04/10/2025
প্রিয় :প্রাক্তন 😊💔
জীবনের পথে চলতে চলতে কতো কিছু হারিয়েছি তবে সবথেকে মূল্যবান যে জিনিষ টি হারিয়েছি তা ছিলে তুমি🙃
হয়তো আমাদের গল্প টা অনেক বড় উপন্যাস ছিলো না ।তবে সে অল্প কিছু অধ্যায়ে তুমি সবচেয়ে বেশি প্রিয় হয়ে উঠেছিল🙂 মাঝে মাঝে আমি ভাবি সত্যি কী ? সব স্বপ্ন ছিলো😅এখনো মনে হয় তুমি আমার কাছে আছো।
চোখ খুললে তোমায় দেখতে পারবো।😊
তবে বাস্তবতা বড় নির্মম সে ঠিক বুঝিয়ে দেয় তুমি আর এই অপদার্থের জীবনে আসবে না😊💔