বিরল HD TV

বিরল HD TV পরিচালক, বিরল HD TV;
বিরল উপজেলা প্রতিনিধি,
জাতীয় দৈনিক বাংলার দূত।

প্রয়োজনে : (WhatsApp);
01728-304303, 01773-090276.
(1)

Dharmapur DH Tv পেজ এ লাইক, কমেন্ট, শেয়ার করে পেজ এর সাথে থাকুন।

20/07/2025
নিখোঁজ সংবাদ,পিরের বাজার থেকে বড়চতুল চলে গেছে  এই মেয়েটি ঠিকানা বলতেছে, শাহপরান /পিরের বাজার কেউ এই মেয়েটির পরিচয় জানল...
20/07/2025

নিখোঁজ সংবাদ,

পিরের বাজার থেকে বড়চতুল চলে গেছে এই মেয়েটি ঠিকানা বলতেছে, শাহপরান /পিরের বাজার
কেউ এই মেয়েটির পরিচয় জানলে /বা চিনে থাকলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো 01326316787 ( কপি পোস্ট) আর প্লিয সবাই এই পোস্টি শেয়ার করবেন,,,,

২০ জুলাই –২০২৫  ই-পেপার
20/07/2025

২০ জুলাই –২০২৫
ই-পেপার

19/07/2025

বিরলে একইদিনে ৯১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ শুভ উদ্বোধন

দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর ইচ্ছায় পুরোনে দিনাজপুর জেলায় ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিরল উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা ও সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ এর নেতৃত্বে ৭০০০ হাজার গাছের চারা রোপণ চলছে ০৮ নং ধর্ম পুর ইউনিয়নের সাদাক নামক স্থানে।

19/07/2025
18/07/2025

বখতিয়ার আহমেদ কচি-এর নেতৃত্বে এক বিশাল বহর ১৮ জুলাই ২০২৫ শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে বখতিয়ার আহমেদ কচি-এর নেতৃত্বে এক বিশাল বহর ১৮ জুলাই ২০২৫ শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিলে যোগদান করে।বখতিয়ার আহমেদ কচি-এর নেতৃত্বে এক বিশাল বহর ১৮ জুলাই ২০২৫ শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিলে যোগদান করে।

