25/06/2023
👉প্রফেশনাল ফ্রিল্যান্সিং গ্রাফিক টি-শার্ট ডিজাইন এর প্রথম তম ব্যাচ এ ভর্তি চলছে। আপনি গ্রাফিক টি-শার্ট ডিজাইন সম্পর্কে কিছু না জানলেও এই কোর্স শেষে গ্রাফিক টি-শার্ট ডিজাইন সার্ভিস দিতে পারবেন🔥
👉ক্রিয়েটিভ টিশার্ট ডিজাইনার হয়ে ফ্রীলান্সিং, প্রিন্ট-অন-ডিমান্ডের বিভিন্ন প্লাটফর্ম, Microstock সাইটগুলোতে প্যাসিভ ইনকাম করা খুবই সহজ, যদি কিনা টিশার্ট ডিজাইনের উপর আপনার এডভান্স স্কিল থাকে। আসলে Google, YouTube-এর ফ্রি রিসোর্স থেকে আপনি বেসিক ডিজাইন শিখতে পারলেও, প্রতিটা টুলসের সঠিক ব্যাবহার জেনে এডভান্স লেভেলের ডিজাইন করা সম্ভব না।🔥
👉আর তাই ৪ মাস এই দীর্ঘ কোর্সে টিশার্ট ডিজাইনের বেসিক টু আডভান্স সব কিছু স্টেপ-বাই-স্টেপ শিখানোর পাশাপাশি, আপনার ডিজাইন ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে শেয়ার করা হবে ৬০০ ডলার মূল্যের প্রিমিয়াম ডিজাইন রিসোর্স। এছাড়া কোর্স এনরোল করা স্টুডেন্টদের জন্য থাকবে প্রাইভেট ফেইসবুক গ্রুপ। যেখানে কোর্স ইন্সট্রাক্টর আপনাদের কাজের প্রোগ্রেস দেখবে এবং সমস্যায় পড়লে সাপোর্টও গ্রুপে সব সময় পাবেন।🔥
👉টি শার্ট ডিজাইন করে বিভিন্ন রকমের microstock সাইট, অ্যাক্টিভ মার্কেটপ্লেস, অফলাইন মার্কেটপ্লেস এবং অ্যামাজনেও টি শার্ট ডিজাইন করে আয় করা সম্ভব। অনলাইনে বড় বড় মার্কেটপ্লেসগুলোতে চোখ বুলালেই দেখতে পারবেন তারা শুধু তাদের অ্যামাজন স্টোরে ডিজাইন আপলোড দেওয়ার জন্য টি শার্ট ডিজাইনার দিয়ে ডিজাইন করিয়ে নেয় এবং এই ডিজাইনগুলোর জন্য তারা তাদের ডিজাইনার কে ভালো অংকের টাকা পেমেন্ট করে।শুধু টি শার্ট ডিজাইন করতে জানলেই হবে এমনটা না।আপনাকে কোয়ালিটি ফুল ডিজাইনার হতে হবে বড় বড় মার্কেটপ্লেসে ওইসব ডিজাইনারাই কাজ পায় যাদের কাজ খুবই কোয়ালিটি ফুল। তাই আমরা এই কোর্সে কোয়ালিটি ফুল সব লেসনের মাধ্যমে টি-শার্ট ডিজাইন করা শেখাবো।আবার বিভিন্ন দেশ বিভিন্ন ট্রেন্ডের উপর ভিত্তি করে ভিন্ন টি শার্ট পরিধান করে। যার কারণে আমরা এই কোর্সটিতে বিভিন্ন রকমের ক্যাটাগরি ডিজাইন শেখাবো এবং সম্পূর্ণ এলিমেন্ট নিজেই ক্রিয়েট করে দেখাবো। তাছাড়া ডিজাইন করা থেকে শুরু করে বিভিন্ন সাইট থেকে রিসোর্স নিয়ে ডিজাইন করা শেখাবো।🔥
