24/06/2025
🕰️ সময়ের ক্যানভাসে তোমার নিজস্ব রঙ!
কখনো ভেবে দেখেছো, জীবনটা আসলে একটা বিশাল ক্যানভাস? আর তুমি সেই ক্যানভাসের শিল্পী। প্রতিদিন সকালটা আসে নতুন এক রঙ নিয়ে, নতুন এক ব্রাশ নিয়ে। তুমি কী আঁকবে, সেটা সম্পূর্ণই তোমার হাতে। ধূসর রঙে আঁকবে নাকি উজ্জ্বল রঙে ভরিয়ে দেবে তোমার সৃষ্টি?
আমরা প্রায়ই অন্যের আঁকা ছবি দেখে নিজেদের ক্যানভাসে রঙ করতে চাই। অন্যের সাফল্যের গল্প দেখে ভাবি, আমার জীবনটা কেন এমন নয়? কিন্তু মজার ব্যাপার হলো, প্রতিটি ক্যানভাসই আলাদা, প্রতিটি গল্পই ইউনিক। তোমার গল্প তোমারই মতো করে সুন্দর।
যদি মনে হয় ব্রাশ ঠিক নেই, রঙ ফিকে হয়ে গেছে, বা আঁকাটা মন মতো হচ্ছে না—থামবে না। নতুন ব্রাশ নাও, নতুন রঙ মেশাও। হয়তো একটু ভুল হবে, রঙ ছড়িয়ে যাবে, কিন্তু সেই ভুলগুলোই তো তোমার শিল্পকর্মকে আরও বাস্তবসম্মত আর আকর্ষণীয় করে তুলবে। কারণ, imperfections-ই তো একটা শিল্পের সৌন্দর্য!
আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিকূলতাকে ডিঙিয়ে নিজস্ব পথ তৈরি করেছেন, যা আজও কোটি মানুষের জন্য আদর্শ। তিনিও নিজের জীবনের ক্যানভাসে এক অসাধারণ চিত্র এঁকে গেছেন ধৈর্য, বিশ্বাস আর কর্মের রঙে।
তোমার ক্যানভাসে তোমার নিজস্ব রঙ ব্যবহার করো। অন্যের আঁকা ছবি নকল করার দরকার নেই। নিজের ভেতরের কল্পনা আর স্বপ্নগুলোকে স্বাধীনভাবে ছেড়ে দাও। তুমিই তোমার ক্যানভাসের একমাত্র মালিক।
সময় বয়ে যাচ্ছে, তাই বসে থেকো না। তোমার জীবনের ক্যানভাসে তোমার সেরা শিল্পকর্মটি এঁকে ফেলো, আজই! কারণ, এই সুযোগটা তোমারই! 🎨