Bro Welcome To Our BRO Page ��

07/05/2025

দুনিয়া

ফেরদূস ভাই কট
06/05/2025

ফেরদূস ভাই কট

20/04/2025

চুমা দে 🥴🥴

19/04/2025
30/01/2025

2025 First Rain In Madina

চিঠিটি আমাকে লিখেছে , চিন্তা করবেন না আফা, পড়ালেখা যেভাবে চাংগে উঠাইছেন, পরিক্ষাই দেওয়া লাগে নাই, ডাইরেক্ট অটো রিকাশার ম...
26/01/2025

চিঠিটি আমাকে লিখেছে , চিন্তা করবেন না আফা, পড়ালেখা যেভাবে চাংগে উঠাইছেন, পরিক্ষাই দেওয়া লাগে নাই, ডাইরেক্ট অটো রিকাশার মত পাশ করায় দিছেন, আবারো আমাদের এই সুবিধা দেওয়ার জন্য হলেও আপনাকে মুক্ত করে ছাড়বো,
বলো টিস্যু পেপারের জয়,
আপারে কেউ করতে পারবে না ক্ষয়,
কারন নেতা মোদের কাউয়া কাকায় 🙂

লিজেন্ডরা বুঝবে, বাকিরা খুজবে"🫣এটাই বাস্তব হাহা🤣😂
24/01/2025

লিজেন্ডরা বুঝবে, বাকিরা খুজবে"🫣
এটাই বাস্তব হাহা🤣😂

ফেসবুকে ঢুকলেই দেখি তাহসানের বউ ভাত খাইতাছে। স্মৃতির বয়ফ্রেন্ড বাপ্পি বিদেশ থেইকা স্মৃতির কাছে আইয়া পড়ছে যে কিনা আগে ...
18/01/2025

ফেসবুকে ঢুকলেই দেখি তাহসানের বউ ভাত খাইতাছে। স্মৃতির বয়ফ্রেন্ড বাপ্পি বিদেশ থেইকা স্মৃতির কাছে আইয়া পড়ছে যে কিনা আগে সারাদিন গাড়িতে ভিডিও করতো৷ আরেক কাপল ব্লগাররা থাইল্যান্ডে যাইয়া কইতাছে" how much of this price? :)

গল্পের নাম: "নতুন জীবনের সন্ধানে"পর্ব ১: এক আশার শুরুশাহেদ ছিল একজন তরুণ প্রযুক্তিবিদ, যে তার জীবনের সেরা সময়টা কাটাচ্ছি...
14/01/2025

গল্পের নাম: "নতুন জীবনের সন্ধানে"

পর্ব ১: এক আশার শুরু

শাহেদ ছিল একজন তরুণ প্রযুক্তিবিদ, যে তার জীবনের সেরা সময়টা কাটাচ্ছিল একটি স্টার্টআপে। কাজ, এক ধরনের স্বাধীনতা, এবং সৃজনশীলতা—এসব নিয়ে তার জীবনের একটি সুন্দর পথ তৈরি হয়েছিল। তবে, একদিন হঠাৎ করে সেই সব কিছু শেষ হয়ে যায়। তার কোম্পানির আর্থিক সমস্যার কারণে সবকিছু অজানা অন্ধকারে চলে যায়। শাহেদ নিজেও বিশ্বাস করতে পারছিল না—সে এখন চাকরি হারিয়েছে, ভবিষ্যৎ অনিশ্চিত।

তবে শাহেদকে একেবারে ভেঙে পড়তে দেখা যায়নি। সে জানতো, জীবনে এমন সময় আসবেই, যখন সবকিছু পিছিয়ে যেতে পারে। কিন্তু তার মধ্যে ছিল অদম্য এক শক্তি। সে প্রতিজ্ঞা করলো, "এই মুহূর্তটিই আমার জীবনের মোড় ঘোরানোর সময়।"

কিন্তু প্রশ্ন ছিল, কী করবে সে? শহরের ব্যস্ততম এলাকায় বসে থাকা এক অফিসের ফাঁকা ডেস্কে সে তার জীবন নতুন করে শুরু করতে চাচ্ছিল, কিন্তু কোথা থেকে শুরু করবে? তার হাতে ছিল শুধু একটি পুরনো ল্যাপটপ, এবং ফোনে কিছু যোগাযোগ।

একদিন, তার পুরনো বন্ধু রাহুলের সঙ্গে দেখা হলো। রাহুল বর্তমানে একটি ফিনটেক কোম্পানির মালিক। রাহুল দেখতে পেলো শাহেদের মধ্যে কিছু আলাদা ধরনের আগ্রহ এবং ইচ্ছাশক্তি। সে বললো, "শাহেদ, তুমিই বলো, তুমি কি চাইবে? আমি তোমাকে আমার কোম্পানিতে যোগ দেয়ার প্রস্তাব দিতে চাই। এখানে তোমার মেধা ও দক্ষতা কাজে লাগবে।"

শাহেদ একটু থেমে গেলো। এই প্রস্তাব সত্যিই আকর্ষণীয় ছিল, কিন্তু আবারও চাকরির দিকে ফিরে যাওয়ার প্রশ্নও ছিল। তবে কিছু একটা তাকে আকর্ষণ করলো। সে জানলো, এটি একটি নতুন পথ, নতুন সুযোগ। হয়তো এখান থেকেই সে তার জীবনের নতুন দিশা খুঁজে পাবে।

সে সিদ্ধান্ত নিলো, এক দৃষ্টিতে "না" বলার পরিবর্তে তাকে জীবনকে একটা নতুন দৃষ্টিতে দেখতে হবে। শাহেদ তার বন্ধুকে জানালো, "আমি তোমার প্রস্তাব গ্রহণ করছি।"

কিন্তু, নতুন পথের শুরু সহজ ছিল না।

শাহেদ যখন রাহুলের কোম্পানিতে যোগ দিলো, প্রথম দিন থেকেই বুঝতে পারলো, এটি কোনো সাধারণ চাকরি নয়। এখানে অনেক কিছু নতুন শিখতে হবে। একদিকে ছিল তার আগের অভিজ্ঞতা, আরেকদিকে ছিল নতুন চ্যালেঞ্জ। শাহেদ উপলব্ধি করলো, এক্সপেরিয়েন্স সবসময় সঠিক পথ নির্দেশক হয় না, বিশেষ করে যখন নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া শুরু হয়।

কিন্তু সে কোনোভাবেই ভয় পেলো না। সে জানতো, জীবনের সেরা সুযোগগুলো সাধারণত কঠিন সময়েই আসে।

Address

Dinajpur
5280

Alerts

Be the first to know and let us send you an email when Bro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bro:

Share

Category