Shariya Ahmed Rimon

Shariya Ahmed Rimon যদি আমায় মুখস্থ পড়েন তবে আসছে বছর ভুলে যাবেন, আর যদি বুঝে পড়েন তবে আজীবন হৃদয়ে সজীব হয়ে থেকে যাবো🌸
(1)

06/02/2025

ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা চাওয়ার সুযোগ না দেওয়াই সবচেয়ে বড় প্রতিশোধ।✅

21/08/2024

এটা রুহুল কবির রিজভীর নামে চালানো ফ্যাক পেজ,,,কেউ রিয়েল মনে করে প্রতারিত হবেন না এবং এই ফেক পেজের পোস্ট কেউ শেয়ার করবেন না।
সবাই রিপোর্ট মারুন আর ব্লক করে দেন এই পেজ।

জেনে নিন বিদ্যুৎ বিল কমানোর ৯ কৌশল-??>>>১. মোবাইল চার্জার থেকে খোলার পর অবশ্যই সুইচ বন্ধ করতে হবে।২. বেশিরভাগ সময় এসি রি...
25/04/2024

জেনে নিন বিদ্যুৎ বিল কমানোর ৯ কৌশল-??

>>>১. মোবাইল চার্জার থেকে খোলার পর অবশ্যই সুইচ বন্ধ করতে হবে।

২. বেশিরভাগ সময় এসি রিমোট দিয়ে বন্ধ করার পর সুইচ বন্ধ করি না। এতেও কিছুটা অতিরিক্ত ইউনিট পোড়ে।

৩. ব্যবহার করুন সিএফএল বা এলইডি লাইট। এসব লাইটের আলোয় ফিলামেন্টের তুলনায় সার্কিট ব্যবহার হওয়ায় বিদ্যুতের খরচ কমে।

৪. যে কোনও বৈদ্যুতিক যন্ত্র কেনার সময় স্টার রেটিংয়ে ভরসা রাখুন। কোনও যন্ত্রের স্টার রেটিং বেশি হলে তার ইউনিট বাঁচানোর ক্ষমতাও ততোধিক।

৫. পুরনো তার, পুরনো যন্ত্র ব্যবহারে বিদ্যুৎ বিল বাড়ে। তাই দশ-পনেরো বছরের পুরনো যন্ত্র বা তার ব্যবহার না করে আধুনিক যন্ত্র ব্যবহার করুন।

৬. ঘন ঘন এসি চালু ও বন্ধ করবেন না। চালিয়ে কিছুক্ষণ পর বন্ধ করাই নিয়ম।

৭. রোদ পড়ে এমন জায়গায় এসির আউটলেট রাখবেন না। অনেকে মাথার উপরে একটি শেড করে দেন। এটিও ভুল ধারণা। এসি মেশিন রোদ-বৃষ্টির হাত থেকে বাঁচাতে ঢেকে রাখলে তাতে মেশিন খারাপ হয় তাড়াতাড়ি।

৮. এসির তাপমাত্রা ২৪ ডিগ্রির নীচে নামাবেন না। তাতে বেশি ইউনিট খরচ হয়।

৯. দিনে এক ঘণ্টা করে বন্ধ রাখুন ফ্রিজ। যন্ত্রও বিশ্রাম পাবে, বিদ্যুৎও বাঁচবে।

নিয়ম করে সব যন্ত্রেরই সার্ভিসিং করান সময় মতো। এতে যন্ত্র ভালো থাকে ও কম বিদ্যুৎ টানে।
>এই বিষয় গুলো লক্ষ করলে কমে যাবে আপনার বিদুৎ বিল
>ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করুন।

~শাহরিয়া আহম্মেদ রিমন
ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
অধ্যায়নরত

বন্ধুত্ব নাকি অন্য কিছু?ভারতের শিলিগুড়ি করিডোর (চিকেন নেক) দিয়ে বাংলাদেশ- নেপালের দূরত্ব মাত্র ২১ কিলোমিটার। এই অংশ দিয়ে...
16/04/2024

