ করে ছোট করে বিরতি নিতে হবে। কিভাবে অল্প সময়ের মধ্যেই অধিক প্রশ্নের উত্তর করা যায় সেটি সম্পর্কে বুঝতে হবে, এ জন্য প্রয়োজন প্রচুর অনুশীলন। প্রতিদিন নির্দিষ্ট সময় সেট করে কাজ করা শিখতে হবে। সারাদিনের সময়ের কাজগুলো নির্দিষ্ট সময় ভাগ করে করা আয়ত্তে আনতে হবে।

পরিকল্পনা অনুসারে পড়াঃ
শিক্ষার্থীদের উচিত নিজেদের দৈনন্দিন কাজের একটি সঠিক পরিকল্পনা তৈরি করা। পরিকল্পনা অনুসারে কাজ করলে যেকোনো কাজই অনেক সুন্দরভাবে করা সম্ভব। তাই নিজের সিলেবাস অনুসারে একটি পরিকল্পনা সাজিয়ে কাজ করা শিখতে হবে।

অধিক অনুশীলনঃ
এ সময় পড়ার কোনো বিকল্প নেই। প্রচুর পড়তে হবে এবং তা অনুশীলন করতে হবে। নিজের দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করতে হবে এবং সেটি অধিক পরিমাণে অনুশীলন করতে হবে। এ সময় যে যত বেশি অনুশীলন করবে, অন্যদের চেয়ে সে তত বেশি এগিয়ে থাকবে। আগের বছরের প্রশ্নগুলো বারবার সমাধানের চেষ্টা করতে হবে। অধিক অনুশীলনের মাঝে নিজের দূর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব। টেস্ট পেপারের প্রশ্ন সমাধানের চেষ্টা করতে হবে।

কোচিং এর গুরুত্বঃ
কোচিংগুলো পরীক্ষার্থীদের যুদ্ধের রাস্তাগুলো চিনিয়ে দেয়, কোন কোন টপিকস পড়তে হবে আর কোন কোন টপিকস পড়তে হবে না তা সঠিকভাবে পর্যবেক্ষন করে শিক্ষারর্থীদের গোছালো গাইডলাইন দিয়ে থাকে। তাই বুঝে শুনে বিগত সফলতা যাচাই করে এডমিশন কোচিং-এ ভর্তি হতে হবে নয়তো একটু ভুল সিদ্ধান্ত আর স্বজনপ্রীতির জন্য তোমার ভার্সিটি ও নার্সিং লালিত স্বপ্ন ভেঙেচুরে চুরমার হয়ে যাবে। তোমার জন্যও একটি সিট বরাদ্দ জাস্ট অর্জন করে নিতে হবে। যুদ্ধটা নিজেকেই করতে হয়। আমরা দিচ্ছি গোছালো এডমিশন প্রস্তুতি। তাই হাইয়ার - এর উপর সম্পূর্ণভাবে আস্থা রেখে ভর্তির সিদ্ধান্ত নিতে পারো। তবে ডেইলি টেস্ট, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা গুলোতে থাকবে চান্স পাওয়ার কেপাবিলিটি। এগুলোতে অংশগ্রহণের মাধ্যমে নিজের অবস্থান সম্পর্কে ধারণা লাভ করা যায়।

আত্নবিশ্বাসী হওয়া
নিজের প্রতি আত্নবিশ্বাস রাখতে হবে। নিজের প্রতি আত্নবিশ্বাস হারিয়ে ফেললে যুদ্ধ জয়ের আগ্রহ হারিয়ে যায়। নিজের সক্ষমতার প্রতি বিশ্বাস রাখতে হবে। অন্যের সাথে তুলনা করে নিজের উপর থেকে বিশ্বাস উঠানো যাবেনা।

শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব
এ সময় আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্নশীল হতে হবে। পর্যাপ্ত ঘুম এবং সুষম খাবার গ্রহণে বিশেষ লক্ষ্য রাখতে হবে। প্রস্তুতির পুরো সময়টাতে শিক্ষার্থীরা মানসিকভাবেও অনেক বেশি চাপে থাকে।এজন্য মানসিক স্বাস্থ্যের প্রতি হতে হবে বিশেষ যত্নশীল। কেননা মন ভালো না থাকলে পড়াশোনাও ঠিকপমতো হবেনা।

শিক্ষার্থীর নিজের যুদ্ধ তার নিজেকেই করতে হবে। তবে সঠিক দিক নির্দেশনা মেনে চললে এবং সহজ কৌশল অবলম্বন করলে অন্যদের চেয়ে এগিয়ে থাকা সম্ভব।
হাইয়ার- Higher Academic & Admission Coaching, Kaharol, Dinajpur.

