06/04/2024
হুজুগে বাঙালি , 🙂
আপনি ৮০ টাকার সয়াবিন তেল ১৮০ টাকা হলো বয়কট করেছেন?
৫০ টাকার চিনি ১৩৫ টাকা হলো বয়কট করেছেন?
৪০০ টাকার গ্যাস সিলিন্ডার ১৩০০ টাকা হলো বয়কট করেছেন?
৩০ টাকার সাবান ৬০ টাকা হলো বয়কট করেছেন?
৮০ টাকার পেট্রোল ১২৫ টাকা হলো বয়কট করেছেন?
গ্রামীণ সিমের ১০ টাকা দিয়ে ৪০ মিনিট দাম ২৯ টাকা করা হলো বয়কট করেছেন?
চাকরি করেন মাস শেষে হাত পেতে বেতন নেন আর ঘুষের টাকা নিয়ে বাজারে যান ।
আর সাধারণ কৃষক ও খামারিদের পিছনে লেগে থাকেন। উৎপাদন খরচ যে কত বেড়েছে তা চিন্তা না করে লাফিয়ে বেড়ান গরুর মাংস বয়কট করলাম ।
হায়রে হুজুগে বাঙালি !
মুদ্রাস্ফীতির ধারণা নিয়েছেন ৩ বছর আগে কি ছিলো এখন কি হয়েছে?
আপনি বয়কট কেন করবেন নিজে উৎপাদন করে কম দামে খান।
।
গরুর গোশত বয়কট না করে কসাইয়ের দোকান বয়কট করেন। প্রতিবেশিরা নিজেরা ২০/৩০ জন মিলে গরু জবাই দিয়ে ভাগাভাগি করে নেন। ১ বা ২ মাস পরপর করেন। দেখবেন অনেক কম খরচে গরুর গোশত পাচ্ছেন। নিজেদের মধ্যে বন্ডিং ও ভাল হবে। উৎসব উৎসব একটা ভাব আসবে। বোরিং লাইফ থেকে বের হন।
ডিম মাংসের বয়কট পলিটিক্স!😭
★ ডিম বয়কট- প্রোডাকশন খরচ ১০+টাকা, বর্তমান পাইকারি বাজার ৯+টাকা। চমৎকার।
★ গরুর মাংস বয়কট- প্রোডাকশন খরচ কত একটু জানার চেষ্টা করেন, তারপর বয়কট করেন। নয়তো বছর ঘুরতেই বিদেশি ডিম ১৫+টাকা পিস এবং বিদেশি গরুর মাংস ফ্রোজেন (মরা, হালাল-হারাম জানার উপায় নেই) খেতে হবে।
হুজুগে বাঙালি অপেক্ষা করেন সেই দিনের জন্য। সেটা খুব সন্নিকটে।
(ফিডের দাম কমালে মাংস -ডিমের দাম এমনিতেই কমবে)।
১৭ সালে যখন খামার করি তখন
১ বস্তা গমের ভুষি ছিলো ৭১০ টাকা আজ তা ১৮৬০
ভুট্টা ৭৬০ যা আজ কিনেছি ১৮৫০
সয়ামিল ১৫৫০ যা আজ কিনেছি ৪১০০
পলিশ ১২ টাকা কেজি যা আজ ৩৫ টাকা
এছাড়া লেবার বেড়েছে ৬০%
বিদ্যুৎ ৭৫% , মেডিসিন ৪০% অন্যান্য আরো আছেই।
এর সাথে ডলার রেট এবং মুদ্রাস্ফীতি।
বাকিটা আপনারা হিসাব করে নিয়েন।