Mr.Nafis

Mr.Nafis At least every day
Improve yourself even by 1%
Year round will see you change 365%

05/05/2025

Hmm 😊

25/04/2025
17/04/2025

চোখে পানি থাকলে কিভাবে ঘুম ধরবে! 😅
৪:৩৭ am

17/04/2025

Over thinking

15/04/2025

আমি জানি তুমি কেমন আছো।
আমি জানি তুমি সারাদিন কী করো।
আমি জানি তুমি আমার জন্য কান্না করো, তবে কারো সামনে না, একা গভীরে কান্না করো—আমি জানি তোমার কষ্ট হয়।

আচ্ছা, একটু ভাবো তো আমি আসলে চাইটা কী তোমার কাছে?
৫০০ টাকার দেহ, যেই দেহ বাজারে বিক্রি হয়?
কখনোই না!
আমি চাই তোমার হয়ে থাকতে, তোমার সব ইচ্ছেগুলো পূরণ করতে, তোমার কষ্টগুলো ভাগাভাগি করে নিতে।

এসব বাদ দাও!
মানলাম, তোমার মন কী চায় আমি বুঝিনা।
এই পৃথিবীতে কি কারো ক্ষমতা আছে মানুষের মন বোঝার?
আমাদের আল্লাহ আমাদের মানুষের মন বোঝার সার্বিক ক্ষমতা কখনো দেননি।

না, আমি বুঝবো না তোমাকে, না তুমি বুঝবে আমাকে, না পৃথিবীর অন্য কেউ বুঝবে তোমাকে।
অতএব, শান্ত হও।
নিজের মন হালকা করো।
রাগ-অভিমান কমিয়ে আমাকে মানিয়ে নিতে কষ্ট হয়?
রাগ-অভিমান সরিয়ে জেদ করে হলেও আমাকে মেনে নাও।
আল্লাহর মতো করে তোমাকে বুঝবো।

15/04/2025

কি ভাবো? কথা হয় না, দেখা হয় না—তাই কি ভেবেছো আমি তোমায় ভুলে গেছি? কখনো না!আমি আজও তোমার কথা রাখছি। যদিও আমি মুখ ফিরিয়ে নেই! , আমি জানি এই সম্পর্কটা আর কখনো আগের মতো হবে না। তবুও আমি ছেড়ে যাচ্ছি না। কারণ তুমি বলেছিলে—"আমায় ভালোবাসো, আমি চলে যেতে চাইলেও তুমি যেতে দিও না! তোমার দেয়া প্রতিটি প্রতিশ্রুতি আমার অনুপ্রেরণা হয়ে কাজ করে। আমি তোমাকে এত সহজে ছেড়ে দিতে পারি না। তাই ভাবার কিছু নেই, আমি আছি—সবসময় তোমার জন্য।🤎

19/02/2025

Dreem city

28/10/2024

Apna school 😫🫶🏻
Thanks four creat this cinematic video😫~AS
゚viralfbreelsfypシ゚viral

Address

Dinajpur
Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Mr.Nafis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr.Nafis:

Share