Pechal Bangla

Pechal Bangla পেইজটি লাইক, শেয়ার করে পাশে থাকবেন

01/03/2025

হাতে মেখে বানানো মজাদার আলু-টমেটো-ছোট মাছের চচ্চড়ি! ভাতের সাথে জমে যাবে অসাধারণ! 🍛🔥

#চচ্চড়ি #বাংলারস্বাদ #দেশিরেসিপি #গ্রাম্যখাবার #বাংলাররান্না #হাতেমেখেরান্না #মজাদারখাবার #ছোটমাছ #টমেটোআলুচচ্চড়ি #ভোজনরসিক #স্বাদেবাংলা #রান্নাবান্না #ট্রেডিশনালফুড #বাঙালিরস্বাদ #বাঙালিরপছন্দ #রান্নারশিল্প #হেলথিফুড #ফিশকারি #হোমমেডফুড #ফুডলাভ #ফুডস্টাইল #রান্নাঘর #খাদ্যসংস্কৃতি

01/03/2025

শেষ বিকেলের আলোয় পুরোনো স্মৃতির ছায়া… কি হতো যদি সময়টা একটু অন্যরকম চলত?

#শেষ_বিকেলের_চিঠি #ভালোবাসার_অপূর্ণতা #নষ্টালজিয়া #পুরোনো_স্মৃতি #বিচ্ছেদ

27/02/2025

🔥 "আলু, টমেটো আর মাছের অসাধারণ গ্রামীণ রান্না! 🍛"

টমেটোর টক, মাছের স্বাদ আর আলুর মোলায়েমতা – একসাথে তৈরি হচ্ছে এক অসাধারণ দেশি রান্না! 😋👌
গ্রামের সহজ উপকরণে দারুণ মজার একটা পদ! আপনারা কি এই রেসিপি ট্রাই করবেন? কমেন্টে জানান! 💬

#গ্রামীণরান্না #মাছেররান্না #আলুটমেটোররান্না #দেশীস্বাদ #মাটিরচুলারস্বাদ #বাংলারস্বাদ #গৃহস্থালীরান্না #শাহীরান্না

22/02/2025

মাংস ছাড়াও অসাধারণ স্বাদের বিরিয়ানি! একবার খেলে বারবার খেতে মন চাইবে। সহজ উপায়ে ঘরেই তৈরি করুন এই লোভনীয় ডিশটি। আপনি কি রেডি নতুন স্বাদের জন্য?

#ভেজবিরিয়ানি #স্বাদেওভিন্নতা #সহজরেসিপি #বিরিয়ানিপ্রেমী #হেলদিফুড #রান্নাঘরেরকাহিনী #বাঙালিররান্না #ঘরোয়ারেসিপি

20/02/2025

স্বাদে ভরপুর – আলু দিয়ে লাউ শাকের ঘাঁটি!" 😋✨
সুন্দর স্বাদ আর পুষ্টিগুণে ভরপুর এই সহজ অথচ মুখরোচক পদটি উত্তরবঙ্গের খাবারের তালিকায় একটি জনপ্রিয় নাম। লাউ শাকের সবুজ আর আলুর নরম স্বাদের মিশেলে একেবারে ঘরের স্বাদ! 🍲💚

🍛 একবার ট্রাই করুন আর ভাগ করে নিন মায়ের হাতের স্বাদের অনুভূতি! 😄

#উত্তরবঙ্গেরস্বাদ #লাউশাকেরঘাঁটি #গ্রামবাংলারখাবার

22/12/2024

পিটিয়ে মারা হয়েছিল ইসলামের তৃতীয় খলিফা কোরআন সংকলক, স্বয়ং নবীর দুই মেয়ের জামাই হজরত উসমান রা. কে। তাঁর বিরুদ্ধেও অভিযোগ ছিল, তিনি কুরআনের আইন অনুযায়ী খিলাফত চালাতে পারছেন না। অথচ আজকে যে কোরআন পড়ি,তার সংকলক তিনি। হত্যার ৪০ দিন আগ অবধি তাঁকে অবরুদ্ধ রাখা হয় সপরিবারে। জুমআর নামাজ পড়ার অনুমতিও দেয়া হয়নি তাকে। অথচ এই যে নামাজের ঘর মসজিদে নববী যেটি তার সমস্ত সম্পত্তি দানের উপর কেনা হয়েছিল রাসূলের সময়ে।

