23/09/2025
দিনাজপুরের চ্যানেল আই টিভির চিত্র সাংবাদিক ও
টিভি ক্যামেরা জার্নালিস্টের সাধারণ সম্পাদক আরমান ভাই তিনার বাসা দিনাজপুর জেলখানা কারাগারের পশ্চিম দিকে পাহাড়পুর এলাকায় গভীর রাত নয় প্রথম রাতেই জানালার শিক কেটে বাসায় ঢুকে গয়না টাকাসহ ডাকাতি করে নিয়ে যায়।
এই বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে ।
দিনাজপুর জেলাসহ দিনাজপুর শহরে এবং গ্রামে চুরি ডাকাতি বেড়েই চলছে।
যেকোনো ঘটনায় কিছু কিছু পুলিশ নীরব ভাবে চেয়ারে বসে থাকে,কোন ঘটনার বিষয় নিউজের জন্য পুলিশের বক্তব্য নিতে গেলে পুলিশ বলেন সিভিল পোশাকে চেয়ারে বসে আছি এখন বক্তব্য দিতে পারবো না।
পুলিশের এমন বড় বড় অফিসার চেয়ারে বসে থাকে দেখতেই ভালো লাগে।
অফিসারের অফিসে কোন বিষয়ে তথ্য এবং নিউজের জন্য টিভিতে প্রচারের ক্ষেত্রে কিছু পুলিশ বক্তব্য দেওয়ার তো দূরের কথা তিনাদের সামনে চেয়ার ফাকা থাকলেও বসতে বলেনা।
এমন অফিসার দিনাজপুরে এর আগে কখনো দেখিনি এখন নতুন নতুন অফিসার এসে নিয়ম পরিবর্তন করে ফেলেছেন।
দিনাজপুরে সাধারণ পাবলিক আতঙ্কে দিন কাটাচ্ছেন, ঘরবাড়ি ছেড়ে রাতের বেলা কোথাও নিশ্চিতভাবে আত্মীয়র বাড়িতে থাকতে পারেনা,কারণ কখন কোন ধরনের ঘটনা ঘটে যায়।