
16/07/2024
মাহবুবের মা এই ছবি দেখে কিভাবে সামলাবেন? 😰
ছেলেটা চবির কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী। ক্যাম্পাসের আশেপাশে থাকে। একেবারে নিরেট সহজ সরল মনের একটা ছেলে। কথা বললেই মুচকি হাসি লেগেই থাকে। এই মাহবুবকে আজ নামধারী কিছু শিক্ষার্থী (দল টল করে হয়তো) যেভাবে প্রকাশ্যে পি টি য়েছে, উফফ। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, কাটের তক্তা দিয়ে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় উপর্যুপরি আ ঘা ত করেছে (লাল টি শার্ট পরা নর পিশাচ)।
কারো ভাগের জমি চাইতে ত আসেনি তারা। তাহলে কেন এভাবে আ ঘা ত? সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে এমন নর পিশাচি আরচণের জন্য দুনিয়াতেই এগুলো অনেক ভুগবে।
ছবিটা দেখে বড়ই খারাপ লাগছে। আহ! জন্মদাত্রী জননীর কেমন লাগবে এই ছবিটা দেখে? কলিজাটা মুচড়ে উঠবে, বুকফাটা কা ন্না অভিশাপ হয়ে চলে যাবে রবের দরবারে, যেতে খুব বেশি সময় লাগবে??
©চবিয়ান