বন্ধুত্ব নাকি অন্য কিছু?
ভারতের শিলিগুড়ি করিডোর (চিকেন নেক) দিয়ে বাংলাদেশ- নেপালের দূরত্ব মাত্র ২১ কিলোমিটার। এই অংশ দিয়ে বাংলাদেশ নেপালের সাথে কম খরচে সড়কপথে বানিজ্য করতে চায়। কিন্তু দীর্ঘকাল দেনদরবার করা সত্ত্বেও আজও ভারত সেই ট্রানজিট দেয় নাই।

অন্যদিকে কলকাতা - ত্রিপুরার ১,৬৫০ কিমি দূরত্ব বাংলাদেশের উপর দিয়ে ভারতের জন্য এখন মাত্র ৪০০ কিমি। ভারত সহজেই এই পথ দিয়ে ট্রানজিট সুবিধা পেয়ে ব্যবহার করে চলেছে দীর্ঘদিন থেকে।
#স্বার্থপর_ও_দেশদ্রোহীরা_ক্ষমতায়_থাকলে_দেশ_হারাবে_স্বকীয়তা_ও_স্বাধীনতা।

আচ্ছা ইদানিং দেখতেছি তরমুজ বয়কট, গরুর মাংস বয়কটের কথা বলছেন অনেকে।কারন হিসেবে দেখাচ্ছেন অতিরিক্ত মূল্যবৃদ্ধি। এখানে আমার...
09/04/2024

আচ্ছা ইদানিং দেখতেছি তরমুজ বয়কট, গরুর মাংস বয়কটের কথা বলছেন অনেকে।

কারন হিসেবে দেখাচ্ছেন অতিরিক্ত মূল্যবৃদ্ধি।
এখানে আমার একটু চুলকানি আছে আসলে এই জিনিস গুলো বয়কট করলে ক্ষতির মুখে পড়বে কৃষক।
সিন্টিকেট আর অসাধু ব্যবসায়ীদের কিছুই হবেনা, এই বয়কট বয়কট কথা বাদ দিয়ে পারলে অসাধু ব্যবসায়ীও সিন্টিকেট এর বিরুদ্ধে সোচ্চার হোন প্রতিরোধ গড়ে তুলুন।

যারা বয়কট করে জিতে যাচ্ছেন মনে করছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের দেশীও পণ্য যা কৃষকের ঘাম দিয়ে অর্জিত সম্পদ তা বয়কট করে আপনার লাভ কি?

ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক খামারি পারলে অন্য অন্য সমসাময়িক বিষয় নিয়ে প্রতিবাদ করুন আচ্ছা যারা বলছেন তরমুজ বয়কট গরুর মাংস বয়কট তারা পারলে বিদ্যুৎ বয়কট গ্যাস বয়কট পেট্রোল অকটেন বয়কট করে দেখান।

কেননা এগুলো লাগামহীন ভাবে প্রতিনিয়ত দাম বারছে পারবেন কি এই জিনিস গুলো বয়কট করতে?
পারবেন না গ্যাস ছাড়া আপনার ভাত রান্না হবে না, বিদ্যুৎ ছাড়া আপনার ফ্যান এসি চলবে না আপনার আদরের সোনামণি গরমে গেমে যাবে।

পেট্রোল অকটেন ছাড়া আপনার বাইক চলবে না গাড়ি চলবেনা সেটা আপনি বয়কট করতে পারবেন না।
কোথায় আছে না শক্তের ভক্ত নরমের যম হ্যঁ এটাই আমরা বাংলাদেশের মানুষ।

হুজুগে বাঙালি , 🙂আপনি ৮০ টাকার সয়াবিন তেল ১৮০ টাকা হলো বয়কট করেছেন?৫০ টাকার চিনি ১৩৫ টাকা হলো বয়কট করেছেন?৪০০ টাকার গ্যা...
06/04/2024

