Comic Joker Entertainment

Comic Joker Entertainment Follow our page "Comic Joker Entertainment" for more entertainment videos. We are uploaded daily.

03/02/2025

এর চেয়ে সুন্দর প্রপোজ আর হতে পারে না। 🤣

02/02/2025

অটোরিকশা থেকে ছিটকে পিকাপের চাকার নিচে পড়ে শিশুটি মৃত্যুবরণ করেছে😢

সন্তানের প্রাণহীন দেহ নিয়ে বাবা নিস্তব্ধ হয়ে বসে আছে😢😔💔

সাইকেল চালানো যেকোনও দেশের অর্থব্যবস্থার জন্য ক্ষতিকারক।এটা হাস্যকর মনে হলেও কিন্তু চিরসত্য যে সাইকেল চালানো ব্যক্তি দেশ...
23/01/2025

সাইকেল চালানো যেকোনও দেশের অর্থব্যবস্থার জন্য ক্ষতিকারক।

এটা হাস্যকর মনে হলেও কিন্তু চিরসত্য যে
সাইকেল চালানো ব্যক্তি দেশের জন্য একটি বিপদ।
কারণ -
■ সে গাড়ি কেনে না।
■ সে লোন নেয় না।
■ সে গাড়ির বীমা করায় না।
■ সে গাড়ির তেল কেনে না,
■ সে গাড়ির সার্ভিসিং এর খরচ করে না।
■ সে গাড়ি পার্কিং এর খরচ করে না।
■ সে মোটা হয় না।

হ্যাঁ, এটা সত্য যে, সুস্থ ব্যক্তি দেশের অর্থব্যবস্থার জন্য উপযোগী নয়, কারণ :-

■ সে ওষুধ কেনে না।
■ সে হাসপাতালে বা ডাক্তার এর কাছে যান না।
■ সে দেশের GDPতে কোনো উল্লেখযোগ্য অবদান রাখে না।

ঠিক এর বিপরীতে একটি Fast Food এর দোকান চালানো লোক, দেশে 30 জনের চাকরি তৈরি করে, কীভাবে ?

■ 10 জন Heart এর চিকিৎসক।
■ 10 জন দাঁতের চিকিৎসক।
■ 10 জন ওজন কমানোর ডায়েটিশিয়ান/ডাক্তার/ট্রেনার।

■ বিশেষ দর্শন -
যারা পায়ে হেঁটে যাতায়াত করেন, তারা তো আরও বেশি দেশের পক্ষে ক্ষতিকর,
কারণ, সে তো সাইকেলটাও কেনে না ।

Collected

এই জন্যই আমি মাংস বেশি খাই,,,,,🪶🪶🪶©
22/01/2025

এই জন্যই আমি মাংস বেশি খাই,,,,,🪶🪶🪶

©

মেয়েরা এই কষ্ট জীবনেও বুজবে না 🙂
05/01/2025

মেয়েরা এই কষ্ট জীবনেও বুজবে না 🙂

31/12/2024

Happy New Year 2025.

28/12/2024
মেয়েদের জন্য 💖
26/12/2024

মেয়েদের জন্য 💖

23/12/2024

চীনের 8D ভার্চুয়াল ট্যুর! আপনি ভুলেই যাবেন যে আপনি আসলে চেয়ারে বসে আছেন! ডাইনোসর, পাহাড়, সমূদ্রের তলদেশ সব মিলে যেনো এক রূপকথার জগৎ!

পুরুষ ক্যাঙ্গারু কেন এমন মাসেল বা বডি দেখায় চলুন জেনে নেই🙂!পুরুষ ক্যাঙ্গারুরা পেশি ফোলানো বা "মাসেল দেখানো" আসলে কোনো খে...
21/12/2024

পুরুষ ক্যাঙ্গারু কেন এমন মাসেল বা বডি দেখায় চলুন জেনে নেই🙂!