👉আর মজার বিষয় হলো টি শার্ট ডিজাইন শিখে আপনি চাইলে একজন উদ্যোক্তা হতে পারবেন। অথবা নিজের ডিজাইন বিভিন্ন রকমের মার্কেটপ্লেসে সেল এবং ম্যানুফ্যাকচারিং করার মাধ্যমেও অর্থ উপার্জন করতে পারবেন। বাংলাদেশের প্রেক্ষিতে নিজেই চাইলে বিজনেস করতে পারেন ডিজাইনকৃত টি-শার্টের মাধ্যমে, তাছাড়া উন্নত মানের ডিজাইন করে তা বিভিন্ন রকম মার্কেটপ্লেসে আপলোড করে আপলোড করার মাধ্যমে প্যাসিভ ইনকাম করার অপার সম্ভাবনা আছে এই সেক্টরএ। সুতরাং বুঝতেই পারছেন টি শার্ট ডিজাইনের অ্যাডভান্স স্কিল গুলো একবার আয়ত্ত করতে পারলে আপনার ইনকামের অনেক দরজা খুলে যাবে।🔥
🔶কি কি থাকছে আমাদের স্পেশাল গ্রাফিক টি-শার্ট ডিজাইনের কোর্সটিতে:
✅ প্রোফেশনাল টি-শার্ট ডিজাইনিং ( Basic To Advance )
✅লগো ডিজাইন - যে লোগো গুলো সর্বোচ্চ সেল পাওয়া ও সামনে সেল আসবে এরকম।
✅টি-শার্ট ডিজাইন এর টিপস এন্ড ট্রিক্স (রেকর্ডলেস)
✅মাইক্রোস্টোক A-Z (passive income)
✅ POD- প্রিন্ট অন ডিমান্ড
✅ফাইবার একাউন্ট তৈরি ফাইভারে কিভাবে গিগ সেট করলে ভালো ইম্প্রেশন ও ক্লিক তথা অর্ডার পাবেন ফাইভারের থাম্বনেইল ইমেজ এর উপর স্পেশাল ক্লাস, এটা ক্যাচি হয় না দেখেই ক্লিক/সেল কম আসে
✅বিহ্যান্স ও ব্লগারে পোর্টফলিও ও সেলফ ব্র্যান্ডিং
✅ক্লাস সপ্তাহে ৩দিন হবে,
✅আপনি গ্রাফিক ডিজাইনের কিছু না জানলেও এনরোল করতে পারবেন কারণ আমি ইলস্ট্রেটর ইন্সটলমেন্ট থেকে ক্লাস নেই ফাইভার মেইন ফোকাসিং মার্কেটপ্লেস এর সাথে ফ্রিল্যান্সার ডট কম এ কন্টেস্ট ফিল্টারিং, কন্টেস্ট এ এন্ট্রি ও উইনিং এর উপর বিশেষ গুরুত্ব এই কোর্স আপনি পাচ্ছেন
✅ ৬০০$ এর সমমূল্যের প্রিমিয়াম ডিজাইন রিসোর্স যা দিয়ে আপনি অনেক সহজেই ডিজাইন করতে পারবেন।
✅এই ব্যাচে একদম ০ লেভেল থেকে মার্কেটপ্লেস পর্যন্ত ক্লাস হবে!
✅কোর্সের বিস্তারিতঃ ক্লাস শুরু হবে ১০ জুলাই ।
✅ক্লাসঃ সপ্তাহে ৩ দিন ।
✅ক্লাসের সময়ঃ রাত ০৯:৩০ টা - রাত ১১:৩০ টা অনলাইন ক্লাস।
✅টোটাল কোর্স ডিউরেশনঃ ফিক্সড না তবে আনুমানিক ৪ মাস।
✅কোর্স ফিঃ ২৫৫০ টাকা মাত্র
🔶প্রয়োজনে যোগাযোগঃ
01764176178 ( নিবির সরকার, জুনিয়র ইন্সট্রাক্টর, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট )
🔶নাম্বারগুলোতে পেমেন্ট করেন :
01302178832 ( Bkash Personal )
01302178832 ( Nagad Personal )
এই অনলাইন ফর্মটি পূরণ করে দিবেনঃ (MUST)
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfRUrvulcHRmqefDyhu1fl1ZnH5BCbYDC0-L-2C_buamithkg/viewform?usp=sf_link