
24/06/2025
শ্রদ্ধেয় উস্তাদ সাইমুদ আলী খাঁনের শুভময় জন্মদিন আগামী ১লা জুলাই । এই বিশেষ দিবস উপলক্ষে জলপদ্ম আগামী ০৪.০৭.২০২৫ থেকে ০৬.০৭.২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী 'সংগীত উৎসব-১৪৩২'এর আয়োজন করেছে। উস্তাদজীর সকল ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ দিয়েই এই আয়োজন । উস্তাদজীর নিম্নোক্ত ছাত্র-ছাত্রী এ আয়োজনে অংশগ্রহণ করবেন । শ্রদ্ধেয় উস্তাদজীকে নিয়ে এই আয়োজনটি সফল করার জন্য সাথে থাকার সবিনয় অনুরোধ রইল। 🙏🌹🙏🌹