Tareq Azim

Tareq Azim I'm Tareq Azim,
(1)

30/06/2025

জীবনে অনেক মানুষ দেখেছি।।।

27/06/2025

করো থেকে খুব একটা বেশি কিছু আশা করিনা।।।

27/06/2025

Good Morning 🌅🌄

25/06/2025

Good Night 🌆🌆🌆🌉

25/06/2025
24/06/2025

🕰️ সময়ের ক্যানভাসে তোমার নিজস্ব রঙ!
কখনো ভেবে দেখেছো, জীবনটা আসলে একটা বিশাল ক্যানভাস? আর তুমি সেই ক্যানভাসের শিল্পী। প্রতিদিন সকালটা আসে নতুন এক রঙ নিয়ে, নতুন এক ব্রাশ নিয়ে। তুমি কী আঁকবে, সেটা সম্পূর্ণই তোমার হাতে। ধূসর রঙে আঁকবে নাকি উজ্জ্বল রঙে ভরিয়ে দেবে তোমার সৃষ্টি?
আমরা প্রায়ই অন্যের আঁকা ছবি দেখে নিজেদের ক্যানভাসে রঙ করতে চাই। অন্যের সাফল্যের গল্প দেখে ভাবি, আমার জীবনটা কেন এমন নয়? কিন্তু মজার ব্যাপার হলো, প্রতিটি ক্যানভাসই আলাদা, প্রতিটি গল্পই ইউনিক। তোমার গল্প তোমারই মতো করে সুন্দর।
যদি মনে হয় ব্রাশ ঠিক নেই, রঙ ফিকে হয়ে গেছে, বা আঁকাটা মন মতো হচ্ছে না—থামবে না। নতুন ব্রাশ নাও, নতুন রঙ মেশাও। হয়তো একটু ভুল হবে, রঙ ছড়িয়ে যাবে, কিন্তু সেই ভুলগুলোই তো তোমার শিল্পকর্মকে আরও বাস্তবসম্মত আর আকর্ষণীয় করে তুলবে। কারণ, imperfections-ই তো একটা শিল্পের সৌন্দর্য!
আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিকূলতাকে ডিঙিয়ে নিজস্ব পথ তৈরি করেছেন, যা আজও কোটি মানুষের জন্য আদর্শ। তিনিও নিজের জীবনের ক্যানভাসে এক অসাধারণ চিত্র এঁকে গেছেন ধৈর্য, বিশ্বাস আর কর্মের রঙে।
তোমার ক্যানভাসে তোমার নিজস্ব রঙ ব্যবহার করো। অন্যের আঁকা ছবি নকল করার দরকার নেই। নিজের ভেতরের কল্পনা আর স্বপ্নগুলোকে স্বাধীনভাবে ছেড়ে দাও। তুমিই তোমার ক্যানভাসের একমাত্র মালিক।
সময় বয়ে যাচ্ছে, তাই বসে থেকো না। তোমার জীবনের ক্যানভাসে তোমার সেরা শিল্পকর্মটি এঁকে ফেলো, আজই! কারণ, এই সুযোগটা তোমারই! 🎨

24/06/2025

নিজের ভেতরের আলোটাকে জ্বালিয়ে রাখুন!
জীবনের পথে চলতে গিয়ে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সব আলো নিভে গেছে, চারপাশে শুধুই অন্ধকার। মনে হয় যেন সব শক্তি ফুরিয়ে গেছে, আর এগিয়ে যাওয়ার কোনো পথ নেই। এই সময়েই প্রয়োজন হয় নিজের ভেতরের সেই সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলার।

বিশ্বাস করুন, আপনার ভেতরে এমন এক অসীম শক্তি আর সম্ভাবনা লুকানো আছে, যা আপনি নিজেও হয়তো পুরোপুরি জানেন না। প্রতিটি বাধা, প্রতিটি চ্যালেঞ্জ আসলে এক-একটি সুযোগ, যা আপনাকে আরও শক্তিশালী আর অভিজ্ঞ করে তোলে। হতাশ না হয়ে, নিজের ওপর বিশ্বাস রাখুন। এই কঠিন সময়টা আপনার ভেতরের আসল ক্ষমতাকে খুঁজে বের করার দারুণ একটা সুযোগ।

আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ধৈর্য এবং আশার উপর জোর দিয়েছেন। তাঁর জীবন থেকে আমরা শিখি, প্রতিকূলতার মাঝেও কীভাবে ইতিবাচক থাকা যায় এবং আল্লাহর ওপর ভরসা রাখা যায়।
সুতরাং, আপনার ভেতরের সেই আলোটাকে নিভতে দেবেন না। ছোট ছোট সাফল্যের জন্য নিজেকে পুরস্কৃত করুন, নিজের ভুল থেকে শিখুন, আর বারবার চেষ্টা করুন। মনে রাখবেন, আজকের এই সংগ্রামই আগামীকালের আপনার সফলতার গল্প তৈরি করবে।
নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের স্বপ্নগুলোকে আঁকড়ে ধরুন, আর এগিয়ে চলুন নতুন সূর্যের দিকে! আপনি পারবেনই! 🚀

Address

Dinajpur
5282

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tareq Azim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share