Anamul Haque Anam

Anamul Haque Anam ❤❛❛হাসবুন আল্লা'হু্ ওয়া নি'মাল ওয়াকিল❜❜ ❣️
___❛❛আমার আল্লাহ্ আমার জন্য যথেষ্ট ❜❜❤

21/03/2024

আলহামদুলিল্লাহ
আমাদের আজকের অতিথিগণ একটু ভিন্ন ধরনের।চিন্তা করলাম মসজিদে ইফতারি দিলে শুধু পুরুষ মানুষ খেতে পারে কিন্তু গ্রামের বৃদ্ধ মহিলা ও হতদরিদ্র নারী ও শিশুরা পায়না তাই খুঁজে বের করলাম সূরা মসজিদ যেখানে নারীদের আলাদা নামাজ পড়ার এবং ইফতার এর আয়োজন করতে পারবো ।বাংলাদেশের একটি প্রত্নতান্ত্রিক স্থান হলো সূরা মসজিদ দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় অবস্থিত।আলহুমদুলিল্লাহ শতাধিক মানুষের মুখে হাসি দেখিছি মুগ্ধ আমি।

এবং আমাদের এই কার্যক্রমে আর্থিক ভাবে সহযোগিতা করেছেন Mohsina Maya আপু আয়োজনে ওস্বেচ্ছাসেবী হিসেবে ছিলেন টিম ঘোড়াঘাট রক্তদান ও স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (Team_GRSF_)

13/03/2024

ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো .....

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

13/02/2024
13/02/2024

গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড থাকার মানে ঐ মানুষটি চরিত্রহীন!
❝তোমরা যিনার নিকটবর্তী হয়ো না, নিশ্চয় তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ।❞ (বনী ইসরাঈল, আয়াত: ৩২)

30/10/2023

_মাশাল্লাহ
দ্বিতীয় শ্রেণির ছোট্ট শিক্ষার্থীদের অসাধারণ নাতে রাসুল পরিবেশন..💔🤩

14/10/2023

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার উপর কতোটা ভরসা রাখতে পারলে? নিজের মধ্যে কতোটা সৎ সাহস থাকতে পারলে?দেশ ও ধর্মের প্রতি কতোটা ভালোবাসা, শ্রদ্ধা থাকতে পারলে?

এমন বু'লেটের সামনে পাথর দিয়ে যু'দ্ধ করা যায়, ফি/লি/স্তি/নের ভাই-বোনেরা তা গোটা বিশ্বের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে 🖤

রসূল সাঃ এর বদরের যু'দ্ধের কথা মনে করিয়ে দিচ্ছে এই দৃশ্য।

অবিরাম শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাদের প্রতি। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাদের সাথে আছেন।

ফি-আমানিল্লাহ 🖤

ভিডিও সংগৃহীত,,,

14/10/2023

خيبر خيبر يايهود جيش محمد سوف يعود

03/09/2023

"জা'লিমদের জন্য সর্তক বার্তা "

02/09/2023

দুনিয়াবাসীকে জানিয়ে দাও ধ্বংস অতি সন্নিকটে....

04/07/2023

❝নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন❞🖤🤍

▧ টাস্কঃ ১

ঈমানকে দৃঢ় রাখতে চেষ্টা করুন।
সকল প্রকার ছোট শিরক, বড় শিরককে না বলুন।
আল্লাহ ছাড়া আল্লাহর কোন সৃষ্টিকে ভরসা করবেন না।
একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইবেন।

▧ টাস্কঃ ২

৫ ওয়াক্ত নামাজ কন্টিনিউ করুন।
সাথে ১২ রাকাত সুন্নত পড়তেই হবে। কোনভাবেই মিস দিবেন না।

▧ টাস্কঃ ৩

হারাম বর্জন করুন।
গান-বাজনা, নাটক, মুভি ইত্যাদি।
হারামে লিপ্ত থাকলে ইবাদত কবুল হয় না।

