Mr:Roy

Mr:Roy ✨🌼মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই 😊❤️
(1)

23/08/2025

বউ চলে যাচ্ছে অন্যের সাথে ডেটিংএ হঠাৎ করে স্বামী বেচারা সামনে...
বাকীটা ইতিহাস....
#অপরাধ
#স্বামী

22/08/2025

জীবনের ঝুঁকি নিয়ে এভাবে পারাপার করা কি ঠিক ?

22/08/2025

আর করবি মজা 🤣🤣

14/08/2025

সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে ১১ মাসের শিশুর মৃ/ত্যু 😢

12/08/2025

জ্যাসিকার মৃত্যু আর অরকার ঘটনার মধ্যে, দুই জিনিস শিক্ষা দেয়, ১/ অতিরিক্ত মায়া ভালোবাসা করলে, পরে নিজের জন্য কাল হয়ে দাঁড়ায়, ২/ আপনার আপনজন আশেপাশের লোকজন যতই আপন দেখাতে চাচ্ছে, দিনশেষে সুযোগ পেলে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে 🐬🧜‍♀️😪

ভিডিও-টি #এআই দ্বারা তৈরি হয়েছে,,, পরে জানতে পারলাম ঘটনা-টি পুরোপুরি মিথ্যা ছিলো।

09/08/2025

ভিডিওতে যে বৃদ্ধ মহিলাটকে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা করা হচ্ছে তিনি পুরুষটার স্ত্রী। অনেকদিন যাবত অসুস্থ ছিলেন বৃদ্ধ মহিলাটা।

শুধুমাত্র অসুস্থতার জন্যে বিরক্ত হয়ে স্ত্রীকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে দিচ্ছে তার স্বামী। তারপর নিষ্ঠুরভাবে মারধর করছে, জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে স্ত্রীকে।

অথচ সুস্থ কিংবা অসুস্থ থাকাটা আমাদের কারো হাতেই নেই, সম্পূর্ণটাই সৃষ্টিকর্তার হাতে।

সেজন্যেই বিদেশি একজন প্রফেসর বলেছিলেন- আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার।

ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি, সেলিব্রেট করি।

অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো একজন জীবনসঙ্গী। ভালো রেজাল্ট, টাকাপয়সার জন্যে আমরা যেরকম মরিয়া হয়ে থাকি তারচেয়ে বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্যে।

দুনিয়াবি সকল চাওয়া পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত, ভালো জীবনসঙ্গী।

কেননা আপনার জীবনসঙ্গীর উপরই নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মত স্বচ্ছ-সুন্দর হবে নাকি বীভৎস হবে!

(বৃদ্ধ মহিলাটার লোকেশন এবং বর্তমান পরিস্থিতি জানার জন্যে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন। আমরা খোঁজ পেলে তার সুন্দর একটা জীবনের ব্যবস্থা করতে সাহায্য করব। আপনারাও শরীক থাকুন এ ভালো কাজে)

08/08/2025

💔

07/08/2025

এই পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য না !

06/08/2025

মনে হচ্ছে এটা এখন শুধু প্রাণীদের মধ্যেই পাওয়া যায়...!!😊

06/08/2025

কখনো হাল ছেড়ো না, সফলতা আসবেই👏😲

05/08/2025

Wait for end 💔

06/03/2025

2আনা 3রতি দিয়ে সিম্পল শাখার ডিজাইন 😱

Address

Dinajpur

Telephone

+8801973478553

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr:Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share