18/07/2025

বিরলে জোবরদখলের পায়তারা ও প্রতিপক্ষের হুমকীতে নিরাপত্তাহীনতায় একটি পরিবার

বিরলে জোবরদখলের পায়তারা ও প্রতিপক্ষের হুমকীতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে একটি পরিবার। পরিবারটির বাগানে রোপিত লক্ষ লক্ষ টাকা মূল্যের পৈত্রিক গাছ কেটে নিয়ে যাওয়ার অব্যাহত হুমকী দিচ্ছে প্রতিপক্ষ। একটি গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টাকালে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে গাছটি নিয়ে যেতে পারেনি প্রতিপক্ষগণ।
উপজেলার ধর্মপুর ইউনিয়নের ফতেপুর বামনগাঁও গ্রামের মৃত. সাইফুল ইসলামের ভূক্তভোগী সহিদুল ইসলাম (৩০) জানান, একই গ্রামের মৃত. হবিবর রহমানের তিন পুত্র মোঃ ইদ্রিস আলী (৬০), মোঃ আব্দুল আজিজ (৪৫), মোঃ আব্দুল জব্বার (৫৫) এবং মো. ইদ্রিস আলী'র পুত্র মোঃ মোকারম আলী (৩৫), মৃত করমতুল্লার পুত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সহিদুর (৪৬), মনসুর আলীর পুত্র রবিউল ইসলাম বাবু (৩৮), আব্দুল আজিজের পুত্র রায়হান (৩২), ছহিদুর এর পুত্র মাফিজুর রহমান (২৮) গং'রা প্রায়ই সময়ে জমি জমা'সহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমাদের সাথে কারণে ও অকারণে ঝগড়া বিবাদ সৃষ্টি করে।
বামনগাঁও মৌজার ৫৬২ ও ৫৬৩নং দাগে ১ একর ৭০ শতক জমি আমার পিতা মৃত. সাইফুল ইসলাম ক্রয় করে বসত বাড়ী নির্মান করে। যেখানে আমরা দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি এবং মরহুম পিতা বসত বাড়ীর চারপাশে বিভিন্ন গাছপালা রোপন করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসতেছি। কিন্তু এতদিনের ক্রয়কৃত ভোগ দখলে থাকা জমিতে উপরোক্ত বিবাদীগন আমার পিতার বসত বাড়ী ও বসত বাড়ীর আশে পাশের ফাঁকা জমি ও বিভিন্ন গাছপালা তাদের বলে দাবি করে দীর্ঘদিন ধরে জবর দখল করার পায়তারা করতেছে।
এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় উপরোক্ত সকল বিবাদীগনেরা হাতে লাঠি সোঠা, কোদাল, কুড়াল, দা, হাসুয়া ইত্যাদি দেশিয় অস্ত্রে সঙ্গে সজ্জিত হইয়া আমাদের বসত বাড়ীর পাশে ফাঁকা জায়গা জোর পূর্বক জোবর দখল করার জন্য আমাদের গাছপালা কুড়াল, হাসুয়া ও দা দ্বারা কাটার চেষ্টা করে। সেই সময় আমি ও আমার পরিবারের লোকজন বিবাদীগনদের আমাদের গাছ কাটার বাঁধা দিলে বিবাদীগন আমাকে এবং আমার পরিবারের লোকজনকে মারপিট করার চেষ্টা চালায় এবং তাদের হাতে কুড়া, হাসুয়া ও দা উঁচু করে দেখিয়ে আমাকে এবং আমার পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। উক্ত ঘটনার বিষয়ে ইতিপূর্বে অভিযোগ দায়ের করি। উক্ত অভিযোগের বিষয়ে ইতি পূর্বে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগণের সিদ্ধান্তে আপোষ মিমাংসা হয়। আপোষ মিমাংসায় বিবাদীগনেরা আমার মরহুম পিতার জমি'সহ গাছপালা তাদের বলে পুণরায় দাবি করবে না মর্মে স্বাক্ষীগনের সম্মুখে স্বীকার ও অঙ্গীকার করেন।
কিন্তু আপোষ মিমাংসা হওয়ার পরেও বিবাদীগনেরা পুণরায় আমার পিতার ক্রয়কৃত জমি তাদের বলে দাবি করে এলাকার লোকজনের কাছে বলাবলি করতেছে এবং তারা আমার পিতার জমি ও জমির উপরে থাকা গাছপালা যে কোন সময় যে কোন মহুর্তে কেটে নিয়ে যাবে মর্মে জানায়। আর এই বিষয়ে আমি'সহ আমার পরিবারের লোকজন যদি বিবাদীগনদের আমাদের গাছ কাটা বাঁধা দেই তাহলে বিবাদীগনেরা আমাকে এবং আমার পরিবারের লোকজনকে মারপিট করা'সহ খুন জখম করবে মর্মে জানায়।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে বিবাদীগনেরা যে কোন সময় যে কোন মুহূর্তে আইন শৃঙ্খলার অবনতি'সহ শান্তি ভঙ্গ করার আশু সম্ভাবনা থাকায় পুলিশ প্রশাসনের নিকট অভিযোগ দায়ের করে সহিদুল ইসলাম।
এ ব্যাপারে অভিযুক্ত প্রতিপক্ষগণের নিকট জানতে চাইলে ওয়ারিশ হিসেবে জমি তাদের বলে দাবি করে সংবাদমাধ্যমকে কোন কিছু বলতে রাজি হোননি।

বিরলে ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ মাদক কারবারি গ্রেফতার ॥ মামলা দায়েরদিনাজপুরের বিরলে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ট্যা...
17/07/2025

বিরলে ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ মাদক কারবারি গ্রেফতার ॥ মামলা দায়ের