▧ টাস্কঃ ৪

গীবত, পরনিন্দা, অহংকার এই তিনটি জিনিস আপনার ব্যক্তিসত্ত্বা থেকে উপড়ে ফেলুন।
মনে রাখবেন, গীবত আপনার তাহাজ্জুদ ছিনিয়ে নেবে, যার নামে গীবত করবেন সে অনায়াসে সে আপনার নফল ইবাদত নিয়ে নেবে। তাই দরকার কী?
এতো কষ্ট করে ইবাদত করেন সামান্য জিনিসের জন্য সেটা বিফলে যাবে। জবানের হিফাজত করুন।
বেশি বেশি ইস্তিগফার পড়ুন।

▧ টাস্কঃ ৫

আপনার বন্ধু মহলে খারাপ কেউ থাকলে সাময়িক সময়ের জন্য বিরতি নিন।
কিছু সময় একা থাকুন।
বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন।
নামাজে সিজদাহকে দীর্ঘ করুন।
এতে রবের সাথে আপনার সম্পর্ক দৃঢ় হবে।

▧ টাস্কঃ ৬

৫ ওয়াক্ত নামাজের পর অন্তত ৫ আয়াত হলেও কুরআন পড়বেন।
সাথে ৫ আয়াতের অর্থও পড়বেন।
কুরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দিন।
কুরআন আপনার সম্মান বাড়িয়ে দেবে ১০০%!

▧ টাস্কঃ ৭

মেয়েরা প্রোপারলি পর্দা করার চেষ্টা করবেন।
কোন রকম গায়রে মাহরামের সামনে যেতে পারবেন না, আকর্ষণীয় কণ্ঠে কথা বলতে পারবেন না।

▧ টাস্কঃ ৮

ফোন থেকে এক ক্লিকেই গান, মুভি, সিনেমা ডিলেট করে দিন।

▧ টাস্কঃ ৯

প্রতিদিন ৫ বার আজানের জবাব দেয়া। আজানের জবাবের মধ্যে অফুরন্ত ফজিলত রয়েছে।
মাত্র ২/৩ মিনিটে এই আমলটি করে নেবেন।

▧ টাস্কঃ ১০

প্রতিদিন ১০০ বার করে

১. সুবহানাল্লাহ
২. আলহামদুলিল্লাহ
৩. আল্লাহু আকবার
৪. লা-ইলাহা ইল্লাল্লাহ
৫. আস্তাগফিরুল্লাহ
৬. সুবহানাল্লহি ওয়া বিহামদিহী
৭. সুবহানাল্লাহিল আজিম পড়া।

আল্লাহর পছন্দের বাক্যগুলা বেশি বেশি পড়া।

▧ টাস্কঃ ১১

এইবার নতুন কিছু শুরু হোক।
এশার সালাত আদায় করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া।
তাহাজ্জুদের জন্য নিজেকে প্রস্তুত করুন।
দ্রুত ঘুমালে তাহাজ্জুদের জন্য নিজ থেকেই জেগে উঠতে পারবেন।
আর দেখবেন যেন অলৌকিক ভাবেই উঠছেন।

▧ টাস্কঃ ১২

প্রতিদিন সকালে একবার
বিকেলে একবার "সাইয়্যেদুল ইস্তেগফার" পড়ুন।

▧ টাস্কঃ ১৩

যতবারই কোন না কোন ভুল করবেন ততবারই তাওবা করবেন।
আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। ❤️‍🩹❤️‍🩹

আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন 🤲❤️‍🩹

#ম্যাসেজ

29/06/2023

আপনার দু'আও আল্লাহ তা'য়ালা কবুল করবেন, যদি তা আপনার জন্য কল্যাণকর হয় দু'আ কবুল না হলে কখনো অস্থির হবেন না। কারন আল্লাহ আপনাকে যেটা দিবেন সেটা আপনার জন্য উত্তম তাই হয়তো ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তাই আমাদের উচিত আরও বেশি আল্লাহ তাআলার পথে অগ্রসর হওয়া এবং তারই কাছে সাহায্য প্রার্থনা করা!🧡

26/06/2023

' Even sadness becomes sweet when
Allah ﷻ is in your heart '

______♡“

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Anamul Haque Anam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share