01/08/2025
কাহারোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল চেষ্টা কালে জনতা ও পুলিশের হাতে ২ জন আ/ট/ক
দিনাজপুরের কাহারোল উপজেলার ১নং ডাবর ইউনিয়নের মাল্টার মোড় এলাকায় শুক্রবার ১ আগস্ট বিকেলে, দিনাজপুর জেলা ছাত্রলীগের ব্যানারে ১৫-২০ জন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মিছিল চলাকালীন পুলিশের হাতে ২জন আ/ট/ক।
পুলিশ ও স্থানীয় জনতার হাতে দুজন ছাত্রলীগ কর্মী
আ/ট/ক এ সময় ব্যানার ও ৫ টি মোবাইল ফোন একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার।
আ/ট/ক ছাত্রলীগের দুই কর্মীর স্থায়ী ঠিকানা ১,আরিফ আলম পিতা:খুরশিদ আলম দিনাজপুর পৌরশহরের ঘাসিপাড়ার বাসিন্দা (২) আসাদ পিতা: জব্বার দিনাজপুর পৌর শহরের সুইহারির বাসিন্দা।
পুলিশ জানান দুই জনকে আম জনতা আ/ট/ক করে আমাদের হাতে তুলে দিয়েছেন বাকি মিছিলে থাকা ফ্যাসিস্ট নেতাকর্মীরা পালিয়ে যায়।
এ বিষয়ে কাহারোল থানা অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, মামলা প্রক্রিয়াধীন বিস্তারিত সার্বিক বিষয়ে তদন্ত করে জানানো হবে।