দিনাজপুরের বিরলে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকাল ৫টা ৩০মিনিটের সময় বিরল পৌর শহরের চকভবানী এলাকা থেকে নেশা জাতীয় ১৪পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ মাদক কারবারি মোঃ শাহিনুর রহমান (৪৫)’কে গ্রেফতার করা হয়। তিনি চকভবানী গ্রামের মোঃ আব্দুল মোতালেব এর ছেলে। এ ঘটনায় আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ২৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারি’কে বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, মাদক কারবারি শাহিনুর রহমান তার নিজ বাড়িতে অবৈধভাবে মাদকদ্রব্য বিক্রয় বিক্রয়ের কার্যক্রম পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে গিয়ে উপস্থিত হলে মাদক কারবারি উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ আটক করতে সক্ষম হয়। এ সময় তার দেহ তল্লাশী করে নেশা জাতীয় ১৪পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিরল থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর জানান, মাদকের প্রভাব বিস্তারের ফলে যুব সমাজ মাদকাসক্তের দিকে ধাবিত হচ্ছে। যারা মাদকের সাথে জড়িত তাদের কোনক্রমেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে এলাকাবাসীর সহযোগিতা একান্ত কাম্য।

বিজোড়া ঐতিহ্যবাহী খাড়খলিয়া কবরস্থান পরিদর্শন করেন এবং একটি বকুল ফুলের চারা রোপন করেন:- দিনাজপুর জেলা পরিষদের প্রধান ন...
17/07/2025

বিজোড়া ঐতিহ্যবাহী খাড়খলিয়া কবরস্থান পরিদর্শন করেন এবং একটি বকুল ফুলের চারা রোপন করেন:- দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোখলেসুর রহমান ।
এসময় উপস্থিত ছিলেন:-বিজোড়া নূরানী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ সোহাইল হোসেন ,সহ অত্র এলাকার মুসল্লীবৃন্দ।

17/07/2025
বিরলে ফ্রি চিকিৎসা এবং ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বিরল (দিনাজপুর)॥উপজেলার সকল বয়সী চোখের সমস্যার রোগীদের জন্য দিনব...
17/07/2025

বিরলে ফ্রি চিকিৎসা এবং ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত
বিরল (দিনাজপুর)॥
উপজেলার সকল বয়সী চোখের সমস্যার রোগীদের জন্য দিনব্যাপি ফ্রি চিকিৎসা এবং ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার ০৭নং বিজোড়া ইউনিয়নের রঘুপুর উচ্চ বিদ্যালয়ের এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুলতান মাহমুদ।
স্পৃহা ফাউন্ডেশনের আয়োজনে এবং দিনাজপুর ফুলবাড়ী বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত গাওসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় চোখে ঝাপসা দেখা, চোখ দিয়ে পড়তে সমস্যা বা কোন কাজ করতে সমস্যায় পড়া প্রায় ৪৯৮ জন (পুরুষ-১৯৩, মহিলা-৩০৫) রোগীকে চক্ষু শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনা খরচে চোখের পাওয়ার পরীক্ষা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এদের মধ্যে ৮৮ জনের ছানি অপারেশন করার জন্য বাছাই করা হয়। তবে যাদের সামান্য সমস্যা তাদেরকে বিনামূল্যে চশমা প্রদান করেন গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল কর্তৃপক্ষ। চক্ষু ক্যাম্পে মেডিকেল অফিসার হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মো. তানভীর আহাম্মেদ রিফাত। এ সময় রঘুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিন উদ্দীন’সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত থেকে চক্ষু ক্যাম্প সফল করার জন্য সহযোগিতা করেন।

দিনাজপুর জজকোর্ট চত্বরে চত্বরে অচেতন অবস্থায় পড়ে ছিল এই ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা উনাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ...
17/07/2025

দিনাজপুর জজকোর্ট চত্বরে চত্বরে অচেতন অবস্থায় পড়ে ছিল এই ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীরা উনাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তিনি বর্তমানে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।
এই ব্যক্তির কেউ পরিচয় বা নাম নাম ঠিকানা জানলে পরিবার বা স্বজনদের খবর দিন। পরিচয় নিশ্চিতের জন্য পোস্টটি বেশি বেশি শেয়ার করুন।

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when বিরল HD TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিরল HD TV:

Share