14/06/2023
কথোপকথন ১ঃ
আমি তোদের ভাল বন্ধু, আর তোরা আমার শুধু বন্ধু।
(কতিপয় এক বন্ধু আর আমার মধ্যে কথোপকথন)
আমিঃ কিরে কেমন আছিস?
বন্ধুঃ আলহামদুলিল্লাহ তোদের দোয়ার ভালো আছি।
আমিঃ বউ, বাচ্চা, আর চাকরি নিয়ে তাহলে ভাল ব্যস্ত সময় পার করছিস।
বন্ধুঃ হ্যা, ভালো ব্যস্ত সময় যাচ্ছে। দেখিসনা, ফোন দেয়ার সময় থাকে না।
আমিঃ দোস্ত আমি সব দেখতে পারি। আল্লাহ আমাকে ভালো দেখার শক্তি দিয়েছেন।
বন্ধুঃ খুব জ্ঞানি জ্ঞানি কথা শিখেছিস। তারপর তোর খবর বল।
আমিঃ আমি বেঁচে আছি, আমার ছেলে, বউ, বাবা, মা সবাই ভালোই আছে। তাদের ভালো থাকাই আমার জন্য যথেষ্ঠ।
বন্ধুঃ এভবে বলছিস কেন? তোর ভালো না থাকার কারন কি? আমিত জানি তোর দিন ভালোই যাচ্ছে।
আমিঃ আমি একক যুদ্ধে নেমেছি। আমার যুদ্ধের সঙ্গি আমার মাথা, হাত, পা। প্রতিদিন যুদ্ধে আমি পরাজিত হই। আর একটি দিন পার হয়। পরের দিন নতুন আশায় সকাল থেকে আবার যুদ্ধে নেমে পরি। এই যুদ্ধে টিকে থাকাটাই এক প্রকার জয়।
বন্ধুঃ তুই কি আজেবাজে বকছিস? তোর মাথা কি ঠিক আছে?
আমিঃ আমি জানি তুই তোর জীবনের সব থেকে ভালো সময় পার করছিস। খোজ নিছিলি আমার? তোদের সব আবদার, চাহিদা, ভালোলাগা সব আমাকে খেয়াল রাখতে হয়। তোদের মনকে ভালো লাগানোর জন্য আমাকেই সব করতে হয়।
বন্ধুঃ তুই বন্ধু বলেই তোকে প্যারা দেই। তুই ভালো ম্যানেজার। সবকিছু ভালোভাবে করতে পারিস। তাই এসব দায়িত্ব তোকেই নিতে হয়। তুই আমাদের মধ্যে Most Efficient Person.
আমিঃ আমি Most Efficient Person বিশ্বাস করি। কারন আমি সব কিছু দেখে চুপ করে থাকতে পারি। আমার দায়িত্ব কে নিবে? আমার খারাপ লাগার কথাগুলো কাকে বলব? তোরা ঠেকে গেলে আমাকে লাগে। আর আমি ঠেকে গেলে গোটা দুনিয়ার দূর্ভিক্ষ শুরু হয়।
বন্ধুঃ সবারি সংসার আছে। সবার নিজস্ব সমস্যা, স্বপ্ন আর দূর্বলতা আছে। সব সময় সবাই পাশে থাকে না।
আমিঃ আমি সব বুঝি। সংসার আর সমাজের প্যারায় আমি PHD করেছি। উরন্ত পাখি কিভাবে মাটিতে আচরে পড়ে তার বাস্তব প্রমান আমি। কতবার প্রতিজ্ঞা করি সব কিছু ভুলে একা থাকি। কিন্তু হয়ে ওঠে না, ওই যে আমি তোদের ভালো বন্ধু। আমার জীবনের সব থেকে খারাপ সময় পার করছি। কিন্তু কাউকে কিছু বলার নাই। আমার নিজের বলতে শুধু আমি। আমার মান-অভিমানে কারো কিছু আসে যায় না।
বন্ধুঃ তুই তোর সমস্যার কথা না বললে আমরা বুঝবো কিভাবে?
আমিঃ নিজের কষ্ট অন্যের কাছে শুধু গল্প। নিজের দুর্বলতা অন্যের কাছে বলা মানে ছোট হওয়া। আমি আমার নিজের কাছেই অনেক ছোট হয়ে আছি। তাই ভয়ে কাউকে কিছু বলি না। এই জীবনে অর্জন শুধু আমার মান-সম্মানটা। এটুকু হাড়াতে চাই না।
তোরা সবাই ভালো থাক। আল্লাহ যেন খখনোই আমার পরিস্থিতি তোদের কাউকেই না দেয়।
বন্ধুঃ তোর ইগো গেল না। লাইফে কিছুই করতে পারিস নাই শুধু এগো তৈরী করেছিস নিজের মধ্যে।
আমিঃ আমি কিছু বললেই ইগো হয়ে যায়। ইগো না থাকলে মানুষের আত্নসম্মানবোধ থাকে না। আমি মনে হয় আর তোদের ভালো বন্ধু হয়ে থাকতে পারবো না। এরপর তোদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবি।
❤️