11/08/2022
🔸 Web series : The Sandman
🔸Genre : Fantasy, Drama, Superhero
🔸IMDb rating : 8.2 (Rating ওঠা নামা করতেছে)
🔸 Personal rating : 7.5
♦️ Spoiler Free
🔰 The Sandman ১৯৮৯ সালে নিল গাইমান এর লেখা এবং ডিসি কমিকস দ্বারা প্রকাশিত কমিস সিরিজ। ২০২২ সালে নেটপ্লিস ডিসির স্যান্ডম্যান কমিকস উপর নিজেদের টিভি সিরিজ তৈরি করে।
🔰 Sandman সিরিজটা ভালোই লেগেছে। সিরিজ টার cinematography দারুন ছিল। এটাকে অন্যান্য Superhero সিরিজ এর মতো ভেবে ভুল করবেন না। এটা একটা দারুন সিরিজ। সিরিজ টার death এর এক একটা Dialogue গুলো অসাধারন ছিল। Death Character টাও অনেক ভালো লাগছে।
𝐓𝐇𝐄 𝐒𝐀𝐍𝐃𝐌𝐀𝐍
I'M THE KING
OF DREAMS, RULER OF THE NIGHTMARE REALM
🔰Some information about Sandman / Dream
Sandman সিরিজের গল্প Dream কে নিয়ে যে সপ্ন ও কল্পনার রাজ্যের অধিপতি, The Dream Of Endless And The Emperor Of Dreaming । সে সপ্নের জগতকে নিয়ন্ত্রণ ও শাসন করে। সে এক অনন্তজীবি(The Endless) যে কখনো মরে না।তার একটা পরিবার আছে তারা ৭ ভাইবোন (The Family Of Endless)
তার পরিবারের সকল সদস্যরা হলো- Dream(সপ্ন), Death(মৃত্যু) ,Destiny(নিয়তি), Despair( হতাশা বা দুঃখ) , Desire(আকাঙ্ক্ষা), Delirium(প্রলাপ) and Destruction(ধ্বংস).
এদের সবার নিজের সাম্রাজ্যে আছে। সবাই তাদের সাম্রাজ্যের অধিপতি।
এরা সবাই অনন্তজীবী। সৃষ্টি প্রথম জীব যখন প্রথম শ্বাস নেয় তখন তাদের দায়িত্ব শুরু হয় ও সৃষ্টি শেষ জীব যখন শেষ নিশ্বাস নেবে তখন এদের দায়িত্ব শেষ হয়ে যাবে।
এরা ছাড়া আরেকটি রাজ্য আছে যার নাম হলো হেল। যার অধিপতির নাম হলো লুসিফার দ্যা ফেলেইন এনজেল( Lucifer: The Fallen Angel)। Lucifer এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী চরিত্র। তাকে এদুনিয়ার শয়তান বললেও ভুল হবে না। The Seven Endless থেকেও শক্তিশালী সে। আর এ চরিএ এর গুরুত্ব সিরিজটার ভবিষ্যৎতের জন্য অপরিসীম। পরবর্তী সিজনে Lucifer মনে হয় মেইন ভিলেন হবে।
🔰𝗦𝘁𝗼𝗿𝘆
সময়টা ১৯১৬ সাল WYCH CROSS, ENGLAND ,
দুইজন বৃদ্ধ লোক যাদের দুজনের সন্তান মারা গেছে। তারা তাদের সন্তানদের অনেক ভালোবাসত । তাদের মধ্যে একজন ছিল জাদু কার। তারা মিউজিয়াম থেকে একটা বই নিয়ে এসেছে যেখানে কালো জাদু সম্পর্কে লেখা আছে। এ বইটি দিয়ে তারা ডেথটকে ডাকবেন ও নিজের মৃত্য ছেলেকে ফেরত চাইবেন। কিন্তু ডেথট এর জায়গে ধরা পরে Dream । তারা dream এর কাছে তাদের মৃত সন্তান ফিরে চায়। Dream দিতে না পারায় তাকে বন্ধি করে নেওয়া হয় কালো যাদু দিয়ে। তারা Dream এর কাছ থেকে তার পোশাক, তার অস্ত্র সবকিছু কেড়ে নেয় এবং সেগুলো তাদের কাছ থেকে আরেক জন চুরি করে বিক্রি করে দেয় 😅। Dream বন্দি হওয়ায় এদিকে পৃথিবীর তে ছড়িয়ে পরে এক রোগ কেউ ঘুম থেকে আর ওঠে না আবার কেউ ঘুমাতে পারে না। ড্রেম লর্ড মোফিয়াস এখন কিভাবে সেখান থেকে মুক্ত হয় আর কিভাবে তার অস্ত্রগুলো খুঁজে বার করে এবং কীভাবে তার রাজত্ব ফিরে পায় এই নিয়ে সিরিজ।
🔰 Overall
দ্যা স্যান্ডম্যান একটি অসাধারণ সিরিজ। যার ভিএফএস, বিজিএম,গল্প অনেক ভালো। এটা একটা উনিক সিরিজ। এরকম হাই - ফেন্টাসি, হররর, ডার্ক সিরিজ খুব কমই হয়।
♦️ নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করতে গেলে কমেন্টে যুদ্ধ শুরু হতে পারে 🤧। তবুও নিচে কিছু নেগেটিভ পয়েন্ট নিয়ে লিখলাম। ঘরে একা বসে অসাধারণ বিজিএম গুলো শুনতে শুনতে দেখে ফেলুন হাইলি আর রেটেড দ্যা স্যান্ডম্যান।
LGBTQ+ 🥴
🔰 Personal Opinion :
সিরিজ ভালো ছিল কিন্তু মাঝখানে সিরিজটা একটু স্লোয় লেগেছে। অনেকে বলছে এটা এই বছরে এই পর্যন্ত রিলিজ হওয়া সবথেকে বেস্ট সিরিজ কিন্তু আপনার এটা মনে হয় না আমি এটাকে দ্বিতীয় স্থানে রাখব। সাধারণ মুভি লাভারদের সিরিজটা অনেক ভালো লাগবে। যারা মুভি সিরিজ সম্পর্কে ভালো বোঝে তাদের একটু কম ভালো লাগতে পারে। Episode 1-5 পর্যন্ত সবকিছু ঠিক ছিল । পরে যেয়ে কাহিনী বেশি ভালো লাগেনি। Episode 1-5 মে concept দেখিয়েছে সেটা দারুণ ছিল কিন্তু Episode 6-10 এ পুরো ভিন্ন concept দেখায় যেটা অতোটা ভালো লাগেনি। আমি ট্রেইলার দেখে ভেবেছিলাম সিরিজ টায় অনেক ভালো একশন সিন দেখতে পারব কিন্তু সিরিজে কোনো ধরনের একশন সিন নেই।