একটা অন্ধকার কক্ষে বন্দী থাকতে হয়েছিল এমন এক সাহাবীকে যাকে স্বয়ং আল্লাহর রাসূল উপাধি দিয়েছিলেন- জুন্নুরাইন বা দুই আলোর মালিক। নবী দুই কন্যাকে তাঁর কাছে বিয়ে দেয়ার কারণে।

তাঁকে পাহারা দিচ্ছিলেন রাসূলের দুই নাতি ইমাম হাসান রা. ও ইমাম হোসেন রা.। গোপনে পানি এনে দিতেন রাসূলের আরেক মেয়ের জামাই হজরত আলী রা.। অথচ এই উত্তেজিত জনতার দাবী ছিল- রাসূলের শান থেকে বিচ্যুতি আর আল্লাহর আইন অনুযায়ী চলতে না পারার ব্যর্থতাই খলিফাকে পিটিয়ে মারার ঔচিত্য দেয়! তাঁকে বাঁচাতে গিয়ে হাতের আংগুল কেটে ফেলেন খলিফার স্ত্রী নায়েলা। আর কোরআন পাঠরত খলিফা ওসমান রা. কে মেরে ফেলা হয় কোরআনের অবমাননার অপরাধে।

কারা মারে? এই ইসলামের হেফাজতকারী নামধারীগণ।

এই উত্তেজিত ইসলামের হেফাজতিরা কোরআন সংকলকের চেয়েও বড় কোরআন রক্ষাকারী, নবীর মেয়ের জামাই ও দৌহিত্রদের চাইতেও বড় নবীপ্রেমিক, আশারা মুবাশশরা বা নবীর পবিত্র জবানে বেহেশতের সুসংবাদ পাওয়া সাহাবী উসমানের চেয়েও আল্লাহর দ্বীন বেশী বুঝা।

যারা খলিফাকে মেরেছিল তারাও নামাজ পড়েই এসেছিল। তারাও কোরআনের হাফেজ ছিল। বিভিন্ন যুদ্ধে বীরত্বের পুরস্কারপ্রাপ্ত ছিল। কিন্তু তাদের সামনে ধর্ম - ধর্ম থাকে না, ক্ষোভ, ক্রোধ আর পৈশাচিকতা তাদের উপর ভর করে। এজন্যই কোরআন পাঠরত খলিফা উসমান রা. কে পিটিয়ে মারতেও তারা দ্বিধা বোধ করে নাই।

আমর বিন হামক উত্তেজিত তৌহিদি জনতার একজন খলীফা উসমান রা. এঁর নিস্তেজ মৃত বুকে নয়বার তরবারি দিয়ে আঘাত করেছিল। আর বলছিল, এই তিনটি আঘাত আল্লাহর জন্য। আর শেষের ছয়টি আমার মনের ক্ষোভ। উত্তেজিত তৌহিদি ইসলাম রক্ষাকারীদের ক্ষোভের সমীকরণ এটাই।

সংগৃহীত

বাংলাদেশের ১০ টাকার কয়েন।
17/12/2024

বাংলাদেশের ১০ টাকার কয়েন।

প্রায় পৌনে ৩ ঘন্টা সেসনা ১৭২ ( CESNA 172) বিমান চালিয়ে আমেরিকার আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকেন পাইলট ফাহিম চৌধুরী ❤️🇧🇩
16/12/2024

প্রায় পৌনে ৩ ঘন্টা সেসনা ১৭২ ( CESNA 172) বিমান চালিয়ে আমেরিকার আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকেন পাইলট ফাহিম চৌধুরী ❤️🇧🇩

এই ছবিটি ইন্টারনেটে খুবই পরিচিত একটি "দ্য ড্রেস" নামে বিতর্কিত ছবি। এটি একজনের দৃষ্টিকোণ অনুযায়ী নীল এবং কালো, আবার অন্য...
10/12/2024

এই ছবিটি ইন্টারনেটে খুবই পরিচিত একটি "দ্য ড্রেস" নামে বিতর্কিত ছবি। এটি একজনের দৃষ্টিকোণ অনুযায়ী নীল এবং কালো, আবার অন্য একজনের দৃষ্টিতে সাদা এবং সোনালি রং হিসেবে দেখা যায়।

আপনার চোখে এটি কোন রং হিসেবে দেখা যাচ্ছে?

