আনন্দ অশ্রু

আনন্দ অশ্রু Welcome to Writer & digital cretor Fan Page
(14)

বাবাকে ছেলে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে 😒
26/09/2025

বাবাকে ছেলে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে 😒

- আচ্ছা, তোমার একটুও খারাপ লাগে না? যেমনটা আমার লাগে!এই যে আমি সারাটা দিন, সারাটা রাত… এক অদ্ভুত কষ্ট নিয়ে বেঁচে আছি, তো...
26/09/2025

- আচ্ছা, তোমার একটুও খারাপ লাগে না? যেমনটা আমার লাগে!
এই যে আমি সারাটা দিন, সারাটা রাত… এক অদ্ভুত কষ্ট নিয়ে বেঁচে আছি, তোমাকে বাজেভাবে মিস করি, একটা মুহূর্তও তোমার কথা না ভেবে কাটাতে পারি না, এই অনুভবটাও কি তুমি ভুলে গেছো?

- তুমি কী ভাবো আমায় এখন?
সত্যিই কি আমি একটুও তোমার মনে পড়ি না?
সত্যিই কি এতোটা সহজ কাউকে ভুলে যাওয়া?

- আমি তোমাকে না দেখলে জানতাম না—
মানুষ মানুষকে এত সহজে ভুলে যেতে পারে।
তোমার সাথেই তো শিখেছিলাম ভালোবাসা কাকে বলে,
আর আজ, তোমার কারণেই শিখছি—
ভালোবাসার চেয়ে বেশি কষ্টের কিছু নেই।

- তুমি কি জানো,
ভুলে যাওয়া আর ভুলে থাকা এক জিনিস না। তুমি আমাকে ভুলে গেছো হয়তো, কিন্তু আমি এখনো প্রতিদিন সেই পুরোনো দিনে আটকে আছি।

- তোমার দেওয়া কথাগুলো, তোমার অকারণ অভিমান, তোমার হঠাৎ রাগ করে দূরে সরে যাওয়া— সবকিছু আজো আমার হৃদয়ে আগুন হয়ে পোড়ে।

- তুমি যেদিন চলে গেলে, আমি আর আগের মতো মানুষ থাকতে পারি নি। একটা ভাঙা মানুষে পরিণত হয়েছি, যে হাসে… কিন্তু মনে চোখের জল লুকিয়ে রাখে।

- তোমাকে হারানোটা কষ্টের না, সবচেয়ে কষ্টের হলো, যে তুমি আমায় একসময় ভালোবেসেছিলে, সেই তুমিই আজ আমায় চিনতে পারো না। তুমি আমাকে ভুলে গেলে,

- আর আমি? আজও ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছি—
তোমার ফিরে আসার অপেক্ষায়, জানতে জেনেই… তুমি আর ফিরবে না। ---

- আমি আজও তোমাকে ভুলতে পারিনি।
ভালোবাসা হয়তো শেষ হয়ে গেছে তোমার তরফ থেকে, কিন্তু আমার ভেতর সেই ভালোবাসার কবর আছে— যেটার ওপর প্রতিদিন কষ্ট জমে আরেকটা পাথর হয়।

- ভুলে যাওয়া নাকি খুব সহজ!"

- তুমি বলেছিলে—ভুলে যেতে। যেন সেটা কত সহজ একটা কাজ! জানো, আমি প্রতিদিন নিজেকে বুঝাই, বোঝাতে চেষ্টা করি, তুমিও ভুলে গেছো, আমিও পারবো... পারা উচিত। অথচ পারি না! আমি আজও তোমার সেই শেষ কথাগুলো মনে করি, তোমার শেষ দেখা, শেষ হাসি, শেষ অভিমান... সবকিছু যেন মনে গেঁথে গেছে স্থায়ীভাবে।

- তুমি জানো না, কেমন লাগে যখন কেউ আর ফিরে আসে না। কেমন লাগে, যখন কারো নাম শুনলেই বুকের মধ্যে কিছু একটা মোচড় দিয়ে উঠে। কেমন লাগে যখন প্রতিদিন দিনের শেষে, নিজের সাথে যুদ্ধ করতে হয়, শুধু না কাঁদার জন্য।

