
07/09/2025
আমার ছেলে নাহিয়ান ওর দাদির সাথে বেড়াতে গেছে ওর দাদা ভাইয়ের বাসায় মানে আমার শাশুড়ির ভাই আজকে প্রায় ১০ দিন হয়ে গেল ওদের যাওয়া আজকে ওদের বাসার সামনেই এই ছবিটা মাটিতে আটছে হাত দিয়ে তারপর ওর দাদা ভাইকে বলতেছে যে দাদা ভাই আসো দেখে যাও আমি আমার আম্মু আমার বাবা আর নুসাইবার ছবি আকছি ছোট মানুষ তারপরও সে তার অনুভূতিটা প্রকাশ করছে। কিন্তু আমরা বড় রা অনেকেই আছি যারা অনুভূতিগুলো প্রকাশ করতে পারি না ও ও হয়তোবা বাবা-মা তোর বোন সবাইকে অনেক মিস করতেছে কিন্তু বুঝাইতে পারতেছে না তাই সে ছবি এঁকে প্রকাশ করেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ❤️❤️❤️