Imran Khan

Imran Khan ''যখন হতাশা জীবনকে ঘিরে ফেলে,,
তখন হতাশার সাগরে আশার সেতু রচনা করুন"
জীবন সুন্দর হয়ে উঠবে।

শুধুমাত্র সংকীর্ণ টোল প্লাজার কারণে উত্তরবঙ্গের মানুষ যমুনা সেতুর পূর্বে ২০ কিলোমিটারের অধিক রাস্তা জ্যামে আটকে থাকে, ঘন...
15/06/2025

শুধুমাত্র সংকীর্ণ টোল প্লাজার কারণে উত্তরবঙ্গের মানুষ যমুনা সেতুর পূর্বে ২০ কিলোমিটারের অধিক রাস্তা জ্যামে আটকে থাকে, ঘন্টার পর ঘন্টা চলে যায় সেই জ্যামে।

তারপরও কারো টনক নড়ে না।

ঢাকা থেকে রংপুর চার লেনের মহাসড়কের কাজ চলছে সেই এক দশক ধরে। এখনো শেষ হয়নি। গোবিন্দগঞ্জ আর পলাশবাড়িতে রাস্তার অর্ধেক কাজ হয়ে পড়ে থাকার কারণে ঘন্টার অধিক সময় ধরে সেখানেও জ্যামে আটকে থাকতে হয়েছে। ঢাকা-রাজশাহী মহাসড়ক এখনো চার লেন হয়নি।

ঢাকা থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় রেলে যেতে এখনো ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগছে। সাধারণত ঢাকা- বগুড়া- রংপুর হয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় যাওয়ার কথা। অথচ তাদেরকে রাজশাহী- নওগাঁ- নাটোর হয়ে ট্রেনে করে প্রায় ২০০ কিলোমিটার অধিক রাস্তা ঘুরে যেতে হয়। যেখানে বগুড়া হয়ে রংপুর দিয়ে ট্রেন লাইন থাকলে এই ২০০ কিলোমিটার পথ ঘুরতে হতো না।

এই ঈদে ঢাকা থেকে পঞ্চগড় যেতে আমার সময় লেগেছে ১৭ ঘন্টা। আসতে সময় লেগেছে ১৫ ঘণ্টা। কারো ২০ ঘন্টাও পেরিয়ে গেছে। ২০২৫ সালে দাঁড়িয়ে ঢাকা থেকে দেশের এক প্রান্তে যেতে যদি এত দীর্ঘ সময় লাগে তাহলে উন্নয়নের গল্প খুবই অপ্রাসঙ্গিক।

যমুনা সেতুতে ব্যয়কৃত অর্থ আজ থেকে ৬-৭ বছর আগেই টোলের মাধ্যমে আদায় হয়েছে। তারপরও টোল প্লাজা কেন্দ্রিক এই ভোগান্তির নিরসন হয়নি। হয় টোল আদায় এখন বন্ধ করা উচিত, না হলে টোল সংগ্রহের বুথ অন্তত তিনগুণ বৃদ্ধি করে কৃত্রিম জ্যাম তৈরির এই ক্ষেত্রগুলোকে বন্ধ করা উচিত। মানুষের ভোগান্তি লাঘব করা উচিত।

উত্তরের জনপদগুলো থেকে আওয়ামী লীগ শুধু শোষণ করেছে, দেওয়ার বেলা ছিল পক্ষপাতদুষ্ট।

আগামীর বাংলাদেশে উত্তরের জনপদগুলো এই বৈষম্য আর মেনে নিবে না। ঢাকা থেকে বিভাগীয় শহর গুলোর রাস্তা এক্সপ্রেসওয়ে অথবা চার লেন করতে হবে। আন্তঃবিভাগীয় রেলের লাইনগুলো সর্বনিম্ন সময়ে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। আন্তঃনগর ট্রেনের নছিমনের মতো বগিগুলো পরিবর্তন করে মানসম্মত, ভ্রমণ উপযোগী বগি সরবরাহ করতে হবে।

একটা দেশের সার্বিক উন্নয়নের জন্য ওই দেশের সকল অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের ভারসাম্য প্রয়োজন। আগামীতে উত্তরবঙ্গের মানুষের সেই উন্নয়ন ভারসাম্যে সজাগ দৃষ্টি থাকবে।

উত্তরবঙ্গের গণমানুষ, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরুন। এই সমস্যার সমাধানই হতে হবে উত্তরবঙ্গ কে নিয়ে রাজনৈতিক দলগুলোর ইশতেহার। যারা লুটপাট, চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব বাদ দিয়ে জনগণের জন্য কাজ করবে তাদেরকেই ভোট দেবেন। যারা করবে না তারা যে দলেরই হোক না কেন তাদেরকে বর্জন করবেন। © সারজিস আলম

08/06/2025

জীবনে কঠিন সময়ের জন্য চারটি শক্তিশালী দোয়া!!

07/06/2025

"যে তরুণ আল্লাহর ইবাদতে জীবন কাটায়, কিয়ামতের দিন তার জন্য থাকবে আরশের ছায়া।" — সহীহ বুখারী, হাদীস: ৬

06/06/2025

Abu taha adnan

-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-

05/06/2025

ফজর ও মাগরিবের পরে দোয়াটি পড়বেন।🌸

03/06/2025

একদিন বুঝতে পারবেন! রব আপনাকে উত্তম জিনিস'টা দেওয়ার জন্য-ই অপেক্ষা করিয়েছেন। #ইসলামিক_ভিডিও_

01/06/2025

পুরোটা দেখুন কালিমার পতাকা দিয়ে পুরো রাস্তা যেন একটা জান্নাতের টুকরো।০৩মে,২০২৫ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দেয়ার সময়।

01/06/2025

ইসলাম বিরোধী কিছু স্বভাব!! 07

31/05/2025

৩মে ২০২৫

31/05/2025

মাত্র ৮০ লাখ ই*হু*দি*দে*র জন্য ২০০ কোটি মুসলমান যখন, আবাবিলের অপেক্ষা করে...!

Address

Dinajpur

Telephone

+8801706281559

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imran Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Imran Khan:

Share