23/10/2025
আমি বাইকটা কেনার সময় ভ্যাট/টেক্স দিয়েছি (যা বাইকের দামে অন্তর্ভুক্ত থাকে), এরপর রেজিষ্ট্রেশন বাবদ যথেষ্ট পরিমান অর্থ দিয়েছি সরকারকে (BRTA-এর মাধ্যমে), শ্রম এবং অর্থ খরচ করে ড্রাইভিং লাইসেন্স করেছি, এরপর নিয়মিত রোড টেক্স দিয়ে সড়কে বৈধভাবে চলার অনুমতি পেয়েছি।
একটা ব্যক্তিগত বাহন চালাতে যদি আমাকে এতোকিছু করতে হয় তাহলে বানিজ্যিকভাবে চালিত (যা থেকে সে আয় করে) একটা অটোরিকশা/চার্জার রিকশা/টমটমের কী কী করা উচিত? আশ্চর্যজনকভাবে, এসবের কিছুই লাগে না তাদের, কিন্তু রাস্তার ৮০% জায়গা ওরাই দখল করে থাকে আবার। What a f**ing system!
এখন আমার সিদ্ধান্ত হচ্ছে, যতদিন মূল সড়ক থেকে এসব অবৈধ বাহন বন্ধ হবে না অথবা আইন সবার জন্য সমান হবে না, ততদিন আর কোন Road Tax দিবো না আমি।
It's Loud & Clear!