- তুমি আমাকে খুব সহজে ভুলে গেছো। হয়তো এখন সুখের দিন খোঁজতে ব্যস্ত, কিংবা জীবনের নতুন পাতায় লিখে ফেলেছো সুখের গল্প। আর আমি? আমি আজও সেই পুরোনো পাতায় পড়ে আছি—তোমার দেওয়া শেষ চিঠির মতো, যেটা কেউ আর পড়

সকাল তুমি  ভারি দুষ্টু,         যেন রাত হলে,ঘুম চলে-আশার আগেই"              যেন সকাল হয়ে উঠো!দু"চোখে ঘুম ভেঙ্গে পরে,    ...
26/09/2025

সকাল তুমি ভারি দুষ্টু,
যেন রাত হলে,ঘুম চলে-আশার আগেই"
যেন সকাল হয়ে উঠো!
দু"চোখে ঘুম ভেঙ্গে পরে,
রাতরি অপেক্ষায়"
"কিন্তু সকাল তুমি যেন জলদি 'চলে আসো
শিশিরের ভোর হয়ে,আমার ঘুম ভাঙ্গাতে।
শুভ সকাল

জীবনসঙ্গী এমন হওয়া উচিত ঠিক তালা চাবির মতো।ভেঙে যাবে তবুও অন্য চাবি দিয়ে খুলবে না। তেমনি হৃদয়ে মানুষকে এমন ভাবে জায়গ...
26/09/2025

জীবনসঙ্গী এমন হওয়া উচিত ঠিক তালা চাবির মতো।ভেঙে যাবে তবুও অন্য চাবি দিয়ে খুলবে না। তেমনি হৃদয়ে মানুষকে এমন ভাবে জায়গা দেওয়া উচিত... হাজারো বাঁধা এলেও একে অপরকে ছেড়ে যাওয়ার কথা কখনো মাথায় আসবে না।❤️‍🩹

জীবনে এইভাবে ভালো থাকতে হলে রূপবতী ও গুনবতীর চেয়ে ভাগ্যবতী হওয়াটাই বেশি জরুরি! 🤍

-কান্না থামাতে চাই কিন্তু পারি না, কারণ প্রতিটি ফোঁটা অশ্রুই তোমাকে ভেবে গাল বেয়ে গড়িয়ে পড়ে.!😥💔
25/09/2025

-কান্না থামাতে চাই কিন্তু পারি না, কারণ প্রতিটি ফোঁটা অশ্রুই তোমাকে ভেবে গাল বেয়ে গড়িয়ে পড়ে.!😥💔

___-"যে থাকতে মূল্য দেয় না....!!🥺         -  "সে কি আর হারিয়ে গেলে খুজবে....!! 💔-"যে আমার  ভালোবাসাই  বুঝলো না....!!💔😅  ...
25/09/2025

___-"যে থাকতে মূল্য দেয় না....!!🥺
- "সে কি আর হারিয়ে গেলে খুজবে....!! 💔
-"যে আমার ভালোবাসাই বুঝলো না....!!💔😅
__-"সে কি আমার কষ্ট বুঝবে....!! 🍁❤️‍🩹💔

25/09/2025

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই

আমি কখনও কারো খুব প্রিয় মানুষ হতে পারিনি! কারো সেই প্রাণ প্রিয় মানুষ হতে পারিনি, যাকে সে সবার আগে জায়গা দেবে........😥কার...
24/09/2025

আমি কখনও কারো খুব প্রিয় মানুষ হতে পারিনি! কারো সেই প্রাণ প্রিয় মানুষ হতে পারিনি,
যাকে সে সবার আগে জায়গা দেবে........😥
কারো জন্য সেই স্পেশাল মানুষ হতে পারিনি,
যার জন্য কেউ আলাদা করে প্লান বানাবে,
আমাকে কেউ যে ভালোবাসে নাহ্ তা নাহ্
সবাই ভালোবাসে কিন্তু আমার জায়গা কখনো কারো প্রায়োরিটি লিস্ট এর প্রথম সারিতে থাকে নাহ্,
কখনো কখনো শেষেও থাকে নাহ্,
কিন্তু তাদের জায়গা সব সময় আমার কাছে সবার উপরেই ছিলো......!
প্রায়োরিটি লিস্টে সবার আগে তারাই থাকে,
অথচ তাদের কোথাও আমি নেই..............😓💔

One-Day ❤️🥀
24/09/2025

One-Day ❤️🥀

Love this dream ❤️
24/09/2025

Love this dream ❤️

Address

Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when আনন্দ অশ্রু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share