Ajoy Ray

Ajoy Ray Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ajoy Ray, Digital creator, Dinajpur.

27/08/2025
||"জন্মাষ্টমী ব্রত উপবাস করলে কি ফল লাভ হয়.?আসুন জেনে নেই...🙏🙏🌷পাপমোচন ও মুক্তি লাভ:“জন্মাষ্টমীর উপবাসে সমস্ত পাপ থেকে ...
13/08/2025

||"জন্মাষ্টমী ব্রত উপবাস করলে কি ফল লাভ হয়.?
আসুন জেনে নেই...🙏🙏

🌷পাপমোচন ও মুক্তি লাভ:
“জন্মাষ্টমীর উপবাসে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। সন্দেহ নেই, ভক্ত বিষ্ণুলোকে গমন করেন।।”
— ভবিষ্যোত্তর পুরাণ, উত্তরখণ্ড, ১৪৪.২৪
জন্মাষ্টমীতে উপবাস করলে জীবনের সকল পাপ দূর হয় এবং ভগবান বিষ্ণুর চিরধামে স্থান লাভ হয়।

🌷জন্ম-মৃত্যুর বন্ধন মুক্তি:
“যে ভক্ত জন্মাষ্টমীর দিনে ব্রত পালন করে, তার সমস্ত পাপ নাশ হয়। ভগবানের কৃপায় সে আর পুনর্জন্ম লাভ করে না।”
— স্কন্দ পুরাণ, বৈষ্ণবখণ্ড
এই ব্রত ভক্তকে জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি দিয়ে চিরশান্তি প্রদান করে।

🌷ইচ্ছাপূরণ ও সৌভাগ্য লাভ:
“যে ভক্তি সহকারে জন্মাষ্টমীর ব্রত পালন করে, ভগবান বিষ্ণু তার সমস্ত কামনা পূর্ণ করেন।।”
— পদ্ম পুরাণ, উত্তরখণ্ড
এই ব্রত জীবনের সব শুভ ইচ্ছা পূর্ণ করে এবং অটল সৌভাগ্য প্রদান করে।

🌷ভগবৎপ্রেম বৃদ্ধি ও অন্তরের পবিত্রতা:
“উপবাসে জন্মানো পুণ্য হৃদয়কে শুদ্ধ করে এবং কৃষ্ণভক্তি বৃদ্ধি করে।।”
— নারদ পুরাণ, পূর্বখণ্ড
এই উপবাসে অন্তরের অপবিত্রতা দূর হয়, ভগবৎপ্রেম বৃদ্ধি পায় এবং কৃষ্ণস্মরণ সহজ হয়।

🌷পরিবারের কল্যাণ ও রক্ষাকবচ:
“যে ব্যক্তি জন্মাষ্টমীর ব্রত যথাযথভাবে পালন করে, সে নিজের এবং তার পরিবারের মঙ্গল নিশ্চিত করে এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করে।।”

—গরুড় পুরাণ
এই ব্রত পালনকারী শুধু নিজের নয়, পূর্বপুরুষ ও পরিবারের কল্যাণ নিশ্চিত করেন এবং সংসারের অশুভ শক্তি থেকে রক্ষা করে।

আর কিছুদিন পরেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি তথা জন্মাষ্টমী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জগতের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছিলেন। সকলেই জন্মাষ্টমী ব্রত উপবাস পালন করুন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করুন। 🙏🙏

🙏🙏হরে কৃষ্ণ🙏🙏

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Ajoy Ray posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share