ইমাম মাহাদী (আ.) আত্মপ্রকাশের আগে সি*রি*য়া*য় সু*ফি*য়া*নি*র উত্থান হবে। এই ঘটনা বাস্তবায়ন হতে হলে সি*রি*য়া*র বর্তমান শাসক...
10/12/2024

ইমাম মাহাদী (আ.) আত্মপ্রকাশের আগে সি*রি*য়া*য় সু*ফি*য়া*নি*র উত্থান হবে। এই ঘটনা বাস্তবায়ন হতে হলে সি*রি*য়া*র বর্তমান শাসকের (বা*শা*র) পতন অত্যাবশ্যক। এখন সু*ফি*য়া*নি*র উত্থানের জন্য যথাযথ পরিবেশ তৈরি হয়েছে।

কি*তা*ব আ*ল ফি*তা*নের একটি হা*দিস ইঙ্গিত করে, ইমাম মাহাদী (আ.) ২০২৮ সালে আত্মপ্রকাশ করবেন। তু*র*স্ক*র সা*ম্রা*জ্যের পতনের (১৯২৪ সাল) ১০৪ বছর পর ইমাম মাহাদীকে ঘিরে মানুষ একত্রিত হবে। সৌ*র*বর্ষের হিসাব অনুযায়ী এই সময় নির্ধারিত হয়।

ইমাম মাহাদী (আ.) আত্মপ্রকাশের আগে তৃতীয় বি*শ্ব*যু*দ্ধ এবং গা*জো*ওয়া*তু*ল হি*ন্দ সংঘটিত হবে। এই যু*দ্ধে ও ম*হা*মা*রি*তে পৃথিবীর দুই-তৃতীয়াংশ মানুষ মা*রা যাবে। হা*দিসে এই ঘটনাকে "লাল মৃ*ত্যু" (যু*দ্ধ) এবং "শ্বে*ত মৃ*ত্যু" (ম*হা*মা*রি) বলা হয়েছে। পা*র্মা*ণবি*ক বো*মার আঘাতে প্রযুক্তি নষ্ট হয়ে যাবে। হা*দিসে এই আঘাতকে "বজ্রা*ঘা*ত" নামে উল্লেখ করা হয়েছে।

একটি বর্ণনা অনুসারে, পা*র্মা*ণবি*ক আঘাতে পা*কি*স্তা*নের পতন হবে এবং এটি ঘটাবে ভা*র*ত। অন্যদিকে, ভা*র*তের পতন হবে তি*ব্ব*তের দিক থেকে (চী*নের আ*ক্র*মণে)।

# # # পাঁচ শাসকের ভূমিকা
হা*দিস অনুসারে, তৃতীয় বি*শ্ব*যু*দ্ধ ও গা*জো*ওয়া*তু*ল হি*ন্দ সংঘটিত করার জন্য পাঁচজন শাসক দায়ী থাকবে।
১. একজন হবে ন*বী*র দেশের শাসক, যার নামের সঙ্গে "মু*হা*ম্ম*দ" থাকবে। তিনি ই*হু*দি-না*সা*রা*দের সঙ্গে বন্ধুত্ব করে ইস*লা*মকে অবজ্ঞার পাত্র বানাবেন।
২. আরেকজন হবে না*সা*রা*দের নেতা, যিনি পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করবেন (আ*মে*রি*কার প্রে*সি*ডে*ন্ট)।
৩. বাকি তিনজন থাকবে হি*ন্দু*স্তা*নে।
- একজন মু*সলি*মদের বিরুদ্ধে ষ*ড়য*ন্ত্র করবেন।
- আরেকজন মু*সলি*ম হ*ত্যা*য় উ*ন্মত্ত হয়ে উঠবেন।
- তৃতীয়জন হি*ন্দু*স্তা*নের একটি মু*সলি*ম অঞ্চলের না*রী শাসক হবেন, তবে তার কার্যক্রম না*স্তি*ক ও কু*ফরি*দের পক্ষে থাকবে।

এই ষ*ড়য*ন্ত্রের অবসান ঘটাবে এক "দুর্বল বা*লক" যিনি দুর্বার প্রতিরোধ গড়ে তুলবেন।

# # # শাহ নি*য়া*মু*তু*ল্লা*হর কা*সি*দা
শাহ নি*য়া*মু*তু*ল্লা*হর কা*সি*দার ভবিষ্যদ্বাণীগুলো ঐতিহাসিকভাবে সত্য বলে প্রমাণিত। এই কা*সি*দায় বলা হয়েছে, গা*জো*ওয়া*তু*ল হি*ন্দের নেতার নামের প্রথম অক্ষর "শী*ন" এবং শেষ অক্ষর "নু*ন" হবে। যু*দ্ধে মু*সলি*মরা নি*র্যা*তি*ত হলেও বিজয় তাদেরই হবে।

