মধ্যাক্ষর

মধ্যাক্ষর Follow দিয়ে সহযোগিতা করুন।আমিও Follow দিয়ে অবশ্যই সহযোগিতা করবো।
(2)

14/04/2025

13/04/2025
11/04/2025

ছোট ও গভীর উপদেশমূলক গল্প :

গল্প: দুই বন্ধুর মরুভূমির যাত্রা

দুই বন্ধু মরুভূমি পাড়ি দিচ্ছিল। হঠাৎ এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক বন্ধু রাগ করে আরেক বন্ধুকে চড় মেরে বসে। চড় খাওয়া বন্ধু কিছু না বলে বালির ওপর লিখে ফেলল:

"আজ আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আমাকে চড় মেরেছে।"

তারা আবার হাঁটা শুরু করল। কিছুক্ষণ পরে তারা এক জলাশয়ে পৌঁছায়, যেখানে চড় খাওয়া বন্ধুটি পানিতে পড়ে যায়। তখন সেই চড় মারা বন্ধুই তাকে ডুবে যাওয়া থেকে বাঁচায়।

এইবার সে বড় এক পাথরের ওপর লিখল:

"আজ আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আমার প্রাণ বাঁচিয়েছে।"

চমকে গিয়ে বন্ধু জিজ্ঞেস করল,
"তুই চড় খেয়ে বালিতে লিখেছিলি, আর এখন পাথরে লিখলি কেন?"

সে হেসে বলল,
"কেউ আমাদের কষ্ট দেয়, সেটা যেন বাতাসে লেখা হয়—যাতে সময়ের সঙ্গে উড়ে যায়। আর কেউ যদি ভালো কিছু করে, সেটা যেন পাথরে লেখা হয়—যাতে তা চিরদিন মনে থাকে।"

উপদেশ:
কষ্ট ও রাগ ক্ষণিকের, তাই ক্ষমা করে দিতে শিখো। কিন্তু ভালোবাসা ও সহায়তা চিরকাল মনে রাখার মতো। সম্পর্ক টিকে থাকে ক্ষমা ও কৃতজ্ঞতায়।

24/02/2024

funny clips...........

21/02/2024

Funny movie Clips.........

21/02/2024

Akashy kumar funny clips...............

30/01/2024

অন্যের ভুল থেকে শিখুন,
কারণ জীবন এত বড় নয় যে
আপনি নিজে সব ভুল করে শিক্ষা নিবেন।

21/01/2024

কি একটা আজব জেনারেশন আসছে।

বর্তমান জেনারেশনের বেশিরভাগ মেয়েদের বিটিএস পছন্দ কারন তারা মেয়েলি স্বভাবের পুরুষ চায়। তাই এখন নারী পটানোর জন্য পুরুষ হয়ে যায় নারীবাদী, কবিতা লাভার, ক্যাট লাভার, আর লুতুপুতু গল্পের পাঠক,সিংগার, এমনকি পিরিয়ড কবি,।

কিন্তু আমাদের দাদী-নানীদের অবস্থা ভিন্ন ছিলো। এখনো তাদের সামনে কোন ছেলে যদি মেয়েদের মতো হাটাচলা করে অথবা মেয়েদের বেশভূষা ধরে তাহলে তারা কষে একটা ধমক দিবে। কারন তাদের কাছে একটা ছেলের মেয়েলি স্বভাবের হওয়াটা মানসিক বিকৃতি।

কারন উনারা জানেন একটা পরিবারে একজন পুরুষের প্রয়োজন কতটুকু। দাদী নানীরা প্রকৃত পুরুষ মানুষ চিনেন। উনারা ভালো ভাবেই জানেন একজন পুরুষের বৈশিষ্ট্য কেমন হয়।

আমাদের দাদা-নানারা ছিলেন প্রকৃত পুরুষ। লোমশ হাত ওয়ালা সুঠাম দেহের সুস্থ সবল পুরুষত্বের অধিকারী ছিলেন তারা। তারা পরিবারের জন্য মাথায় করে পাহাড় বহন করতেন। নিজের স্ত্রী সন্তানকে আগলে রেখে যেকোনো বিপদের মুখে সিসা ঢালা প্রাচীর হয়ে দাঁড়াতেন। তারা ফজরের আগে ঘুম থেকে উঠে মই,লাঙ্গল নিয়ে মাঠে ছুটতেন। মাঠের এক কোণায় গামছা বিছিয়ে ফজরের নামাজ টা পড়ে নিয়ে আবার কাজে লেগে পড়তেন। দিপ্রহরে বাড়িতে এসে স্ত্রীর হাত পাখার বাতাসে পান্তা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলতেন।

এখন সময় বদলেছে, টেকনোলজির এই দুনিয়ায় সব কিছু সহজলভ্য হয়েছে ঠিক কিন্তু প্রতি ঘর থেকে পুরুষ মানুষ হারিয়ে যাচ্ছে। একটা গর্দভ অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে, এদের পুরুষত্ব তো নেই উলটো হিজড়া হয়ে যাচ্ছে।

না আছে তাদের ২৫ কেজি ওজনের একটা বস্তা বহনের মুরোদ, না আছে ১০ মিনিট দৌড়ানোর মুরোদ। খাওয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই,সালাতের কথা বাদই দিলাম। এই জেনারেশন দিয়ে এই উম্মাহের কোনো উপকার কস্মিনকালেও সম্ভব নয়।

- সংগৃহীত
💑

Address

Dinajpur

Telephone

+8801568090589

Website

Alerts

Be the first to know and let us send you an email when মধ্যাক্ষর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share