27/08/2025
সাহায্যের জন্য আবেদন, আমার বন্ধুরা অবশ্যই পোস্টটি তাদের কাছে শেয়ার করবেন যারা, মানবিক কাজের সাথে জরিত, অনুরোধ রইলো🤲🤲🤲
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের সকলের কাছে একটি মানবিক সাহায্যের জন্য অনুরোধ করছি যে, আমাদের স্নেহের, খুব কাছের একজন ছোট ভাই,
নাম: আলিফুন ইসলাম (ছোটন), বয়স: ১৪ বছর। বাবার নাম: আবু বক্কর সিদ্দিক। পেশা: কোচ ড্রাইভার।
ঠিকানা: চক কাঞ্চন, বিরল, দিনাজপুর। বর্তমান সে লিভার ক্যান্সরে আক্রান্ত হয়ে, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছে। তার ক্যান্সারটি লিভারের বেশির ভাগ অংশে ছড়িয়ে পড়ায় , বাংলাদেশের ডক্টর গন তাকে উন্নত চিকিৎসার জন্য, ভারতের হায়দ্রাবাদে যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়ার পরামর্শ দেন, যার বর্তমান খরচ প্রায় ২০লক্ষ টাকা। ইতিমধ্যে বাংলাদেশেই তার চিকিৎসার জন্য ৩লক্ষ টাকা খরচ হয়েছে। তার পরিবার মধ্যবিত্ত হওয়ায়, তারা অনেক কষ্ট করে ভারতে নিয়ে যাওয়ার জন্য ৫লক্ষ টাকার ব্যবস্থা করতে পেরেছেন। এখনো প্রায় ১৫লক্ষ টাকা প্রয়োজন। যা রোগির পরিবারের পক্ষে ব্যবস্থা করা অসম্ভব। তাই আপনাদের সকলের নিকট বিনীত নিবেদন এই যে, আপনারা সকলে, যে যার অবস্থান থেকে, যতটুকু সম্ভব আর্থিক সহযোগিতা করে, একটি শিশুর প্রান বাচাতে এগিয়ে আসুন। অনুরোধ ক্রমে: রোগির পরিবার, ও আত্বীয় স্বজনরা।
সাহায্যের জন্য যোগাযোগ : রোগির বড়ভাই: ওমর ফারুক।
মোবা: 01780763586 বিকাশ/ নগদ।
ব্যাংক একাউন্ট নং: 20506960200057608
Omor Faruk
ইসলামী ব্যাংক লিমিটেড ,চক কাঞ্চন শাখা। বিরল দিনাজপুর