18/07/2025
বিরলে জোবরদখলের পায়তারা ও প্রতিপক্ষের হুমকীতে নিরাপত্তাহীনতায় একটি পরিবার
বিরলে জোবরদখলের পায়তারা ও প্রতিপক্ষের হুমকীতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে একটি পরিবার। পরিবারটির বাগানে রোপিত লক্ষ লক্ষ টাকা মূল্যের পৈত্রিক গাছ কেটে নিয়ে যাওয়ার অব্যাহত হুমকী দিচ্ছে প্রতিপক্ষ। একটি গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টাকালে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে গাছটি নিয়ে যেতে পারেনি প্রতিপক্ষগণ।
উপজেলার ধর্মপুর ইউনিয়নের ফতেপুর বামনগাঁও গ্রামের মৃত. সাইফুল ইসলামের ভূক্তভোগী সহিদুল ইসলাম (৩০) জানান, একই গ্রামের মৃত. হবিবর রহমানের তিন পুত্র মোঃ ইদ্রিস আলী (৬০), মোঃ আব্দুল আজিজ (৪৫), মোঃ আব্দুল জব্বার (৫৫) এবং মো. ইদ্রিস আলী'র পুত্র মোঃ মোকারম আলী (৩৫), মৃত করমতুল্লার পুত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সহিদুর (৪৬), মনসুর আলীর পুত্র রবিউল ইসলাম বাবু (৩৮), আব্দুল আজিজের পুত্র রায়হান (৩২), ছহিদুর এর পুত্র মাফিজুর রহমান (২৮) গং'রা প্রায়ই সময়ে জমি জমা'সহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমাদের সাথে কারণে ও অকারণে ঝগড়া বিবাদ সৃষ্টি করে।
বামনগাঁও মৌজার ৫৬২ ও ৫৬৩নং দাগে ১ একর ৭০ শতক জমি আমার পিতা মৃত. সাইফুল ইসলাম ক্রয় করে বসত বাড়ী নির্মান করে। যেখানে আমরা দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছি এবং মরহুম পিতা বসত বাড়ীর চারপাশে বিভিন্ন গাছপালা রোপন করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসতেছি। কিন্তু এতদিনের ক্রয়কৃত ভোগ দখলে থাকা জমিতে উপরোক্ত বিবাদীগন আমার পিতার বসত বাড়ী ও বসত বাড়ীর আশে পাশের ফাঁকা জমি ও বিভিন্ন গাছপালা তাদের বলে দাবি করে দীর্ঘদিন ধরে জবর দখল করার পায়তারা করতেছে।
এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় উপরোক্ত সকল বিবাদীগনেরা হাতে লাঠি সোঠা, কোদাল, কুড়াল, দা, হাসুয়া ইত্যাদি দেশিয় অস্ত্রে সঙ্গে সজ্জিত হইয়া আমাদের বসত বাড়ীর পাশে ফাঁকা জায়গা জোর পূর্বক জোবর দখল করার জন্য আমাদের গাছপালা কুড়াল, হাসুয়া ও দা দ্বারা কাটার চেষ্টা করে। সেই সময় আমি ও আমার পরিবারের লোকজন বিবাদীগনদের আমাদের গাছ কাটার বাঁধা দিলে বিবাদীগন আমাকে এবং আমার পরিবারের লোকজনকে মারপিট করার চেষ্টা চালায় এবং তাদের হাতে কুড়া, হাসুয়া ও দা উঁচু করে দেখিয়ে আমাকে এবং আমার পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। উক্ত ঘটনার বিষয়ে ইতিপূর্বে অভিযোগ দায়ের করি। উক্ত অভিযোগের বিষয়ে ইতি পূর্বে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগণের সিদ্ধান্তে আপোষ মিমাংসা হয়। আপোষ মিমাংসায় বিবাদীগনেরা আমার মরহুম পিতার জমি'সহ গাছপালা তাদের বলে পুণরায় দাবি করবে না মর্মে স্বাক্ষীগনের সম্মুখে স্বীকার ও অঙ্গীকার করেন।
কিন্তু আপোষ মিমাংসা হওয়ার পরেও বিবাদীগনেরা পুণরায় আমার পিতার ক্রয়কৃত জমি তাদের বলে দাবি করে এলাকার লোকজনের কাছে বলাবলি করতেছে এবং তারা আমার পিতার জমি ও জমির উপরে থাকা গাছপালা যে কোন সময় যে কোন মহুর্তে কেটে নিয়ে যাবে মর্মে জানায়। আর এই বিষয়ে আমি'সহ আমার পরিবারের লোকজন যদি বিবাদীগনদের আমাদের গাছ কাটা বাঁধা দেই তাহলে বিবাদীগনেরা আমাকে এবং আমার পরিবারের লোকজনকে মারপিট করা'সহ খুন জখম করবে মর্মে জানায়।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে বিবাদীগনেরা যে কোন সময় যে কোন মুহূর্তে আইন শৃঙ্খলার অবনতি'সহ শান্তি ভঙ্গ করার আশু সম্ভাবনা থাকায় পুলিশ প্রশাসনের নিকট অভিযোগ দায়ের করে সহিদুল ইসলাম।
এ ব্যাপারে অভিযুক্ত প্রতিপক্ষগণের নিকট জানতে চাইলে ওয়ারিশ হিসেবে জমি তাদের বলে দাবি করে সংবাদমাধ্যমকে কোন কিছু বলতে রাজি হোননি।