Golpo Kaka

Golpo Kaka I am a researcher, writer, teacher, and storyteller. I am here to tell my stories in Bangla.

06/05/2025

মহারাজা, মন্ত্রী ও সেনপতির মধ্যে কথা হচ্ছে রাজ্যের কিছু হট টপিক নিয়ে। এখানে কিছু গালাগালি থাকতে পারে। নিজ দায়িত্বে দেখবেন।
ধন্যবাদ

26/06/2023

ফলো দিলে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব🥰🥰🥰🥰🥰

25/06/2023

আসলেই কি এলিয়েন আছে? অনেকে বিশ্বাস করেন এলিয়েন পৃথিবীতে এসেছিল। তাহলে তারা কোথায়?
👽☣️

17/06/2023

ব্যর্থ মানুষদের পৃথিবীঃ একজন ব্যর্থ মানুষ কিভাবে বেঁচে থাকে। The life of a failure | Golpo kaka |

এই স্ক্রিপটি আমার নিজের লেখা। ভুল কিছু থাকলে ক্ষমা করে দিবেন। আমি নিজের একজন ব্যর্থ। আসেন সব ব্যর্থ মিলে মুরি খাই আর পৃথিবী দেখি।

কথোপকথন ১ঃআমি তোদের ভাল বন্ধু, আর তোরা আমার শুধু বন্ধু। (কতিপয় এক বন্ধু আর আমার মধ্যে কথোপকথন)আমিঃ কিরে কেমন আছিস? বন্ধু...
14/06/2023

কথোপকথন ১ঃ

আমি তোদের ভাল বন্ধু, আর তোরা আমার শুধু বন্ধু।
(কতিপয় এক বন্ধু আর আমার মধ্যে কথোপকথন)

আমিঃ কিরে কেমন আছিস?

বন্ধুঃ আলহামদুলিল্লাহ তোদের দোয়ার ভালো আছি।

আমিঃ বউ, বাচ্চা, আর চাকরি নিয়ে তাহলে ভাল ব্যস্ত সময় পার করছিস।

বন্ধুঃ হ্যা, ভালো ব্যস্ত সময় যাচ্ছে। দেখিসনা, ফোন দেয়ার সময় থাকে না।

আমিঃ দোস্ত আমি সব দেখতে পারি। আল্লাহ আমাকে ভালো দেখার শক্তি দিয়েছেন।

বন্ধুঃ খুব জ্ঞানি জ্ঞানি কথা শিখেছিস। তারপর তোর খবর বল।

আমিঃ আমি বেঁচে আছি, আমার ছেলে, বউ, বাবা, মা সবাই ভালোই আছে। তাদের ভালো থাকাই আমার জন্য যথেষ্ঠ।

বন্ধুঃ এভবে বলছিস কেন? তোর ভালো না থাকার কারন কি? আমিত জানি তোর দিন ভালোই যাচ্ছে।

আমিঃ আমি একক যুদ্ধে নেমেছি। আমার যুদ্ধের সঙ্গি আমার মাথা, হাত, পা। প্রতিদিন যুদ্ধে আমি পরাজিত হই। আর একটি দিন পার হয়। পরের দিন নতুন আশায় সকাল থেকে আবার যুদ্ধে নেমে পরি। এই যুদ্ধে টিকে থাকাটাই এক প্রকার জয়।

বন্ধুঃ তুই কি আজেবাজে বকছিস? তোর মাথা কি ঠিক আছে?

আমিঃ আমি জানি তুই তোর জীবনের সব থেকে ভালো সময় পার করছিস। খোজ নিছিলি আমার? তোদের সব আবদার, চাহিদা, ভালোলাগা সব আমাকে খেয়াল রাখতে হয়। তোদের মনকে ভালো লাগানোর জন্য আমাকেই সব করতে হয়।

বন্ধুঃ তুই বন্ধু বলেই তোকে প্যারা দেই। তুই ভালো ম্যানেজার। সবকিছু ভালোভাবে করতে পারিস। তাই এসব দায়িত্ব তোকেই নিতে হয়। তুই আমাদের মধ্যে Most Efficient Person.

