Muabiyah

Muabiyah হয়তো সেদিনও বৃষ্টি হবে,,
তুমি ভিজবে কোন এক ছাদে,,
আর আমি ভিজবো কোন এক কবরস্থানে... 🙃

💔
(1)

13/07/2025

''Revenge of Nature''
রুহের(আত্মার) হাই বলতেও তো কিছু একটা আছে তাইনা 🤗

12/07/2025

তুমি আমার সেই নোটবুক যেখানটায় আমি নিজেকে লিখেছিলাম... তুমি আমার সেই আবদ্ধ ঘর যার কাছে জানালার মতো নিজেকে খুলে দিয়েছিলাম... তুমি আমার সেই পাবলিকে ভরা মঞ্চ যার কাছে আমি নিজেকে উপস্থাপন করেছিলাম... সেই তুমিই আমার জীবনের শেষ ''মায়া'' যেখানটায় গিয়ে আমি নিজেকে শেষ করেছিলাম... 🙃🤗
😔

12/07/2025

আমি অনেক বড় বড় স্বপ্ন দেখতাম.. তার কিছু তো পূরণ করে ছেলেছিলাম.. আর কিছু ছিলো ফোনের নোটবুকে নোট করা.. জীবনে অনেকবার হোঁচট খেয়ে পড়ে গেছি কিন্তু না উঠে কখনো থেকে থাকেনি.. স্বপ্নপূরণের রাস্তায় অনেক বাধা পেয়েছি, এমনকি যাদের ছাড়া আমার দিনটাই পার হতোনা তাদেরকেও ছেড়ে যেতে দেখেছি,, বেইমানি করতে দেখেছি.. তবুও এগিয়ে গেছি.. হঠাৎ কোনো এক কাল বৈশাখির ঝড় এলো আর আমার সবকিছু তছনছ করে দিয়ে চলে গেলো.. Believe me এখন আর স্বপ্ন গুলো পূরণ করতেই ইচ্ছে করেনা.. কেমন জানি জীবনটা হয়ে গেলো এক নিমিষেই... জীবনে কোনো কিছুর কেনো জানি স্বাদ পাচ্ছিনা.. আর কোনো ইচ্ছে নেই স্বপ্নপূরণের,, আর কোনো স্বপ্নই নেই আমার.. 😔😔

11/07/2025

ধ্বং'সে'র শেষ প্রা'ন্তে দাঁড়িয়েও আমি আমার ধ্বং'স কারীকে ভালোবাসি,, আমার শেষ হওয়া থেকে আর কে ফেরাবে?😅💔

11/07/2025

আমরা আর যা-ই হই 'মানুষ' হতে পারলাম না 🥹😡

11/07/2025

মনটা কবরস্থানের মতো হয়ে গেছে,,
ভেতরে কি চলে কেউ টের পায়না 😥

11/07/2025

অতৃপ্ত আমি,, মৃত্যুকে তৃপ্তি হিসেবে গ্রহণ করতে দেখছি নিজের চোখে 🤫

10/07/2025

কেনো এভাবে এসে আমার মনটাকে উত্তাল সাগরে পরিনত করে দিস? কেনো আমার হতে পারবিনা জেনেও আমার মনের মধ্যে আবার স্বপ্ন দেখার ইচ্ছা জাগিয়ে দিস? কেনো তুই আমাকে তোর করেছিলি? কেনো আমাকেও বাধা না দিয়ে এতো রঙিন স্বপ্ন দেখিছিলি?
কয়েক হাজার প্রশ্ন আছে মনের মধ্যে জমানো কিন্তু শোনার মতো মানুষটাই নাই..
আমার সব কথাই সত্য ছিলো,, সত্য ছিলো তোকে নিয়ে স্বপ্ন দেখাটাও.. মিথ্যা ছিলো শুধু তোর চাহনিটা.. আর আমিও বোকার মতো সব মিথ্যাকে সত্য মনে করে তোকে নিয়ে আমার ভাবনায় চলে গেছিলাম বহু দূরে... আমি এখনো বিশ্বাস করতে পারিনা সেই সবকিছুই মিথ্যা ছিলো.. ভাবলেই অবাক হই নিজে আর প্রচন্ড রাগ হয় নিজের প্রতি.. একটা অপরিচিত ছেলের সাথে মিশার আগে তার পুরো বারোডেটা আমি বের করি,, তাকে বিশ্বাস করার জন্য আমার কাছে তাকে অজস্রবার বিশ্বাসের পরিক্ষা দিতে হয় আর সেখানে তোর মুখের কথায় আমি কেমন জানি সবকিছু বিশ্বাস করে নেই.. সেগুলো খুঁতিয়ে দেখার প্রয়োজনটুকু মনে করেনি.. তার শেষ পরিনতি কি হলো? হাহাহা কেউ জানেনা...

