
07/02/2025
২নং পালশা ইউনিয়নের একমাত্র খেলার মাঠ যা চৌধুরী গোপালপুর অবস্থিত।।
এই খেলার মাঠ তরুণ যুব সমাজের বিশাল একটি অংশ মাদক মুক্ত রাখতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে।
আমি সকল প্রসাশনকে অনুরোধ করে বলছি আপনারা যতো দ্রুত সম্ভব এই জীবন্ত মাঠকে রক্ষা করে আমাদের কাছে ফিরিয়ে দিন।।
এই মাঠ আমাদের একার না এই মাঠ আমাদের ঘোড়াঘাট বাসির এই মাঠে ঘোড়াঘাট বাসির অনেক স্মৃতি জড়িয়ে আছে।।
আমি সকল তরুণ যুব সমাজকে এবং ইউনিয়নের ক্রিয়া প্রেমী জনসাধারণ কে আহবান করছি আসুন আমাদের আগামী প্রজন্মকে মাদক মুক্ত রাখতে নিজ নিজ অবস্থান থেকে এই মাঠ রক্ষা করতে এগিয়ে আসি।।
আমি সাংবাদিক ভাইদের করজোড়ে অনুরোধ করছি এই মাঠ রক্ষায় আপনারাও আপনাদের অবস্থান থেকে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে তরুণ যুব সমাজকে খেলার মাঠ টি ফিরিয়ে দিতে ভূমিকা রাখুন।।
🙏🙏🙏সকলে পোস্টটা সেয়ার করে প্রসাশনের নজরে আনুন প্লিজ🙏🙏🙏