# # # করণীয়
ইমাম মাহাদীর আগমন এবং শেষ যা*মা*না*র ঘটনাগুলোর জন্য প্রস্তুতি নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পাঁচ ওয়াক্ত না*মা*জ আদায় করা, ভালো আ*মল করা, এবং আ*ল্লা*হর পথে অটল থাকা জরুরি।

*আসুন, আমরা ঈমান মজবুত করি এবং শেষ যা*মা*নার পরীক্ষার জন্য প্রস্তুত হই।*

**জাপানিদের জীবনধারণের দর্শন: এক অনন্য উদাহরণ**  জাপানিদের জীবনধারণ পৃথিবীর অন্যান্য অনেক জাতির থেকে ভিন্ন। তারা নিজেদের...
10/12/2024

**জাপানিদের জীবনধারণের দর্শন: এক অনন্য উদাহরণ**

জাপানিদের জীবনধারণ পৃথিবীর অন্যান্য অনেক জাতির থেকে ভিন্ন। তারা নিজেদের বর্তমান জীবনকে প্রাধান্য দেয়, ভবিষ্যতের বিলাসবহুল স্বপ্নে মগ্ন না থেকে।

- **পরিশ্রমের প্রতি ভালোবাসা:**
জাপানিরা শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে পরিশ্রমকে প্রাধান্য দেয়। তারা মনে করে অলস বসে থাকলে শরীর ও মন দুটোই দ্রুত দুর্বল হয়ে যায়।

- **অপচয়ের প্রতি অনীহা:**
প্রয়োজন ছাড়া একটি পয়সাও খরচ করতে তারা রাজি নয়। একটি জুতা যতদিন না পুরোপুরি নষ্ট হয়, ততদিন সেটাই ব্যবহার করে। ঘরের বাতি এমনকি অপ্রয়োজনীয় জিনিসেও বিদ্যুৎ খরচ তারা একেবারেই অপছন্দ করে।

- **বিলাসিতায় না ভাসা:**
জাপানিদের গাড়ি ব্যবহারে বিলাসিতা নেই। তারা ছোট গাড়ি ব্যবহার করে, যেগুলো কম তেল খরচ করে, কম জায়গা নেয়, এবং ট্যাক্সও কম দিতে হয়।

- **সামাজিক সম্পর্ক:**
জাপানিরা অন্যের ব্যক্তিগত সময়কে সম্মান করে। কারো বাসায় যাওয়ার আগে কমপক্ষে এক সপ্তাহ আগে অনুমতি নেয়। ভিজিটের সময় খুব সামান্য কিছু উপহার নিয়ে যায়, যেমন একটি আপেল বা অল্প পরিমাণে আঙ্গুর।

- **বৃদ্ধ বয়সের জীবন:**
জাপানিরা বৃদ্ধ বয়সে সন্তানদের উপর নির্ভরশীল হতে চায় না। তারা নিজেরা সঞ্চিত অর্থ এবং সরকারের দেওয়া ভাতা দিয়ে চলে।

- **স্বল্প চাহিদার জীবন:**
তাদের চাহিদা সাধারণত ভালো খাবারের মধ্যেই সীমাবদ্ধ। বাড়তি বাড়ি, গাড়ি বা অপ্রয়োজনীয় সম্পত্তি অর্জনে তারা আগ্রহী নয়।

এই অনন্য জীবনদর্শন আমাদের শেখায় যে অতিরিক্ত চাহিদা আমাদের জীবনকে কঠিন করে তোলে। জীবনকে সরল রাখা এবং প্রয়োজন অনুযায়ী খরচ করার মধ্যেই প্রকৃত সুখ লুকিয়ে আছে।

প্রথম দেখায় মনে হবে এইটা কোন হরর মুভির দৃশ্য কিন্তু না এইটা সিরিয়ার আয়নাঘরের বন্দীর দৃশ্য 😭সংগৃহীত!
10/12/2024

প্রথম দেখায় মনে হবে এইটা কোন হরর মুভির দৃশ্য
কিন্তু না এইটা সিরিয়ার আয়নাঘরের বন্দীর দৃশ্য
😭

সংগৃহীত!

Address

Dinajpur
5220

Alerts

Be the first to know and let us send you an email when Pechal Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share