হুজুগে বাঙালি , 🙂
আপনি ৮০ টাকার সয়াবিন তেল ১৮০ টাকা হলো বয়কট করেছেন?
৫০ টাকার চিনি ১৩৫ টাকা হলো বয়কট করেছেন?
৪০০ টাকার গ্যাস সিলিন্ডার ১৩০০ টাকা হলো বয়কট করেছেন?
৩০ টাকার সাবান ৬০ টাকা হলো বয়কট করেছেন?
৮০ টাকার পেট্রোল ১২৫ টাকা হলো বয়কট করেছেন?
গ্রামীণ সিমের ১০ টাকা দিয়ে ৪০ মিনিট দাম ২৯ টাকা করা হলো বয়কট করেছেন?
চাকরি করেন মাস শেষে হাত পেতে বেতন নেন আর ঘুষের টাকা নিয়ে বাজারে যান ।
আর সাধারণ কৃষক ও খামারিদের পিছনে লেগে থাকেন। উৎপাদন খরচ যে কত বেড়েছে তা চিন্তা না করে লাফিয়ে বেড়ান গরুর মাংস বয়কট করলাম ।
হায়রে হুজুগে বাঙালি !
মুদ্রাস্ফীতির ধারণা নিয়েছেন ৩ বছর আগে কি ছিলো এখন কি হয়েছে?
আপনি বয়কট কেন করবেন নিজে উৎপাদন করে কম দামে খান।


গরুর গোশত বয়কট না করে কসাইয়ের দোকান বয়কট করেন। প্রতিবেশিরা নিজেরা ২০/৩০ জন মিলে গরু জবাই দিয়ে ভাগাভাগি করে নেন। ১ বা ২ মাস পরপর করেন। দেখবেন অনেক কম খরচে গরুর গোশত পাচ্ছেন। নিজেদের মধ্যে বন্ডিং ও ভাল হবে। উৎসব উৎসব একটা ভাব আসবে। বোরিং লাইফ থেকে বের হন।

ডিম মাংসের বয়কট পলিটিক্স!😭
★ ডিম বয়কট- প্রোডাকশন খরচ ১০+টাকা, বর্তমান পাইকারি বাজার ৯+টাকা। চমৎকার।
★ গরুর মাংস বয়কট- প্রোডাকশন খরচ কত একটু জানার চেষ্টা করেন, তারপর বয়কট করেন। নয়তো বছর ঘুরতেই বিদেশি ডিম ১৫+টাকা পিস এবং বিদেশি গরুর মাংস ফ্রোজেন (মরা, হালাল-হারাম জানার উপায় নেই) খেতে হবে।
হুজুগে বাঙালি অপেক্ষা করেন সেই দিনের জন্য। সেটা খুব সন্নিকটে।
(ফিডের দাম কমালে মাংস -ডিমের দাম এমনিতেই কমবে)।

১৭ সালে যখন খামার করি তখন

১ বস্তা গমের ভুষি ছিলো ৭১০ টাকা আজ তা ১৮৬০
ভুট্টা ৭৬০ যা আজ কিনেছি ১৮৫০
সয়ামিল ১৫৫০ যা আজ কিনেছি ৪১০০
পলিশ ১২ টাকা কেজি যা আজ ৩৫ টাকা
এছাড়া লেবার বেড়েছে ৬০%
বিদ্যুৎ ৭৫% , মেডিসিন ৪০% অন্যান্য আরো আছেই।
এর সাথে ডলার রেট এবং মুদ্রাস্ফীতি।
বাকিটা আপনারা হিসাব করে নিয়েন।

09/06/2023

কারো আন্তরিকতা কিংবা ভালো ব্যবহার মানে এই নয়,সে আপনার বন্ধু কিংবা ভালোবাসে। কখনো কখনো মানুষ সৌজন্য বজায় রাখতে,শত্রুর সাথেও আন্তরিকতা দেখায়।🙂🥀

06/05/2023

" মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই। কারণ অমানুষ গুলিও মানুষের মতো দেখতে।"

16/04/2023

👉দশ টাকা মাজারে না দিয়ে,
👉 দশ টাকা অসহায়দের দান করুন,
👉কারণ টাকা জীবিত মানুষের কাজে লাগে
মৃত মানুষের না,

14/04/2023

মাশাআল্লাহ ❤️ কন্যা সন্তান আল্লাহর দেয়া বড় নেয়ামত।

14/04/2023

এখানে ছায়া থাকে, ওখানে মায়া থাকে
আর থাকে মন কেমনের লুকোচুরি,
কখনো কি কেউ চলে যেতে পারে পুরোপুরি?

Address

Dinajpur
1506

Telephone

+8801703557720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shariya Ahmed Rimon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shariya Ahmed Rimon:

Share