পুরুষ ক্যাঙ্গারুরা পেশি ফোলানো বা "মাসেল দেখানো" আসলে কোনো খেলা নয়, বরং তাদের বেঁচে থাকা এবং টিকে থাকার কৌশলেরই অংশ। শক্তিশালী ক্যাঙ্গারুরা নিজেদের পেশি ও শক্তি দেখিয়ে অন্য পুরুষদের চ্যালেঞ্জ করে এবং এভাবেই তারা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। বিশেষ করে প্রজনন মৌসুমে পুরুষ ক্যাঙ্গারুরা নিজেদের শক্তি প্রমাণ করতে মারামারিতে নামে। এদের এই বিশাল এবং শক্তিশালী পেশির কারণে তারা লড়াইয়ে টিকে থাকতে পারে এবং অন্যদের হারিয়ে সঙ্গীর মন জয় করে। শুধু তাই নয়, তাদের দৈহিক গঠন এমনভাবে তৈরি যে, লাফ দেওয়ার সময় বা দ্রুত ছুটতে এই পেশিগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকৃতির নিয়ম অনুযায়ী, অধিকাংশ সময়ে নারী ক্যাঙ্গারুরা শক্তিশালী পুরুষদের সঙ্গী হিসেবে বেছে নেয়, কারণ শক্তি মানেই নিরাপত্তা এবং টিকে থাকার সম্ভাবনা বেশি। তাই ক্যাঙ্গারুরা পেশি দেখায় না, বরং এটাই তাদের জীবনের স্বাভাবিক একটি অংশ।

আমাদের পুরনো দিনগুলো ❤️❤️❤️সমাজ এবং সংস্কৃতি পরিবর্তনশীল 🙃🙃ফলো করুন এই পেজ।
18/12/2024

আমাদের পুরনো দিনগুলো ❤️❤️❤️
সমাজ এবং সংস্কৃতি পরিবর্তনশীল 🙃🙃
ফলো করুন এই পেজ।

পাখি পাকা পেঁপে খায় ছাড়াও আরো অনেক বাক্য আছে!😜ঝট করে পড়ে ফ্যালো দেখিঃ---😜★ নলিনী লালনের নোলক নাকে তাল তাকে থাক কাক তাকে ...
17/12/2024

পাখি পাকা পেঁপে খায় ছাড়াও আরো অনেক বাক্য আছে!
😜ঝট করে পড়ে ফ্যালো দেখিঃ---😜

★ নলিনী লালনের নোলক নাকে তাল তাকে থাক কাক তাকে খাক।
★ লালুর লড়াই রাবড়ি লড়েন।
★ হরলালের রেলগাড়ি
★ তেলে চুল তাজা জলে চুন তাজা
★ সূঁচে সুতো ছাতে ছুঁচো
★ লারা রোড রোলারে লর্ডসে যায়
★ লালা রি লোলা রি লিলারি লালারি লু
★ কাঁচা পেঁপে পাকা পেঁপে
★ বাবলা গাছে বাঘ বসেছে
★ পাতে পটল পড়লেও পড়তে পারে।
★ পাখি পাকা পেঁপে খায়
★ বারো হাঁড়ি রাবড়ি বড়ো বাড়াবাড়ি।
★ কাঁচা গাব পাকা গাব
★ লীনা নিলো নীলা লীলা নিলো না
★ দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালিয়ে যায়
★ বাঘার বাড়ি বাবার গাড়ি
★ লরির ওপর রোলার
★ লীলা নিলি নালা নালী
★ লেনিন নিলেন লিনেন,লিনেন লেনিন নিলেন,নিলেন লেনিন লিনেন।
★ লালু লালা নিলী লিলি লীলা লীনা
★ করলার কলে বাড়ে কলেরার কলরব
★ শ্যমবাজারের শশী বাবু সকাল বেলায় সাইকেল চড়ে শশা খেতে খেতে সশরীরে স্বর্গে গেলেন।
★ পাখি কাঁপে ফাঁদে, পাপী কাঁদে ফাঁকে।
★ এক আনায় আনা যায় কত আনারস।
★ মালির মাথায় মালার ডালা, মালার হাতে মালির মালা।
★ রণে রানী লড়ে, লনে নারী নড়ে।
★ মাসি মারে মশা, মেসো মারে মাছি।
★ অস্ট্র উষ্ট্রের সাথে অষ্ট অশ্ব।
★ চাচী তুমি চাঁছা চটা চেঁছ না আচাঁছা চটা চেঁছ।
★ লাল ল্যানোলিন, নীল ল্যানোলিন।
★ নেরু রেনুর কান টানে,রেনু নেরুর নাক টানে।
★ টাকে কাক, তাকে কাপ।
★ মিতা আটা হাতে আতা কাটে।
★ গাছ কাটা কাটা খাঁজ, খাঁজ কাটা কাটা গাছ।
★ মনাকে মনার মা মানা করেছে,মনা মায়ের মানা না শুনে চলে গেছে।
★ চল চপলার চকিত চরণে করিছে চরণ বিচরণ।
★ কত না জনতা জানালো যতনে যতনে।
★ কালুদের কুচকুচে কালো কুকুর কাল কচুরিতে কামড় দিয়েছিল।
★ টিপুর টুপি টুপুর টাকে, টুপুর টাকা টিপুর ট্যাঁকে।
★ উৎকটকটমহাশঙ্করকিটকিটাম্বররায়চৌধুরী
★ চারুচন্দ্র চক্রবর্তী চটি জুতো চরণে জড়ায়ে চট্টগ্রাম চলে গেছে।
★ পাঁক পুকুরের পশ্চিম পাড়ের পাঁচু পাইন পাঁচটি পুলিশ কে পটিয়ে পাঁচটি পাইপ পুঁতিল।
★ হেলিকপ্টারের প্রোপ্রাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটলপ্রাপ্ত।
★ গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়।
★ কাকেরা কা কা করিয়া কাকে কাকা কইছে?
★ রুলারে লড়াই।
★ রোমা রল্যা লেড় খায়।
★কাচা গাব পাকা গাব।
★পামেলা পাল প্লেনে পানামা পালালো।
★ডাবা গোরায় বাঘা নাচে।
★বাবলা গাছে বাঘ ঝুলেছে।
★লালু রেলে নাড়ু বিক্রি করে।
★জলে চুন তাজা‌।
★কাঁচা কুঞ্চি কেটে কাকি কুত্তারে পিটায়।
★শ্যামবাজারের শশীবাবু শশা খেয়ে শ শরীরে স্বর্গে গেছেন।
゚ ゚

