Mm masum03

Mm masum03 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mm masum03, Digital creator, Dinajpur.

16/07/2024

মাহবুবের মা এই ছবি দেখে কিভাবে সামলাবেন? 😰

ছেলেটা চবির কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী। ক্যাম্পাসের আশেপাশে থাকে। একেবারে নিরেট সহজ সরল মনের একটা ছেলে। কথা বললেই মুচকি হাসি লেগেই থাকে। এই মাহবুবকে আজ নামধারী কিছু শিক্ষার্থী (দল টল করে হয়তো) যেভাবে প্রকাশ্যে পি টি য়েছে, উফফ। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, কাটের তক্তা দিয়ে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় উপর্যুপরি আ ঘা ত করেছে (লাল টি শার্ট পরা নর পিশাচ)।

কারো ভাগের জমি চাইতে ত আসেনি তারা। তাহলে কেন এভাবে আ ঘা ত? সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে এমন নর পিশাচি আরচণের জন্য দুনিয়াতেই এগুলো অনেক ভুগবে।

ছবিটা দেখে বড়ই খারাপ লাগছে। আহ! জন্মদাত্রী জননীর কেমন লাগবে এই ছবিটা দেখে? কলিজাটা মুচড়ে উঠবে, বুকফাটা কা ন্না অভিশাপ হয়ে চলে যাবে রবের দরবারে, যেতে খুব বেশি সময় লাগবে??
©চবিয়ান

16/07/2024

কথা পরিষ্কার।
কোন সুস্থ মস্তিষ্কের বৈধ সন্তান ছাত্রলীগ করতে পারে না।

16/07/2024
16/07/2024
16/07/2024
16/07/2024
16/07/2024
11/02/2023

ChatGPT বর্তমান সময়ে টেক দুনিয়ায় আলোচিত একটি বিষয়। ChatGPT কি? ChatGPT ki?

সংক্ষেপে বলতে গেলে ChatGPT হচ্ছে মূলত AI(artificial intelligence) language model যা কিনা ট্রেইন করা হয়েছে টেক্সট জেনারেট করে প্রশ্নের উত্তর দেয়ার জন্যে। ভবিষ্যতে এই ChatGPT ইন্টারনেটের সাথে কানেক্টে করলে এবং আরো আপডেট করলে সেটা Google কেও টেক্কা দিতে পারেবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে আমরা কোনো কিছু না জানলে সেটা Google এ সার্চ করি, আর Google আমাদের সার্চকৃত বিষয়ের উপর নানারকম তথ্য দেখায়। সেখান থেকে আমাদের সঠিকটা বেছে নিতে হয়।

কিন্তু, ChatGPT ভিন্ন। এটা একরকম বলতে গেলে মানুষের মতোই প্রশ্নের উত্তর দেয়। মানে আপনি যদি ChatGPT তে কোনো প্রশ্ন করেন সেটার উত্তরটা ওরকমই পাবেন যেরকমটা ওই বিষয়ে দক্ষ মানুষের কাছে পেতেন।

ধরুন, আপনি e-Mail লিখায় অদক্ষ। এখন আপনি শুধু আপনার ক্লায়েন্টের নাম এবং বেসিক কিছু ইনফো দিয়ে ChatGPT কে একটি ফরমাল মেইল লিখতে বললেন। এটা আপনাকে সেকেন্ডের মধ্যে সুন্দর করে e-Mail লিখে দিবে।

বাকিটা নির্ভর করবে আপনার ক্রিয়েটিভিটির উপর এটা দিয়ে Article লিখা, Video স্ক্রিপ্ট তৈরি করা এছাড়াও ইত্যাদি কাজে ব্যাবহার করতে পারবেন।

🥀এই দুই টাকার চাকরি             করছেন কখনও 🙃
03/02/2023

🥀
এই দুই টাকার চাকরি
করছেন কখনও 🙃

Address

Dinajpur
@MIZANURMASUM12345

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mm masum03 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mm masum03:

Share