দরকার ছিলো জীবনে এমনটা পরিস্থিতিতে পড়ার.. কখনো কাউকে এভাবে যে বিশ্বাস করতে হয়না, তা না হলে কেমনে বুঝতাম.??

কি বেহায়া হয়ে গেছিলাম.. এক বিশ্বাসে মনে করে ফেলেছিলাম এবার মনে হয় আমার জীবনটা সুখের হবে.. এতো দিন তাহলে এটার জন্যই আমার জীবন অন্ধকারে ছিলো.. তোর অতীতের সবটা জেনেও কেমনে জানি সবটুকু মেনে নিয়েছিলো মনটা কিন্তু জানতামই না তোর জীবনের সবথেকে বড় প্রেজেন্ট উপস্থিত ছিলো তোর কাছে..

জীবনে মানুষের অভাব হয়নি আমার কখনো.. অনেকের প্রিয় মানুষ হয়ে ছিলাম.. কিন্তু আমার কেমন জানি তাদের প্রতি তেমন কোনো অনুভূতি কাজ করেনি.. এই প্রথম কারো প্রতি এমনটা কাজ করেছিলো.. ''শক্ত পাথারটা লাল গোলাপে পরিনত হয়ে গিয়েছিলো''..
আগে একবার মনটা শুধু ''এলোমেলো'' হয়েছিলো আর এবার একদম ''ভেঙ্গে চুরমার'' হয়ে গিয়েছে...

খুব দরকার ছিলে এভাবে ভাঙ্গার.. দরকার ছিলো নিজেকে তছনছ করার.. দরকার ছিলো শেষ বারের মতো শেষ হওয়ার... 🙃🦋

মানিয়ে নিয়ে কি আদোও চলা সম্ভব? 🥹হয়না তো 🤗
09/07/2025

মানিয়ে নিয়ে কি আদোও চলা সম্ভব? 🥹
হয়না তো 🤗

09/07/2025

তার আমার কথা মনে পড়ে যখন তাদের মাঝে ঝগড়া বা মানঅভিমান হয়.. বিষয়টি হাস্যকর 🤣🤣
আর আপনি আমার মন তো দুরের কথা মাথা থেকেই বের হচ্ছেন না... 🥹
আপনি আমার চোখের আড়াল হতে পারবেন না..
I always see you. 🤗🤗

08/07/2025

ভুল মানুষ বলতে কিছু হয় না। আমরা যে মানুষটিকে ভালোবাসি, যতক্ষণ পর্যন্ত সে মানুষটি আমাদের জীবনে থাকে, অনুভূতি জড়িয়ে থাকে ততক্ষণ সে মানুষটিকে ভুল মনে হয় না। কিন্তু যখন সে হারিয়ে যায়। দূরত্ব সৃষ্টি হয়, গুরুত্ব কমে যায় তখন আমরা বলি ভুল মানুষ।

08/07/2025

আমি তোমাকে পাইনা আবার পাই,,
আমি খুচরো পয়সার মত বুকপকেটে তোমার স্মৃতি জমাই..🦋
আমি তোমাকে চাইনা আবার চাই,,
তোমাকে আমার না হলেও চলবে এমন অভিনয় করে যাই..🤗
বুনো মেঘ,, তুমুল আবেগ,,
আমি সমস্তটা নিয়ে বেঁচে আছি তুমি না থাকার মত করে পাশে আছো তাই.. 🫀

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Muabiyah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muabiyah:

Share