মানুষের নজর যে সত্যি লাগে এইটার কিছু কাহিনী শুনাই চলেন -১. একসময় কোমড় সমান ঘন কোঁকড়া চুল ছিলো। দুইটা বেনী করলে মনে হইতো...
17/12/2024

মানুষের নজর যে সত্যি লাগে এইটার কিছু কাহিনী শুনাই চলেন -

১. একসময় কোমড় সমান ঘন কোঁকড়া চুল ছিলো। দুইটা বেনী করলে মনে হইতো মোটা মোটা সা/প। একবার এক খালাম্মা আমার চুল ধরে জোরে টেনে বলে," বাবাগো কি মোটা চুল!" ঐযে পড়া শুরু হইলো আর থামলো না। এখনো পড়তেই আছে। মাথায় যতটুকু চুল আছে সেইটা শুধু একটু যত্ন নেই বলে।

২. আম্মাকে নিয়ে পোস্ট করলেই কোনো না কোনো বিষয়ে আম্মার সাথে সম্পর্ক খারাপ হইতো। ২/৩ দিন কথা হইতো না। একবার আম্মার একটা স্ক্রিনশট দিয়ে কি জানি লিখসিলাম। এরপর টানা ৬দিন আমার সাথে আম্মার কিছু ঠিক ছিল না।

৩. আমার স্কিন আল্লাহর রহমতে স্পট নাই৷ একবার একজন এক্কেবারে স্কিনে হাত বুলায় বলে বাবাগো তোমার স্কিন কি সুন্দর। এখন পর্যন্ত স্কিনে কি পরিমান ইস্যু হচ্ছে বলতে পারবো না। বাম্পস, ব্রেকাউট কিচ্ছু বাকি নাই।

৪. পড়াশুনায় মনোযোগী হয়ে লাইব্রেরিতে থাকতাম। একজন বললো, ওয়াও, কিভাবে ম্যানেজ করো! এরপর থেকে এই অব্দি মনোযোগ আনতে পারতেসি না।

৫. শাড়ির অবসেশন নিয়ে মানুষ এত কথা শুনাইসে! এখন শাড়ি পরতে মন চায় না। তাও জোর করে পরি।

৬. অফিসে ২/৩ দিন ভালো গেলেই এক কলিগ এমনভাবে বলে যে, আপনাকে তো স্যার চোখে হারায়! এরপরই কিছু না কিছু শুনাবেই। কিছু না কিছু হবেই। কোনো না কোনো কাজের জন্য আমাকে স্যারের কাছে বকা খেতেই হবে।

৭. আগে এই ২হাত দিয়েই সব ম্যানেজ করসি। এক্কেবারে সব। বাসা, অফিস, বিজনেস, পড়াশুনা, গান, শখ, প্রেম সব। প্রায় অনেকেই বলতো ভাই, তুমি কেমনে পারো! এখন? এখন একটা করলেই হয়রান লাগে।