একাদশ- দ্বাদশ এবং এডমিশন-২৬ সকাল-বিকাল  ব্যাচে ভর্তি ও পুরোদমে চলছে। ✅আজকের কঠিন পরিশ্রম এনে দেবে তোমার ভবিষ্যতের সফলতা।...
16/09/2025

একাদশ- দ্বাদশ এবং এডমিশন-২৬ সকাল-বিকাল ব্যাচে ভর্তি ও পুরোদমে চলছে।
✅আজকের কঠিন পরিশ্রম এনে দেবে তোমার ভবিষ্যতের সফলতা।
✅সবাই সবার জায়গা প্রস্তুত করছে তুমি কেনো বসে থাকবে?
✅হাইয়ার শিক্ষা পরিবার দিচ্ছে প্রোপার গাইডলাইন তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য।
হাইয়ার বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং, কাহারোল, দিনাজপুর।

04/09/2025

এডমিশন-২৬ ব্যাচের আজকে ক্লাসের একাংশ.... চলছে ফ্রি ক্লাস
ক্লাস যাচাই করে ভর্তির সিদ্ধান্ত নাও।
তোমার একটি সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে পুরো লাইফ স্টাইল। তাই দেরি না করে নির্ধারিত আসন পূরণ হবার আগেই ভর্তি হও। হাইয়ার এডমিশন_২৬ ব্যাচে।

29/08/2025

আগস্টে ৩০০০/- টাকা ছাড়ে এডমিশন-২৬ ব্যাচে ভর্তি চলছে।

 #এডমিশন_২৬_ব্যাচের_অরিয়েন্টশন_ক্লাস ৩১ আগস্ট-২০২৫, রোজঃ রবিবার, সকালঃ ১০ টা।( সবার জন্য উম্মুক্ত)ফ্রি ক্লাস যাচাই করে ভ...
28/08/2025

#এডমিশন_২৬_ব্যাচের_অরিয়েন্টশন_ক্লাস ৩১ আগস্ট-২০২৫, রোজঃ রবিবার, সকালঃ ১০ টা।( সবার জন্য উম্মুক্ত)
ফ্রি ক্লাস যাচাই করে ভর্তির সিদ্ধান্ত নেওয়ার সুযোগ।
অভিভাবক ছেলে- মেয়েদের জন্য বেছে নিচ্ছে হাইয়ার কে। হাইয়ার শিক্ষা পরিবারের প্রতি ভরসা রাখায় অসংখ্য ধন্যবাদ।
#মেহেনাজ, কাহারোল সরকারি কলেজ।
✅এডমিশন করবে কি না?/ কোথায় এডমিশন করবে?/ রেজাল্ট কি হবে?
এত্তো কিছু না ভেবে অন্তত হাইয়ার কোচিং, কাহারোলে এডমিশনের অরিয়েন্টেশন ও ফ্রি ক্লাসগুলো করো তাতে তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে।
✅এডমিশনের মাধ্যমে চাকুরির প্রস্তুতির ৭০% হয়ে যায়, তাই এডমিশন করলে তুমি অন্যদের থেকে কয়েকধাপ এগিয়ে থাকবে।
🟩 এইচএসসি ধাপ পেরিয়ে আরেকটি স্বপ্নের ধাপ তোমাদের জন্য অপেক্ষা করছে সেটি হলো #ভার্সিটি ও সরকারি #নার্সিং ভর্তি পরীক্ষা।
✅এই ভর্তি যুদ্ধে বিজয় অর্জন করতে দরকার তোমার কৌশলগত ও সুপরিকল্পিত পরিশ্রম এবং প্রোপার গাইডলাইন।
✅ আমাদের টিচিং মেথোট ও প্রোপার গাইডলাইনে প্রতি বছর অনেক স্টুডেন্ট দেশ সেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও সরকারি নার্সিং-এ চান্স পাচ্ছে তারই ধারাবাহিকতা ও অভিজ্ঞতায় এবারো নতুন পরিকল্পনায় ও নতুন উদ্যোমে শুরু করতে যাচ্ছে এডমিশন-২৬ ব্যাচ যেখানে ভর্তি হলে চান্স সুনিশ্চিত, ইনশাআল্লাহ।
✅এডমিশন জগতে হাইয়ার শিক্ষা পরিবারে তোমাকে স্বাগতম।
হাইয়ার- Higher Academic & Admission Coaching, Kaharol, Dinajpur.

25/08/2025

নিয়োগ বিজ্ঞপ্তি
একাদশ শ্রেণির জন্য বাংলা, ইতিহাস, ভূগোল, পৌরনীতি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ০১৭৬২৮২০১৬২

আলহামদুলিল্লাহ... শুরু হয়ে গেছে এডমিশন- ২৬ ব্যাচের ভর্তি কার্যক্রম.. ..🎗️🎗️✅শামিমা আক্তার - কাহারোল মহিলা  কলেজ।  শামিমা...
25/08/2025

আলহামদুলিল্লাহ...
শুরু হয়ে গেছে এডমিশন- ২৬ ব্যাচের ভর্তি কার্যক্রম.. ..🎗️🎗️

✅শামিমা আক্তার - কাহারোল মহিলা কলেজ।

শামিমা আক্তার তার উজ্জ্বল ভর্বিষ্যৎ বিনির্মানের জন্য বেছে নিয়েছে হাইয়ার বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং, কাহারোল,দিনাজপুর কে।

তোমাদেরকে দেশসেরা হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।স্বপ্ন পূরণে হাইয়ার কোচিং এর উপরে আস্হা রাখায় শামিমা আক্তার ও তার পরিবারকে অসংখ্য ধন্যবাদ...
কাহারোল, বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ ও আশেপাশের থানার সম্মানিত অভিভাবক ও মেধাবী শিক্ষার্থীদের কাছে স্বপ্ন পূরণের এক আস্থার নাম- #হাইয়ার (HIGHER)

নির্ধারিত আসন পূরণ হবার আগেই যোগাযোগ করুন-০১৭৬২৮২০১৬২ নম্বরে...

Address

Dinajpur

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801762820162

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাইয়ার- Higher Academic & Admission Coaching, Kaharol, Dinajpur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাইয়ার- Higher Academic & Admission Coaching, Kaharol, Dinajpur.:

Share