আমিঃ আমি Most Efficient Person বিশ্বাস করি। কারন আমি সব কিছু দেখে চুপ করে থাকতে পারি। আমার দায়িত্ব কে নিবে? আমার খারাপ লাগার কথাগুলো কাকে বলব? তোরা ঠেকে গেলে আমাকে লাগে। আর আমি ঠেকে গেলে গোটা দুনিয়ার দূর্ভিক্ষ শুরু হয়।

বন্ধুঃ সবারি সংসার আছে। সবার নিজস্ব সমস্যা, স্বপ্ন আর দূর্বলতা আছে। সব সময় সবাই পাশে থাকে না।

আমিঃ আমি সব বুঝি। সংসার আর সমাজের প্যারায় আমি PHD করেছি। উরন্ত পাখি কিভাবে মাটিতে আচরে পড়ে তার বাস্তব প্রমান আমি। কতবার প্রতিজ্ঞা করি সব কিছু ভুলে একা থাকি। কিন্তু হয়ে ওঠে না, ওই যে আমি তোদের ভালো বন্ধু। আমার জীবনের সব থেকে খারাপ সময় পার করছি। কিন্তু কাউকে কিছু বলার নাই। আমার নিজের বলতে শুধু আমি। আমার মান-অভিমানে কারো কিছু আসে যায় না।

বন্ধুঃ তুই তোর সমস্যার কথা না বললে আমরা বুঝবো কিভাবে?

আমিঃ নিজের কষ্ট অন্যের কাছে শুধু গল্প। নিজের দুর্বলতা অন্যের কাছে বলা মানে ছোট হওয়া। আমি আমার নিজের কাছেই অনেক ছোট হয়ে আছি। তাই ভয়ে কাউকে কিছু বলি না। এই জীবনে অর্জন শুধু আমার মান-সম্মানটা। এটুকু হাড়াতে চাই না।
তোরা সবাই ভালো থাক। আল্লাহ যেন খখনোই আমার পরিস্থিতি তোদের কাউকেই না দেয়।

বন্ধুঃ তোর ইগো গেল না। লাইফে কিছুই করতে পারিস নাই শুধু এগো তৈরী করেছিস নিজের মধ্যে।

আমিঃ আমি কিছু বললেই ইগো হয়ে যায়। ইগো না থাকলে মানুষের আত্নসম্মানবোধ থাকে না। আমি মনে হয় আর তোদের ভালো বন্ধু হয়ে থাকতে পারবো না। এরপর তোদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবি।

❤️

13/06/2023

"হানি হরতাছে" মানে কি আর কোন জায়গার ভাষা?

11/06/2023

10 June, 1692 Salem witch trial | একটি স্মরণীয় ঘটনা | ভুল করল খাদ্য আর মরলো যাদুকররা। Golpo Kaka

এটি ইতিহাসের একটি মর্মান্তিক ঘটনা যা নিয়ে আছে নানান মতামত। আমি কয়েকটি পত্রিকা পড়ে এই ভিডিওটি বানিয়েছি। একতি Reference Link দিলাম।
https://www.britannica.com/on-this-day/June-10

#গল্পকাকা #1692

21/05/2023

"টাকা" এই শব্দটা কানে শুনলে বা চোখে দেখলে সর্ব প্রথম মাথায় কি আসে?

28/04/2023

একজন ব্যবসায়ি ও জেলের মধ্যে দারুন কথপকথন হচ্ছে। সব শেষে জেলে ব্যবসায়ি কে জীবনের আসল অর্থ শিখিয়ে দেয়। আমরা যেমন আছি তেমনি ভালো আছি।

13/04/2023

NOKIA the Old Love. নোকিয়া পুরান প্রেমিক । Golpo Kaka | Most kissed mobile phone in the world

"Nokia the old love" is a nostalgic journey down memory lane exploring the enduring love and loyalty people have for Nokia phones.

03/04/2023

28/03/2023

Untold Stories of Congo: Uncovering the Heart of Africa | A Documentary by Golpo Kaka

Congo, officially known as the Democratic Republic of Congo, is a fascinating country located in Central Africa. With its diverse wildlife, dense rainforests, and rich cultural heritage, Congo offers a unique experience for travelers and nature enthusiasts alike. In this Bangla documentary, we explore the history, geography, and culture of Congo, delving into its complex past and present-day realities. From the stunning landscapes of the Virunga Mountains to the bustling markets of Kinshasa, we discover the many faces of this beautiful country. Join us on this adventure as we uncover the hidden gems of Congo and showcase its incredible natural beauty. Keywords: Congo, Democratic Republic of Congo, Africa, Bangla documentary, travel, culture, history, wildlife, rainforest, nature, adventure, conservation, education.


Address

Fakirpara, Sadar, Rangpur
Dinajpur
5200

Telephone

+8801721385578

Website

Alerts

Be the first to know and let us send you an email when Golpo Kaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golpo Kaka:

Share