৮. একবার এক বান্ধুবীর সামনে দাঁড়ায় প্যানকেক বানাচ্ছিলাম। ও এমনভাবে বলসে সুন্দর হইসে যে এরপর থেকে আর প্যানকেক হয় না আমার হাতে।

৯. মাঝে দিয়ে কয়েকদিন শাড়ি পরে ছবি দিসিলাম খুব। এরপর এমন বিছানায় পড়সি আর উঠতেই পারিনা। সারাদিন চেহারায় ক্লান্তি আর ক্লান্তি। অথচ বসেই থাকি বেশিরভাগ সময়।

অনেকে হয়তো ইচ্ছা করে দেয় না নজর। কিন্তু এইযে কথার আগে ওয়াও, আয়হায়, বাবাগো, মাগো বললে নজর লেগেই যায়। আরেকজনের কিছু ভালো লাগলে মাশাআল্লাহ বলবেন প্লিজ। আপনার জন্য সেই মানুষটার সুন্দর সময়, কাজ যাতে ভেস্তে না যায় এইটা মাথায় রাইখেন।

নোবেল না পাওয়া কিছু দূর্লভ কাজ🥇🚫
15/12/2024

নোবেল না পাওয়া কিছু দূর্লভ কাজ🥇🚫

ভোরবেলা স্ত্রীকে জাগিয়ে স্বামী জিজ্ঞেস করলঃ স্বামীঃ হ্যাঁগো, তুমি কি আমার সাথে যোগ ব্যায়াম করবে?😊 স্ত্রীঃ ও, তুমি আমাকে...
13/12/2024

ভোরবেলা স্ত্রীকে জাগিয়ে স্বামী জিজ্ঞেস করলঃ

স্বামীঃ হ্যাঁগো, তুমি কি আমার সাথে যোগ ব্যায়াম করবে?😊
স্ত্রীঃ ও, তুমি আমাকে খুব মোটা ভাবো তাইনা?😠

স্বামীঃ না..না, ব্যায়াম তো শরীরের জন্য ভালো...😊
স্ত্রীঃ ও তাহলে আমার শরীর বুঝি খারাপ...😒

স্বামীঃ না...না! আচ্ছা তুমি যখন উঠতে চাওনা তবে থাক...😊
স্ত্রীঃ ও, এবার তুমি বলছো আমি কুঁড়ে?😠

স্বামীঃ ওহো...তুমি আমায় বুঝতে পারছো না!😖
স্ত্রীঃ ও, আমি তো অবুঝ?😒

স্বামীঃ আমি তা বলিনি!🐸
স্ত্রীঃ তাহলে কি আমি মিথ্যুক?😠

স্বামীঃ সাজ সকালে ঝগড়া কোরো না প্লীজ...🙁
স্ত্রীঃ হ্যাঁ, আমি তো ঝগড়ুটে। সকাল থেকেই ঝগড়া করি...😒

স্বামীঃ ঠিক আছে, তাহলে আমিই যাবনা যোগ ব্যায়াম করতে...😐
স্ত্রীঃ দেখছো, ইচ্ছে তোমার নেই, আমার ওপর দোষ চাপাচ্ছো...😒

স্বামীঃ ঠিক আছে বাবা ঘুমাও তুমি, আমি একাই চললাম...😑
স্ত্রীঃ তুমি তো সব সময় একা একাই ঘুরো আর ফুর্তি কর...😒

স্বামীঃ উফফ, থাক এবার। আমার শরীর খারাপ লাগছে...😖
স্ত্রীঃ দেখেছো, কি স্বার্থপর তুমি।খালি নিজের চিন্তা করো,
আমার শরীর স্বাস্থ্যের কথা কখনো ভাবো? 😒

স্বামী বেচারা আজ তিনদিন বসে বসে ভাবছে ;কোথায় কি ভুল বললাম?
এভাবে বসে আছে দেখে স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করেঃ
স্ত্রীঃ তিনদিন ধরে দেখছি ঝিম মেরে আছ।
কাকে নিয়ে চিন্তা কর?কার রঙ ধরছে মনে?

এই হল বিবাহিত পুরুষদের শাঁখের করাতের দশা।
( তবে সব বউরাই কিন্তু এমন ঝগড়াটে না 🥴)
🤣😂😅😄😁

12/12/2024

বিয়ের পর ১ম শ্বশুর বাড়ি গেলে যা ঘটে....

অসাধারণ।
08/12/2024

অসাধারণ।

Address

Dhaka
Dinajpur
5260

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comic Joker Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share